ঢাকা ২৪ আশ্বিন ১৪৩১, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

বিনামূল্যে অনলাইন কোর্স করে দক্ষতা বাড়ান

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম
বিনামূল্যে অনলাইন কোর্স করে দক্ষতা বাড়ান
মডেল: ইতেখারুল আলম, ছবি: শরিফ মাহমুদ

দক্ষতা হলো কর্মীর সাফল্যের চাবিকাঠি। প্রতিটি প্রতিষ্ঠানই চায় তার কর্মীরা দ্রুত আরও বেশি দক্ষ হয়ে উঠুক। কারণ, একজন কর্মী পেশাগতভাবে দক্ষ হলে যোগ্যতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। তাই নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন নতুন দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রযুক্তির এই যুগে নিজেকে আরও পেশাদার করতে দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিয়মিত শিখতে থাকা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। তবে, যদি শেখার বিষয়টি অনলাইনে হয় তাহলে সেটা কিছুটা সহজ হয়। বিশ্বজুড়ে সমাদৃত এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে বিভিন্ন দক্ষতা বাড়ানোর কোর্স করিয়ে থাকে। কোর্সগুলো করতে টাকা-পয়সা লাগলেও এগুলোর মধ্যে অনেক কোর্সই আছে যেগুলো বিনা খরচে করা যায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এটি যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কিছু বিনামূল্যের কোর্স ও বিশেষ প্রকল্প অনলাইনে পাওয়া যায়। সব কোর্স অবশ্য বিনামূল্যের নয়। বিভিন্ন বিষয়ের ওপর এ কোর্সগুলো তৈরি করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত কোর্সগুলোর বেশির ভাগই সাজানো হয়েছে হার্ভার্ডের অধ্যাপকদের লেকচার দিয়ে। উৎসাহী শিক্ষার্থীদের জন্য তারা অতিরিক্ত পাঠ উপকরণও সরবরাহ করে। কোর্সগুলোর নিবন্ধনের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যাতে কোনো শিক্ষার্থী একসঙ্গে সব কোর্স শুরু না করে। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়নের ওপর বেশ কয়েকটি বিনামূল্যের কোর্স রয়েছে। যার মধ্যে নেতৃত্ব, বেতনবিষয়ক আলোচনা, সাংগঠনিক কাঠামো, মূল্য নির্ধারণ কৌশল, প্রতিযোগিতামূলক ঝুঁকি চিহ্নিত করা, গ্রাহকের চাহিদা বোঝা, প্রাইভেট ইকুইটিতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয় রয়েছে। ওয়েবসাইট অ্যাড্রেস- https://pll.harvard.edu/catalog/free

এডএক্স
বিনামূল্যে অনলাইন কোর্স প্রদানকারীদের মধ্যে অন্যতম এডএক্স। আড়াই হাজারেরও বেশি উন্মুক্ত অনলাইন কোর্স রয়েছে এই প্ল্যাটফর্মে। এখানে হার্ভার্ড, এমআইটি, বোস্টন বিশ্ববিদ্যালয় ও ইউসি বার্কলে থেকে কোর্সসহ সাপ্তাহিক বিষয়ক্রম রয়েছে। এডএক্স শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হওয়ার একটি বড় কারণ হচ্ছে, এখানে নিজেদের পছন্দ অনুযায়ী বিশ্বমানের শিক্ষা পাওয়া যায়। এখানে রয়েছে সংক্ষিপ্ত ভিডিও, অনলাইন আলোচনা ফোরাম এবং অনুশীলন। একটি শক্তিশালী ও বৈশিষ্ট্য সমৃদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এডএক্স মাইক্রোব্যাচেলর্স প্রোগ্রাম, মাইক্রোমাস্টার প্রোগ্রাম, গ্লোবাল ফ্রেশম্যান একাডেমি এবং পেশাদার সার্টিফিকেট পাওয়া যায়।

পেশাগত দক্ষতা বাড়াতে এডএক্সে ক্যারিয়ার উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তাভাবনা দক্ষতা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের দক্ষতা, প্রকল্প ব্যবস্থাপনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধি, পেশাদারত্ব, করপোরেট গ্রুমিং ও করপোরেট শিষ্টাচার ইত্যাদি বিষয়ক কোর্সগুলো করা যেতে পারে। বিনামূল্যের কোর্সের পাশাপাশি তাদের পেইড কোর্সও রয়েছে। ওয়েবসাইট অ্যাড্রেস- https://www.edx.org

