ঢাকা ২৭ আষাঢ় ১৪৩২, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
English
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ঈদে শিক্ষার্থী ও কর্মচারীদের গোস্ত বিতরণ করবে জবি কর্তৃপক্ষ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৫:০৭ পিএম
ঈদে শিক্ষার্থী ও কর্মচারীদের গোস্ত বিতরণ করবে জবি কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও কর্মচারীদের গোস্ত বিতরণ করবে জবি প্রশাসন।

মঙ্গলবার (৩ জুন) আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুুল আজহা উপলক্ষ্যে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য কোরবানীর পশু ক্রয় ও গোস্ত বিতরণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় অবস্থানকারী সব শিক্ষার্থী ও কর্মচারীকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হলো।

মেহেদী/

ছাত্রলীগের সংশ্লিষ্টতায় নোবিপ্রবির সেকশন অফিসার মামুনকে পুলিশে দিল শিক্ষার্থীরা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম
ছাত্রলীগের সংশ্লিষ্টতায় নোবিপ্রবির সেকশন অফিসার মামুনকে পুলিশে দিল শিক্ষার্থীরা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সেকশন অফিসার আবদুল্লাহ আল মামুন।ছবি: খবরের কাগজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সেকশন অফিসার আবদুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) বিকেলে মামুনকে কর্মস্থল থেকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখান থেকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

অন্যদিকে মামুনকে আইন বিভাগ থেকে প্রত্যাহার করে রেজিস্ট্রার অফিসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ছাত্রলীগের সংশ্লিষ্টতা ও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকায় আবদুল্লাহ আল মামুনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে ছাত্ররা। পরে তাকে সুধারাম থানা পুলিশে সোপর্দ করা হয়।’ 

তামজিদ হোসাইন চৌধুরী আরও বলেন, ‘আবদুল্লাহ আল মামুনকে আইন বিভাগ থেকে প্রত্যাহার করে রেজিস্টার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল্লাহ আল মামুন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক মেম্বারের ছেলে। তিনি (মামুন) নিষিদ্ধ ছাত্রলীগে কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত।

ছাত্ররা জানান, বিগত জুলাই আন্দোলনে এই আবদুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্রহাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বুধবার ওই ঘটনার ছবি-ভিডিও প্রকাশ হলে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘খবর পেয়ে নোবিপ্রবি থেকে আবদুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ইকবাল হোসেন/সুমন/

গাজায় ঢাবি শিক্ষার্থীর পরিবারের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
গাজায় ঢাবি শিক্ষার্থীর পরিবারের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

সম্প্রতি গাজায় ইসরায়েলি বোমা হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মার্কেটিং বিভাগের ফিলিস্তিনি শিক্ষার্থী আবু আনাসের পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনায় এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষককেও অংশ নিতে দেখা যায়।

বুধবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি স্মৃতি চিরন্তন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

সমাবেশে অংশ নিয়ে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ‘আরব শাসকদের বিশ্বাসঘাতকতা ও মুসলিম বিশ্বের নীরবতা আজকের গাজায় চলমান গণহত্যার অন্যতম প্রধান কারণ। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের সঙ্গে আঁতাত করেছে। তারা প্রকৃতপক্ষে এই গণহত্যার নীরব সহযোগী। এখন সময় এসেছে বুঝে নেওয়ার যে ফিলিস্তিনের মুক্তি ও নিরাপত্তা কেবল শক্তিশালী সামরিক হস্তক্ষেপেই সম্ভব।’

এ  সময় তিনি বাংলাদেশ সরকারসহ বিশ্ব সম্প্রদায়ের উচিত রাষ্ট্রীয় পর্যায়ে জোরালো প্রতিবাদ এবং কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 

আরেক শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, ‘ঢাবি শিক্ষার্থী আবু আনাসের পরিবারের মতো গাজার অসংখ্য পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মিলিটারি হস্তক্ষেপ ছাড়া গাজাবাসীর বাঁচার আর কোন পথ খোলা নেই। এজন্য, রাষ্ট্রীয়ভাবে এই গণহত্যার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করতে হবে।’

পরে ইসরায়েলি হামলায় নিহত শহিদদের প্রতি প্রার্থনাসূচক মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশ।

এ সময় সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ইসরায়েল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ; সাম্রাজ্যবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক; ফিলিস্তিন মুক্ত করো, সেনাবাহিনী প্রেরণ করোসহ’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরিফ জাওয়াদ/সুমন

ঢাবি ক্লাবের নতুন কমিটিতে আওয়ামীপন্থিরা, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
ঢাবি ক্লাবের নতুন কমিটিতে আওয়ামীপন্থিরা, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবের ২০২৫-২৬ সালের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ কমিটিতে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে ৭ জন ও আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল থেক ৭ জন শিক্ষক এবং ১ জন কর্মকর্তা পদে এসেছেন। এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী। তারা ফ্যাসিবাদমুক্ত ক্লাবের দাবি জানিয়েছেন।

বুধবার (৯ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী ক্লাব প্রাঙ্গণে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন। ওই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা নানা স্লোগান দেন।

গত ৩০ জুন কলা অনুষদের ডিন ও সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ১৫ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কার্যকরী পরিষদ ২০২৫-২৬ ঘোষণা করেন। 

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:১১ পিএম
হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক
ছবি: খবরের কাগজ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম শুভ (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, শুভ স্থাপত্য বিভাগের স্পেশাল রিপিট পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, 'একজন হামলাকারীর পরীক্ষায় অংশগ্রহণ করার নিয়ম নেই। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ব্যবস্থা নেবে। আমরা তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি।'

সুলতান/মেহেদী/

বেরোবিতে আবু সাঈদের শাহাদৎবার্ষিকীতে যাচ্ছেন চার উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:৩১ এএম
বেরোবিতে আবু সাঈদের শাহাদৎবার্ষিকীতে যাচ্ছেন চার উপদেষ্টা
শহিদ আবু সাঈদ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের শাহাদৎবার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’।

দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এইদিন বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। তারা হলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক)।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

এদিনে কর্মসূচি
সকাল সাড়ে ৬টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামের উদ্দেশে ক্যাম্পাস থেকে যাত্রা, সকাল সাড়ে ৭টায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত, সকাল ৯টা ১৫ মিনিটে কালো ব্যাজ ধারণ ও শোকর‍্যালি, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বরে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল সাড়ে ১০টায় আলোচনাসভা, বিকেল সাড়ে ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বাদ আসর (বিকাল সাড়ে ৫টা ৩০ মিনিট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, অনুষ্ঠানে আবু সাঈদের বাবা থাকবেন প্রধান অতিথি।

এ ছাড়াও আরও ২১ জন শহিদ পরিবারের প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা সবাই স্টেজে থাকবেন। উপদেষ্টাসহ অন্যান্য অতিথিরা নিচে থাকবেন।

গাজী আজম/অমিয়/