
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) গবেষণা সংসদ ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ।
শনিবার (৫ জুলাই) নতুন কমিটি ঘোষণা করে সংগঠনটি।
নবগঠিত কমিটির অনুমোদন করেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি খাদিজা খানম ও সাধারণ সম্পাদক আলজকি হোসেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি (প্রশাসন) মোহসেনা মমতাজ, (গবেষণা) নাজমুন নাহার লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মো. আরিফুল ইসলাম আরাফাত ভূইয়া, (গবেষণা) তানহা জান্নাত ইকরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তৌহিদ, দপ্তর ও নথি সম্পাদক সাদিয়া আফরোজ।
এ ছাড়াও অন্য সদস্যরা হলেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক নাহিদ হোসাইন নবীন, অর্থ সম্পাদক ফায়িকা ফাতিন।
গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি মিনহাজুল আবেদীন বলেন, নোবিপ্রবি গবেষণা সংসদের সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমি কৃতজ্ঞ আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, পরামর্শক এবং পূর্বসূরিদের প্রতি - যাদের সহযোগিতায় সংগঠনটি আজকের অবস্থানে এসেছে।
তিনি আরো বলেন, NSTU Research Society দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একাডেমিক গবেষণায় উৎসাহিত করে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আমরা দলগতভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
গবেষণা সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ‘জ্ঞান সৃষ্টি’কে মুখ্য বিবেচনায় রেখে শিক্ষার্থীদের গবেষণা কাজের সঙ্গে পরিচিত ও উদ্বুদ্ধ করার প্রয়াসেই নোবিপ্রবি গবেষণা সংসদের যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গন্ডিসহ দেশ-বিদেশের বিভিন্ন গবেষক ও শিক্ষার্থীদের মেলবন্ধনের মাধ্যমে গবেষণামনস্ক শিখন-শিক্ষণ পরিবেশ সৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি এবং করে যাব।
কাউসার আহমেদ/অমিয়/