ঢাকা ১৬ বৈশাখ ১৪৩২, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
English
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রংপুর মেডিকেল কলেজের ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম
রংপুর মেডিকেল কলেজের ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজনীতি নিষিদ্ধ রংপুর মেডিকেল কলেজ (রমেক) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. আল মামুনকে সভাপতি ও শামছুদ্দোহা আলম সরনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে এই কমিটিকে আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

এদিকে রংপুর মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে মতামত ব্যক্ত করছেন রমেকে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা। 

রমেক ইন্টার্নস ডক্টরস সোসাইটি ডেন্টাল ইউনিটের সভাপতি আশিকুল হক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ক্যাম্পাসে পলিটিক্স চালু হোক, এটা কখনই চাই না। ছাত্রলীগের যে ভয়াবহতা দেখেছি আমরা, কখনোই সেটা স্মরণ করতে চাই না আর। ক্যাম্পাসে যে কেউ সেবামূলক বা গঠনমূলক কার্যক্রম হাতে নিক, সংস্থা চালু করুক। বাট নো নেমড বেইজড পলিটিক্স।’ 

মুজতাহিদ মুমিন নামে ৫১ ব্যাচের এক শিক্ষার্থী লিখেছেন, ‘সর্বপ্রকার রাজনীতিমুক্ত ক্যাম্পাসে যারা রাজনীতি ফিরিয়ে এনে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে অঙ্কুরেই। ৫২ ব্যাচের শিক্ষার্থী সোহান হাসান লিখেছেন, আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না। আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই না। সব সময় সুন্দর একটি পরিবেশ চাই।’

অন্যদিকে ‘রাজনীতিমুক্ত রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার পাঁয়তারার বিরুদ্ধে’ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে গত বছরের ১২ই আগস্ট রমেক এর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার বিধান রাখা হয়। অথচ ২৬ মার্চ ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজে তাদের কমিটির ঘোষণা করে। কলেজ প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত অগ্রাহ্য করে কতিপয় শিক্ষার্থীর এহেন নিন্দনীয় কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করছি।’

ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী আবুল হাশেম বলেন, ‘বিগত স্বৈরাচারের আমলে আমরা ছাত্ররাজনীতির ভয়ঙ্কর রুপ দেখেছি। রমেক ক্যাম্পাসে আবারো ছাত্ররাজনীতির পূর্বের ভয়ঙ্কর রুপ আমরা দেখতে চাইনা। কলেজ প্রশাসন থেকে অফিসিয়ালি রাজনীতি নিষিদ্ধ করার পরেও পেশি শক্তির জোরে ছাত্রদল ক্যাম্পাসে কমিটি দিয়েছে। আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। কলেজ প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনে আমরা শিক্ষার্থীরা আবারো ২৪ নিয়ে আসবো, তারপরেও ক্যাম্পাসে কোনো প্রকার লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিবো না।’

এ বিষয়ে রমেক ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক শামছুদ্দোহা আলম সরন মুঠোফোনে প্রতিবেদককে জানান, ‘আমরা গতকাল কেন্দ্র থেকে কমিটির অনুমোদন পেয়েছি। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এখন রাজনৈতিক দল গঠন করছে। তাহলে আমাদের ক্যাম্পাসে কমিটি দিলে সমস্যা কোথায়? যারা বিরোধিতা করছে তারা শিবিরসহ বিভিন্ন গুপ্ত রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, আমি ব্যস্ত আছি। পরে আপনার সঙ্গে কথা বলব।’
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের প্রফেসর ডা. মো. শরিফুল ইসলাম জানান, যে কেউ দলীয় কমিটি ঘোষণা করতেই পারে। ছাত্রদলের কমিটি ঘোষণার বিষয়ে আমার জানা নেই। তবে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ রয়েছে। যদি কেউ দলীয় পরিচয়ে রাজনীতি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেলিম সরকার/মাহফুজ

 

জুলাই বিপ্লবে হামলাকারীদের তথ্য চেয়ে জবিতে বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম
জুলাই বিপ্লবে হামলাকারীদের তথ্য চেয়ে জবিতে বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২৮ এপ্রিল) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর হতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত জবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। 

অভিযোগকারীর তথ্য ও পরিচয় কঠোর গোপনীয়তার সাথে রক্ষা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে এ বিষয়ে একটি কমিটি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আহ্বায়ক করা হয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াকে। 

তিনি বলেন, আমাদের যে কমিটিটা হয়েছিল সেটার কার্যক্রম আমরা বৃহত্তর ভাবে শুরু করেছি। তাই প্রাথমিকভাবে আমরা বিভিন্ন বিভাগ, দপ্তর, ইনিস্টিউট এবং এর বাইরেও যদি কেউ আক্রান্ত হয় এই তথ্যটা বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সিলগালা খামে তথ্য আহবান করেছি। কিছু অভিযোগ এসেছে, সেগুলোও আমরা দেখছি। তবে আমরা একটু বৃহত্তর পরিসরে কাজ শুরু করেছি যাতে কেউ বলতে না পারে যে তাদের তথ্য নেওয়া হয় নি। তারপর সে অনুযায়ী আমরা শুনানি, গণশুনানি বা তাদের ইন্টারভিউ নিব, তারপর আমরা বাকি কাজ গুলো করব।

