ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০১:৫৪ পিএম
বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে কলেজ ও মাধ্যমিক শাখায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

কলেজ শাখায় নবম গ্রেডে প্রভাষক (পরিসংখ্যান) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম ৩.৪০ সিজিপিএ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

মাধ্যমিক শাখায় ১০ ও ১১তম গ্রেডে আটজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আইসিটিতে দুজন, ইংরেজিতে তিনজন, বাংলায় একজন, শিল্প ও সংস্কৃতিতে (নৃত্য) একজন এবং জীবন ও জীবিকায় (মার্কেটিং) একজনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম  সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শিক্ষায় প্রশিক্ষণধারীরা দশম গ্রেড ও প্রশিক্ষণ না থাকলে ১১তম গ্রেডে নিয়োগ পাবেন। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

যেভাবে আবেদন
ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। কেবল নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত মোবাইল নম্বর ও ই-মেইল নম্বর উল্লেখ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, চারিত্রিক ও প্রশিক্ষণ সনদপত্র (যদি থাকে) এবং সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম ও বেতন গ্রেড উল্লেখ করতে হবে।

আবেদন ফি
বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিইপিজেড, সাভার, ঢাকার অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্রিগে. জেনারেল মো. মোস্তাফিজুর রহমান (অব.), অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিইপিজেড, সাভার, ঢাকা-১৩৪৯।

আবেদনের শেষ সময়: ১ জুলাই, ২০২৪।

কলি

টেকনোনেক্সট সফটওয়্যারে শতাধিক পদে নিয়োগ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
টেকনোনেক্সট সফটওয়্যারে শতাধিক পদে নিয়োগ
টেকনোনেক্সট সফটওয়্যার

ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরিভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ দেবে।

টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড বর্তমানে বিজনেস সম্প্রসারণ করছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ডোমেইন এক্সপার্ট (মাল্টিপল ডিজিটাল প্ল্যাটফর্ম) হিসেবে যোগদানের জন্য প্রতিভাবান পেশাদারদের খুঁজছে।

আপনি কি একজন উৎসাহী এবং দক্ষ পেশাদার যিনি আপনার ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান? আপনি কি এমন গতিশীল পরিবেশে সাফল্য লাভ করতে চান, যেখানে উদ্ভাবন, সহযোগিতা এবং শ্রেষ্ঠত্ব আপনার প্রতিটি কাজের মূলে থাকে? টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগদান করুন এবং ডিজিটাল সমাধানের ভবিষ্যত গড়ে তুলতে আমাদের সহায়তা করুন।

প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমি সহ ডোমেইনের তালিকা:

১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম
২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C)
৩. রিটেইল সফটওয়্যার
৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম
৫. রিয়েল এস্টেট পোর্টাল
৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম
৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়)
৮. রেমিট্যান্স সফটওয়্যার
৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম
১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP)
১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার
১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C)
১৪. ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম
১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৬. এগ্রিটেক পোর্টাল

যেসব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো-

১) পদ: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক।
অভিজ্ঞতা:
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। 
সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ২-৪ বছরের অভিজ্ঞতা

২) পদ: সিনিয়র বিজনেস এনালিস্ট 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা

৩) পদ: বিজনেস এনালিস্ট 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
১ থেকে ১১নং পর্যন্ত ডোমেইন লিস্ট এর জন্য-
মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
১২নং ডোমেইন লিস্ট এর জন্য- মানব সম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখা
১৩নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৪নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বীমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৫নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৬নং ডোমেইন লিস্ট এর জন্য-কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি

চাকরির অবস্থা: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: ঢাকা

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক:  https://forms.gle/xCqWEuf6n4PhPseHA

সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক: 
https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8

বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:  
https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9

আপনি কেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগ দিবেন?
- প্রতিযোগিতামূলক বেতন (দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে) 
- ব্রেকফাস্ট এবং লাঞ্চ: সম্পূর্ণ ফ্রি 
- বার্ষিক বেতন পর্যালোচনা (পারফরমেন্স-ভিত্তিক) 
- উৎসব বোনাস: প্রতি বছর ২টি 
- স্বাস্থ্য বীমা (পারিবারিক কভারেজ) 
- শিক্ষা-বান্ধব পরিবেশ 
- সপ্তাহান্তে ছুটি: শুক্র এবং শনিবার 
- ছুটির নীতি (অর্জিত, অসুস্থ এবং নৈমিত্তিক ছুটি ইত্যাদি)।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৫

৪৪তম বিসিএসে ১৬৯০ জনকে নিয়োগের সুপারিশ

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৮:১৬ এএম
৪৪তম বিসিএসে ১৬৯০ জনকে নিয়োগের সুপারিশ
ছবি : সংগৃহীত

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। 

যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। মনোনয়নসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি তাদের নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮ জন

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:২৬ এএম
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮ জন
ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন।

বুধবার (১৮ জুন) রাতে এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। -বাসস

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিরাপত্তা বিভাগে নিয়োগ

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিরাপত্তা বিভাগে নিয়োগ
ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি সামরিক ও আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।

১) পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। 
বয়স: সর্বোচ্চ ৫০ বছর।

২) পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার।
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। 
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৩) পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদনিম্ন অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। 
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

অন্যান্য যোগ্যতা:
> শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (সকল ক্ষেত্রে)
> নূন্যতম উচ্চতা: ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
> বিএমআই: ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে।
> শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে।
> প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচায়পত্র থাকতে হবে।
> চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না।
> প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।
> বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।

কাজের দায়িত্বসমূহ
> এয়ারলাইন্স এর সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা।
> ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা।

মাসিক বেতন:
সিকিউরিটি সুপারভাইজার ৩০,০০০/ টাকা, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ২৩,০০০/ টাকা, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৮,০০০/ টাকা।

সুযোগ-সুবিধা:
> চিকিৎসা বীমা, সাপ্তাহিক ছুটি দুই দিন।
> বার্ষিক বেতন পর্যালোচনা।
> উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
> ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।

কর্মক্ষেত্র: বাংলাদেশের যেকোনো জায়গায় এবং ঢাকা বিমানবন্দর।

চাকরির ধরণ: ফুল টাইম

যোগ্য প্রার্থীদেরকে নিম্নলিখিত লিংকে গিয়ে আবেদন করার অনুরোধ করা হলো:

> সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক: 

> আসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে আবদেনের লিংক:

> সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের লিংক:

[ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা দিতে হয় না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। যেকোনো ধরনের সুপারিশ/ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।]

প্রাথমিকে সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
প্রাথমিকে সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ
হাইকোর্ট। ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেন। 

বুধবার (২০ নভেম্বর) ওই সাড়ে ৬ হাজার শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশের ফলে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া বন্ধ হলো। 

শুনানিতে রিটের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী।

গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ হয়। ফল প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। এরপর মৌখিক পরীক্ষাও সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।