ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাচভিত্তিক বন্ধুদের বৃহত্তম সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ২০২৩ এর নির্বাহী কমিটির নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতার সুজন মাহমুদ সভাপতি এবং মৃত্তিকা বিজ্ঞানের গাজী শেখ ফরিদ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের কে এম মনজুর-ই-আলম বিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী ১৪ জন সদস্য প্রতিনিধিরা হলেন- ভূতত্ত্ব বিভাগের মোহাম্মদ মাহমুদুর রহমান শান্ত, সমাজ বিজ্ঞানের মোহাম্মদ মাহবুব কায়সার, রাষ্ট্র বিজ্ঞানের ইয়াসমিন আক্তার ইভা, ইসলামিক স্টাডিজের মো. হামিদুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের মোহাম্মদ মাজহারুল হক, পরিসংখ্যানের মেজবাহ আহমেদ টুটুল, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মো. আশরাফুল আলম, সমাজ বিজ্ঞানের শ্যামলী বেগম, আরবি বিভাগের মো. মিজানুর রহমান, মার্কেটিংয়ের মোহাম্মদ সাইফুল হাসান, মৃত্তিকা বিজ্ঞানের আমিরুল ইসলাম আমু, কেমেস্ট্রির আব্দুল কাদের, ইসলামিক স্টাডিজের মোহাম্মদ হাসানুজ্জামান পাটোয়ারি এবং ফলিত পরিসংখ্যানের শোয়েব আহমেদ চৌধুরী।
দুই দিনব্যাপী অনলাইন নির্বাচনের পর গত ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডুফা সদস্য ঢাবির বায়ো কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রিয়াজুল ইসলাম। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশতাক আহমেদ এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুলের শিক্ষিকা কাজী মুসফিকা রীতা উপস্থিত ছিলেন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির ও ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা।
প্রধান নির্বাচন কমিশনার জানান, মোট ৬৯০ জন রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে এ নির্বাচনে ৬০১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতাংশের হিসাবে যা ৮৭ শতাংশের বেশি। এখন পর্যন্ত ১৫টি বিভাগের প্রতিনিধি মনোনীত হয়েছেন। আগামী ২৯ ডিসেম্বরের আগে অন্যান্য সাবজেক্ট প্রতিনিধি নির্বাচিত করে ওই দিন ডুফার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ এবং পুরোনো কমিটি নতুন কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নির্বাচন কমিশনারের দায়িত্ব সম্পন্ন হবে।
সালমান/