
শিবির ভিন্নমত গ্রহণে অক্ষম এবং ভিন্ন রাজনৈতিক অবস্থান দেখলেই আক্রমণাত্মক হয়ে উঠছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র আশরেফা খাতুনের পাঠানো ‘ইসলামী ছাত্রশিবিরের দায় এড়ানোর রাজনীতি এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিবির আজ ভিন্নমত গ্রহণে অক্ষম, তারা ভিন্ন রাজনৈতিক অবস্থান দেখলেই আক্রমণাত্মক হয়ে উঠছে। তারা সংঘবদ্ধভাবে ক্যাম্পাসে বিভ্রান্তি, অস্থিরতা ও গুপ্তচর-রাজনীতির চর্চা করছে, যা গণতান্ত্রিক শৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষাব্যবস্থার পরিপন্থি।’
শিবিরের কার্যক্রম ছাত্ররাজনীতির জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলের সঙ্গে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টিতে তাদের ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের কর্মসূচিতে ধারাবাহিক উসকানি ও বাধা প্রদান এবং চট্টগ্রামে এক ছাত্রীকে পা দিয়ে আঘাত করে ফেলে দেওয়ার ঘটনাটি এসব কিছুই আদর্শগত বিচ্যুতি ও রাজনৈতিক বিপজ্জনক রূপান্তরকে স্পষ্ট করে তুলেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, গুপ্ত রাজনীতি চর্চা, গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন এবং নামে-বেনামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের প্রবণতা ছাত্ররাজনীতির জন্য মারাত্মক হুমকি।’
বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।