ঢাকা ১১ আষাঢ় ১৪৩২, বুধবার, ২৫ জুন ২০২৫
English

ন্যানো ইউরিয়া উদ্ভাবন, কৃষিতে খরচ কমবে ৮২%

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
ন্যানো ইউরিয়া উদ্ভাবন, কৃষিতে খরচ কমবে ৮২%
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক গবেষণা। বাজারে প্রচলিত ইউরিয়ার পরিবর্তে উদ্ভাবিত হয়েছে ন্যানো ইউরিয়া, যা প্রচলিত সারের তুলনায় ৮২ শতাংশ পর্যন্ত খরচ সাশ্রয়ী। পরিবেশবান্ধব এই প্রযুক্তি কৃষির পাশাপাশি দেশের অর্থনীতিতেও আনবে টেকসই পরিবর্তন।

যুগান্তকারী এই ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (NAME Lab)-এর প্রধান গবেষক ড. জাভেদ হোসেন খান। দীর্ঘ সাত বছরের গবেষণায় তিনি এই স্প্রে সারটি উদ্ভাবন করেন, যা সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কুলা বায়ো (Kulabio)-এর সঙ্গে এক যৌথ চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে।

ন্যানো ইউরিয়া হলো অতি সূক্ষ্ম কণায় প্রস্তুত এক ধরনের ইউরিয়া সার, যা স্প্রে করে সরাসরি গাছের পাতায় প্রয়োগ করা হয়। প্রচলিত সারের তুলনায় এতে অণুর আকার অনেক ক্ষুদ্র। ফলে গাছ তা দ্রুত ও কার্যকরভাবে শোষণ করতে পারে। এতে অপচয় হয় না। আবার মাটির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হয় না।
ন্যানো ইউরিয়ার উদ্ভাবক ও গবেষক ড. জাভেদ বলেন, ‘আমরা এমন এক ন্যানো সার উদ্ভাবন করেছি, যা সাধারণ ৪২০০ টাকার ইউরিয়ার জায়গায় মাত্র ২৩০ টাকায় এক বিঘা জমিতে প্রয়োগ করা সম্ভব।’
 অর্থাৎ, এতে খরচ সাশ্রয় হবে প্রায় ৮২ শতাংশ। ন্যানো ইউরিয়ার কার্যকারিতা ইতোমধ্যে বগুড়ার শেরপুর উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়েছে। কৃষকরা এতে ফলন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন।

২৩ এপ্রিল ২০২৫, যবিপ্রবির সংশ্লিষ্ট ল্যাব এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কুলা বায়োর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। কুলা বায়োর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ড. ফ্রেডেরিক কেন্ডিরগি এবং যবিপ্রবির পক্ষে ড. জাভেদ হোসেন খান।
চুক্তি অনুযায়ী, কুলা বায়ো যবিপ্রবির উদ্ভাবিত ন্যানো সার প্রযুক্তি গ্রহণ করবে এবং নিজেদের জৈব সার প্রযুক্তি NAME Lab-এর সঙ্গে ভাগ করবে। পরবর্তী পাঁচ বছর এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা ও উৎপাদন কার্যক্রমে অংশ নেবে।

এ বিষয়ে ড. জাভেদ বলেন, ‘আমি কুলা বায়োর বোস্টন কারখানা ঘুরে দেখেছি এবং তাদের প্রেসিডেন্ট ড. হ্যারিসন ইউনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। তারা আমাদের প্রযুক্তিতে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন এবং খুব শিগগির আমাদের ল্যাব পরিদর্শনে আসবেন।’
বাংলাদেশ প্রতিবছর প্রায় ৩০ লাখ টন ইউরিয়া সার ব্যবহার করে, যার প্রায় ৮০% আমদানিনির্ভর। ২০২৪ অর্থবছরে ইউরিয়া আমদানিতে ব্যয় হয়েছে ৭ হাজার ১৬৯ কোটি টাকা। ন্যানো ইউরিয়া প্রযুক্তি ব্যাপকভাবে প্রয়োগ করতে পারলে এই ব্যয় অর্ধেকে নেমে আসবে। একই সঙ্গে পরিবেশ ও মাটির ওপর বিরূপ প্রভাব হ্রাস পাবে।

যবিপ্রবির এক অধ্যাপকের একাগ্র প্রচেষ্টায় তৈরি হওয়া এই প্রযুক্তি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, তা এখন ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরিসরে। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের প্রতিষ্ঠান যখন বাংলাদেশের প্রযুক্তির পাশে দাঁড়ায়, তখন সেটি শুধুই গর্বের বিষয় নয়— বরং তা এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।
ন্যানো ইউরিয়া হতে পারে বাংলাদেশের কৃষিতে আমূল পরিবর্তনের অসাধারণ নিয়ামক, যা একদিকে উৎপাদন খরচ কমাবে, অন্যদিকে নিশ্চিত করবে পরিবেশবান্ধব চাষাবাদ। কৃষি গবেষণায় এটি একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে সবাই আশাবাদী।

/রিয়াজ

ধর্ষণের ঘটনায় শাবিপ্রবির ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:০৯ পিএম
ধর্ষণের ঘটনায় শাবিপ্রবির ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ

সহপাঠীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

ভুক্তভোগী ছাত্রী, শান্ত ও পার্থ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত শাবিপ্রবির জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরে রেজিস্ট্রার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবিপ্রবির জরুরি সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তাদের এক সহপাঠীকে ধর্ষণের অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় এ সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া সভায় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক চিকিৎসাসহ অন্য শিক্ষার্থীদের মাধ্যমে যেন সাইবার বুলিংয়ের শিকার না হন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২ মে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে শান্ত ও পার্থ তাকে অচেতন করে ধর্ষণ করেন বলে গত বৃহস্পতিবার (১৯ মে) অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিওধারণ করে অভিযুক্তরা নিয়মিত ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রাথমিক সত‍্যতা পাওয়ায় ১৯ মে রাতেই আদনান ও পার্থকে আটক করে পুলিশ। 

পরে ২০ জুন সিলেট কোতোয়ালি থানায় দুজনের সঙ্গে অজ্ঞাত আরও দু-তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনায় তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।  

এর পর অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ জুন) আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শান্ত ও পার্থ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কর্মী। এদের মধ্যে শান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলারও আসামি।

ইসফাক/পপি/

জবির দুই বিভাগ ও ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:১০ পিএম
জবির দুই বিভাগ ও ছাত্রীহলের নাম পরিবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: খবরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই বিভাগ ও ছাত্রীহলের নাম পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ (3D Art and Design) এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ (Law and Land Administration) করা হয়েছে।  

গত ২৬ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভায় বিভাগের নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত [সিদ্ধান্ত-১৩(২)] গৃহীত হয়। পরে ২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় এটি অনুমোদন পায়।

মুজাহিদ/সালমান/

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের ফটকে অবস্থান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:০৫ এএম
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের ফটকে অবস্থান
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে অবস্থান। ছবি: খবরের কাগজ

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রবিবার (২২ জুন) বেলা ১২টা থেকে তিন ঘণ্টাব্যাপী শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভে অংশ নেয় ২৫ থেকে ৩০ জন এইচএসসি পরীক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা ‘সুরক্ষা না পরীক্ষা, সুরক্ষা সুরক্ষা’ বলে স্লোগান দিতে থাকে।

জানা গেছে, অবস্থান নেওয়ার একপর্যায়ে শিক্ষার্থীরা মূল ফটক বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর সেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানান। 

শিক্ষার্থীরা বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। এ সময় পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা যাবেন। এ সময় কোনো কারণে একজন পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হলে সে পরের পরীক্ষাগুলো কীভাবে দেবে? এ ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। তাই এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে হবে। অন্যথায় বিক্ষোভ চলবে।’ 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পরীক্ষা পেছানোর দাবিতে কিছু শিক্ষার্থী বোর্ডের সামনে অবস্থান নেয়। তাদের দাবির বিষয়টি আমরা আন্তঃবোর্ডে জানিয়েছি। তারা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন। শিক্ষাবোর্ড তো একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’ আগামী ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

জবিতে র‍্যাগিং হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: প্রক্টর

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম
জবিতে র‍্যাগিং হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: প্রক্টর
প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।

রবিবার (২২ জুন) সকালে এক ফেসবুক পোস্টে তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় ২০তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ! আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হলো সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্যের স্থান—এখানে আমরা সবাই একে অপরের সহযাত্রী।

নতুনদের আগমণকে ঘিরে ক্যাম্পাসে  র‍্যাগিং এর ঘটনা ঘটে। র‍্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে, নবীনদের যেকোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য মহোদয়ের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।

আমরা চাই, এই ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।’

মুজাহিদ বিল্লাহ/অমিয়/

জবির শহিদ সাজিদের স্মরণে নির্মিত হবে আধুনিক আইসিটি সেন্টার

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:২২ পিএম
জবির শহিদ সাজিদের স্মরণে নির্মিত হবে আধুনিক আইসিটি সেন্টার
ছবি: খবরের কাগজ

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদের স্মরণে গড়ে তোলা হবে আধুনিক আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার এবং ইনোভেশন হাব। 

রবিবার (২২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শিশ হায়দার চৌধুরী।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহিদ সাজিদের আত্মত্যাগ গোটা জাতিকে গর্বিত করেছে। শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়তে সাজিদের স্মরণে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিভিত্তিক এই কেন্দ্রগুলো স্থাপন করব। 

তিনি আরও বলেন, এই আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার ও ইনোভেশন হাব শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পেশাদারত্ব ও উদ্ভাবনী ক্ষমতাও বাড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মো. ফোরকান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মুর্শিদ ভূঁইয়া, আইসিএবি’র উপদেষ্টা লতিফুল হাদী, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান মোল্লা, সিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতলেব এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মো. আবদুল ওহাব মিয়া। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, বিভাগের শিক্ষকমণ্ডলী এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। তারা সচিবের এই ঘোষণাকে স্বাগত জানান এবং সাজিদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

মুজাহিদ বিল্লাহ/অমিয়/