মুজাহিদ/সিফাত/

শাবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও ছাত্রদলের কর্মসূচি, কারণ দর্শানোর নির্দেশ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
শাবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও ছাত্রদলের কর্মসূচি, কারণ দর্শানোর নির্দেশ
শাবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও ছাত্রদল কর্মসূচি পালন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ছবি: খবরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও দলীয় ব্যানারে কর্মসূচি পালন করায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাইম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। তাদের কার্যক্রমের জন্য তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রক্টর বরাবর লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা, গত ০৮/০৪/২০২৫ইং তারিখে ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে একটি মানববন্ধন করেন যা প্রসংশনীয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং গত ২০/০৪/২০২৫ইং তারিখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানববন্ধন ও র‍্যালি করেন যা কিনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় একটি শৃঙ্খলা ভঙ্গের অপরাধ করেছেন এবং অপরাপর ছাত্র সংগঠনগুলোর ওপর এর বিরুপ প্রভাব পড়েছে। তাই আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে প্রক্টর বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হল।’

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা স্বত্তেও মানববন্ধন ও মিছিল করে শাখা ছাত্রদলের কর্মীরা। এতে নেতৃত্ব দেয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। অনুমতি না থাকলেও দলীয় ব্যানারে কর্মসূচি পালন করায় সমালোচনা দেখা দেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে।

এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনটির শাবিপ্রবি শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের কর্মসূচির জন্য তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাবের উপর ভিত্তি করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ইসফাক/তাওফিক/ 

জবিতে ছাত্রলীগের ২ নেতা-কর্মী আটক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পিএম
জবিতে ছাত্রলীগের ২ নেতা-কর্মী আটক
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ওপর হামলা ও জুলাই আন্দোলনের বিরুদ্ধে থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

আটক দু'জন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল গণি টুটুল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। অপরজন আকরাম হোসেন পদার্থ বিজ্ঞানের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহাদি হাসান জুয়েল বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা বসে দ্রুত একটা সিদ্ধান্ত নেব।

মুজাহিদ বিল্লাহ/এমএ/

রাবিসাসের সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম
রাবিসাসের সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ
রাবিসাসের সভাপতি ইরফান তামিম ও সাধারণ সম্পাদক সাজিদ হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ১৪ সদস্যবিশিষ্ট ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিমকে সভাপতি ও দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি-১ অর্পণ ধর (সমকাল), সহসভাপতি-২ সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (কালবেলা), কোষাধ্যক্ষ মাহবুব হাসান (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবুল হাসান (বাহান্ন নিউজ), ক্রীড়া সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক লুবনা শারমিন (জনকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক প্রান্ত কুমার দাশ (দ্যা নিউজ) ও কার্যনির্বাহী সদস্য এ এইচ এম শামীম (সারাবাংলা ডট নেট)।

এ ছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে আছেন শেখ ফাহির আমিন (ঢাকা ওয়েভ) ও আল মামুন আশিক (চ্যানেল আই অনলাইন)। উপদেষ্টা-১ হিসেবে আছেন নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর) ও উপদেষ্টা-২ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন- রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো), সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী), সাবেক সভাপতি শাহীন আলম (সময় টিভি, রাজশাহী প্রতিনিধি) এবং বিদায়ী কমিটির উপদেষ্টা সোহানুর রহমান রাফি (ডেইলি স্টার, রাজশাহী প্রতিনিধি)।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাবি প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এস আই সুমন/এমএ/

পিএসসি সংস্কারে জবি শিক্ষার্থীদের ৮ দফা দাবি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম
পিএসসি সংস্কারে জবি শিক্ষার্থীদের ৮ দফা দাবি
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসে আবার শান্ত চত্বরে জড়ো হয়। সেখানে শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি পেশ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১। ৪৫তম বিসিএসে ভাইভার নাম্বার ১০০ করতে হবে। প্রিলি, লিখিত ও ভাইভার নাম্বার প্রকাশ করতে হবে।
২। প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।
৩। সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভ্যারিফিকেশনে হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে।
৪। ভাইভা উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করতে হবে।
৫। প্রাইভেট সেক্টরে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে।
৬। বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার ভাইভা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে।
৭। বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে।
৮। পিএসসি-এর সদস্য পরিবর্তন করতে হবে। প্রশ্ন ফাঁসকৃত ৪৬তম বিসিএস বাতিল করতে হবে।

সমাবেশ শেষে আন্দোলনের মুখপাত্র ২০১৪-২০১৫ সেশনের বাংলা বিভাগের জবি শিক্ষার্থী মুন্না বলেন, '৫ আগস্ট-পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলনে রাজপথে আসা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করেছিলাম বর্তমান সরকার নিজ উদ্যোগে এই কর্ম পালন করবে। দীর্ঘদিন যাবৎ পাবলিক সার্ভিস কমিশনের সংস্কারের কথা আমি বলেছি।'

তিনি আরও বলেন, 'গত জুলাইয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য রাজপথে নেমেছিলাম, পিএসসির সংস্কারের জন্য রাজপথই যদি সমাধান হয়,আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।'

মুজাহিদ/সিফাত/