এমআইটি ওপেন কোর্সওয়্যার
এমআইটি ওপেন কোর্সওয়্যার থেকে অনলাইনে বিভিন্ন বিষয়ের ওপর বিনামূল্যে কোর্স করা যায়। সাইটটি ভিডিও, পরীক্ষা ও শিক্ষকদের বক্তব্যসহ বিভিন্ন আকারে কোর্সের উপকরণ সরবরাহ করে। বর্তমানে এমআইটি ওপেন কোর্সওয়্যার পেশাদার দক্ষতা বিকাশের ওপর বেশ কয়েকটি বিনামূল্যে কোর্স সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, প্রকল্প ব্যবস্থাপনা, প্রকল্প মূল্যায়ন এবং আরও অনেক কিছু।

ডিজিটাল প্ল্যাটফর্মের ফ্রি অনলাইন কোর্স এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অফলাইন কোর্সের মধ্যে গুণগত মানের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। তবে আজকাল অনেকেই অনলাইন কোর্সকে বেশি সুবিধাজনক ও সাশ্রয়ী হিসেবে বিবেচনা করছেন। ফলে বেশির ভাগ মানুষ এখন পেশাদারি দক্ষতা অর্জনের জন্য অনলাইন প্ল্যাটফর্মকে পছন্দ করছেন। এ ছাড়া এর মাধ্যমে আপনি আপনার বাসায় বসে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে পারছেন। ওয়েবসাইট অ্যাড্রেস- https://ocw.mit.edu

কোর্সেরা
বিনামূল্যে শেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে কোর্সেরা। এই প্ল্যাটফর্ম পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড, গুগল ও আইবিএমসহ ১৯০টির বেশি বিশ্ববিদ্যালয় ও সংস্থার সঙ্গে কাজ করে। শিক্ষার্থীরা এখান থেকে বিনামূল্যে অনলাইনে শেখার মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করতে পারে এবং সার্টিফিকেট বা পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে পারে। কোর্সেরা থেকেও বিনামূল্যে এবং পেইড কোর্স করা যায়।

বর্তমানে পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা, পেশাদার পরিচয়ের ভিত্তি, টিমওয়ার্ক ও সৃজনশীলতা, নেতৃত্ব, সাংগঠনিক ধারণা ও ভাষা, পেশাগত সম্পর্কসহ বেশকিছু কোর্স রয়েছে কোর্সেরায়। ওয়েবসাইট অ্যাড্রেস- https://www.coursera.org

উডেমি
বিভিন্ন বিষয়ের ওপর কোর্স করার জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে উডেমি। শিক্ষার্থীরা এখান থেকে নতুন দক্ষতা অর্জন করতে পারেন। এখানে বিশেষজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা শেখানো বিভিন্ন অনলাইন কোর্সের একটি বিস্তৃত লাইব্রেরি রয়েছে।

বেশির ভাগ কোর্স গ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতা বা যোগ্যতার প্রয়োজন হয় না। অবশ্য এ প্ল্যাটফর্মে বিনামূল্যের কোর্স নেই বললেই চলে। তবে কোর্সগুলো করার জন্য অর্থ ব্যয় করতে হলেও এতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী কোর্স, যেগুলোর খুব ভালো রিভিউ রয়েছে। ওয়েবসাইট অ্যাড্রেস- https://www.udemy.com

কলি 

পুলিশে নিয়োগ হচ্ছে নতুন জনবল

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩৬ পিএম
পুলিশে নিয়োগ হচ্ছে নতুন জনবল
খবরের কাগজ গ্রাফিকস

৫ আগস্ট সরকার পতনের পর এই প্রথম পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু ১ অক্টোবর এবং শেষ সময় ১৫ অক্টোবর। আর সাব-ইন্সপেক্টর পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। বৈষম্যবিরোধী আন্দোলনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এতে থানাগুলো থেকে চলে যায় পুলিশ। ট্রাফিকও সড়কে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকে। এতে পুলিশের মনোবলে চিড় ধরে। 

পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের এইচআর শাখা সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবলে নেওয়া হবে প্রায় ৪ হাজার ২০০ জন। আর এসআই নেওয়া হবে প্রায় ১ হাজারের মতো। পুলিশের এই পদ বাড়তে পারে আবার কমতেও পারে। আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ডিসেম্বরের শেষ নাগাদ নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন। পুলিশের সদস্য নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সঙ্গে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কারও বিরেুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর গতকাল রাতে খবরের কাগজকে জানান, ‌পুলিশ কনস্টেবল ও এসআই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের পর ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে। সেই খালি পদ পূরণের চেষ্টা চলছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পদায়ন অব্যাহত রেখেছে পুলিশ সদর দপ্তর। 

সূত্র জানায়, কনস্টেবল নিয়োগে এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে। মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। 

সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

যেভাবে আবেদন করা যাবে: প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আবেদন ফি: আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে। 

এ ছাড়া বাংলাদেশ পুলিশে ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষ হতে হবে। বয়স ১৯-২৭ বছর।

মধুমতি ব্যাংকে কাজের সুযোগ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পিএম
মধুমতি ব্যাংকে কাজের সুযোগ
মধুমতি ব্যাংক পিএলসিতে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ। ছবি: সংগৃহীত

মধুমতি ব্যাংক পিএলসিতে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অনভিজ্ঞদের আবেদনের প্রয়োজন নেই। আর চাকরিজীবনে বিরতি থাকলে অফিসার পদে আবেদন করা যাবে না। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: ট্রেড সার্ভিসেস (ইও-এফএভিপি)
পদের নাম: অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। তবে একাডেমিক ক্যারিয়ারে তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না অফিসার পদের জন্য।
অভিজ্ঞতা: ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।
আবেদনের বয়স: সর্বনিম্ন ২৮ বছর।
কর্মস্থল: অফিসার পদে চাকরি পেলে পদায়ন দেশের যেকোনো এলাকার ব্যাংকের শাখায়।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা Modhumoti Bank PLC-এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের জন্য : ভিজিট করুন

 কলি

টেন মিনিট স্কুলে চাকরির সুযোগ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম
টেন মিনিট স্কুলে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

টেন মিনিট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘কনটেন্ট ডেভেলপার’ পদে নিয়োগে দিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ১ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা সাপ্তাহিক দুইদিন ছুটি এবং দুপুরের খাবার সুবিধাসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদসংখ্যা: ২টি
বেতন: মাসে ২৫০০০ থেকে ৩০০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি দুই দিন, দুপুরের খাবার সুবিধা (আংশিক ভর্তুকি);
শিক্ষাগত যোগ্যতা: বাংলা বা ইংরেজি অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বিএ বা বিএড ডিগ্রি থাকতে হবে;
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে দক্ষতা, ব্যাকরণ ও বানানে স্পষ্ট ধারণা, ইউনিকোড বাংলায় দ্রুত ও নির্ভুলভাবে টাইপিং এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে। চ্যাটজিপিটি ব্যবহারে ধারণা থাকতে হবে।

আবেদন যেভাবে: 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত দেখতে ভিজিট করুন

 কলি 

কনস্টেবল পদে নিয়োগ, জিপিএ ২.৫ হলেই আবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
কনস্টেবল পদে নিয়োগ, জিপিএ ২.৫ হলেই আবেদন
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ । ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আগামী ১ অক্টোবর থেকে আবেদন শুরু হবে।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

শারীরিক যোগ্যতা
মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদন ফি
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।

আবেদনের সময়সীমা
১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।

বেপজায় নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ পদ ৪৮

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম
বেপজায় নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ পদ ৪৮
বেপজায় নিয়োগ বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠান চারটি পদে ৪৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা। তবে কোনো প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকলে তিনি আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৫০ বছর

২. পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ৬টি
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাসসহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৪৭ বছর

৩. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ৬টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর করপোরাল অথবা সমমর্যাদাসম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৪৭ বছর।

৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৩৩টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতা: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স করপোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা।
শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে।
আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর নির্ধারিত তথ্য পূরণ সাপেক্ষে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে। আগামী ২৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরির বিস্তারিত জানতে ভিজিট করুন 

 কলি