
আমাদের নৈতিকতা এমন নীচু পর্যায়ে নেমে গেছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে মৌলিক-মানবিক প্রয়োজনীয় চাহিদা খাদ্যকে আমরা সবচেয়ে বেশি অনিরাপদ করে ফেলেছি বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের আয়োজনে ‘নিরাপদ খাদ্য, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন (বুধবার) সকাল সাড়ে নয়টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়-অনিয়ম, দুর্নীতি-ঘুষে ভরপুর হয়ে গেছে। এর মূলে রয়েছে নেতৃত্ব। নেতৃত্বের নৈতিক পদস্খলনের কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে আছি। কেননা নেতাকেই তার জনগণ অনুসরণ করে। ফলে আমাদের এ করুণ অবস্থা। এর থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের যেমন নৈতিক হতে হবে, তেমনি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে প্রতিটি সেক্টরে।'
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের চিফ সাইন্টিফিক অফিসার ও পরিচালক মনজুরুল মোর্শেদ আলম, আমন্ত্রিত বক্তা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব হেল্থ অ্যান্ড লাইফ সাইন্সের ডিন প্রফেসর ড. মো. বেলাল হোসাইন, বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউটের চিফ সাইন্টিফিক অফিসার ও প্রজেক্ট ডিরেক্টর ড. মো. নুরুল আমিন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইমরুল হাসান সিইও অ্যান্ড কান্ট্রি লিড ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর ফুড সেফটি ইন বাংলাদেশ অলকিউমাস বাংলাদেশ লিমিটেড।
কনফারেন্সের প্রথম পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন পর্ব বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পোস্টার প্রদর্শন শেষে বিকেলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোশাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও এফই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানে এফই বিভাগের সহকারী অধ্যাপক ড. শফি আহমেদ, মো. সুমন রানা, বিএম খালেদ নোমান, মাহফুজুল আলম,মো. আখতারুজ্জামান, প্রভাষক মোছা. শারমিন আক্তার ও আশরাফুল আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেদী/