ঢাকা ১৭ কার্তিক ১৪৩১, শনিবার, ০২ নভেম্বর ২০২৪

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৪ এএম
এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম)। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, মোহাম্মদ নাজমুল হক, সোহেল আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও একেএম রাশেদুল হক চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, ২০২৩ সাল শেষে এসবিএসি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮২ কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৬৬২ কোটি টাকা। এ বছরে পরিচালন মুনাফা হয়েছে ২২৫ কোটি টাকা। গত বছর রপ্তানি হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকার এবং আমদানি হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন বলেন, ‘বর্তমানে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকা সত্ত্বেও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যার ফলে চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়েও আমরা আর্থিকসূচকগুলোতে ভালো একটা ভিত গড়তে সক্ষম হয়েছি।’ 

তিনি বলেন, ‘পর্ষদের পক্ষ থেকেও আমরা সব ধরনের নীতি ও কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা দিয়ে আসছি। আমরা মুনাফাকে বড় করে না দেখে কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে টেকসই আর্থিক অর্জনকে অগ্রাধিকার দিতে চাই। একই সঙ্গে কৃষি, এসএমই, নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও গুরুত্বারোপ করতে হবে। আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ করে থাকি।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা বোর্ডে আছি, তাদের প্রত্যেকে বিশ্বাস করি, আমানতকারীরাই ব্যাংকের প্রকৃত মালিক। তাদের স্বার্থ রক্ষায় আমরা পাহারাদারের ভূমিকায় নিয়োজিত রয়েছি। কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকাই মুখ্য।’ তিনি এসবিএসি ব্যাংকে শরিয়াহ যথাযথ পরিপালনে ইসলামী ব্যাংকিং সেবার পরিসর বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে ৮৯টি শাখা ও ২৭টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩১টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১:১ শাখা খুলেছে। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখি নাই।’

তিনি বলেন, ‘এসবিএসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা পালন করছে। আমাদের সঙ্গে বিশ্বের ২০২টি ব্যাংকের করেসপন্ডিং রয়েছে। সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরা সর্বাধিক পরিমাণের রেমিট্যান্স আহরণ করছি। আমদানি ও রপ্তানি বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব এবং ঋণ আদায় জোরদারকরণে নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।’

হাবিবুর রহমান আরও বলেন, ‘এসবিএসি ব্যাংক আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করেছে। এর মাধ্যমে জনগণকে আরও সহজে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারছি।’

বিজ্ঞপ্তি/সালমান/

স্বপ্নর সাশ্রয়ী অফার গরুর মাংস-আলু মিক্স ১৬০ টাকায়!

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
গরুর মাংস-আলু মিক্স ১৬০ টাকায়!
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এবার গ্রাহকদের কেনার সুবিধার্থে এনেছে গরুর মাংস ও আলু মিক্স কম্বো নিয়ে সাশ্রয়ী অফার। শুক্র ও শনিবার (১ ও ২ নভেম্বর) ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফার থাকবে।  

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সাথে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)- ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সাথে ১০ পিস আলু)-যার  বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা । 

আর একটি প্যাকে থাকছে গরুর মংস-আলু মিক্স (লার্জ)- বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সাথে ২০০ গ্রাম আলু থাকবে-যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। 

মূলত, একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্য সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’। সংবাদ বিজ্ঞপ্তি

ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ডের চুক্তি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ডের চুক্তি
ছবি: বিজ্ঞাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে দেশের প্রথম “ব্লকচেইন অ্যাকাডেমি” চালু হতে যাচ্ছে। এই উপলক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ও তুরস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান নাইজেলা ওয়ার্ল্ড। এই উদ্যোগের মাধ্যমে দেশে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষ কর্মীবাহিনী তৈরি করা হবে, যার প্রাথমিক লক্ষ্য হচ্ছে কৃষি এবং আর্থিক খাতের উন্নয়ন ঘটানো।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে। 

সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘এই একাডেমি আমাদের শিক্ষার্থীদের গ্লোবাল ডিজিটাল ইকোনমিতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করবে।’

এই একাডেমির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ব্লকচেইন প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ব্লকচেইন শিক্ষায় এই অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করবে।

ব্লকচেইন একটি নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, যা সাধারণত ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও এই প্রযুক্তি কার্যকরী। এই প্রযুক্তি ডেটা সংরক্ষণে নির্ভুলতা নিশ্চিত করে থাকে। এর ফলে মধ্যস্বত্বভোগীর প্রয়োজন কমে যায়। নতুন এই একাডেমির প্রোগ্রামগুলো বাস্তব জীবনের প্রয়োগে গুরুত্ব দেবে, যার শুরুটা হবে কৃষিক্ষেত্র থেকে। এখানে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপারেশনগুলোকে আরও সহজ করা যাবে। ফলে তথ্যের সঠিকতা বৃদ্ধি পাবে এবং ব্র্যাক এন্টারপ্রাইজের মাধ্যমে সাপ্লাই চেইনের স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে।

কৃষিখাতে বিভিন্ন কাজের জন্য পরিচিত নাইজেলা ওয়ার্ল্ড ২০২৪ সালে ব্লকচেইনের বিভিন্ন প্ল্যাটফর্ম চালু করে, যার মধ্যে আছে নাইজেলা চেইন, এক্সপ্লোরার, ওয়ালেট এবং স্টেক। 

নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে ব্লকচেইনের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এবং সাপ্লাই চেইনে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, বাংলাদেশের তরুণরা এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে।’

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমান, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেসের ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী, চিফ ফিনান্সিয়াল অফিসার আরিফুল ইসলাম, অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও ব্লকচেইন প্রযুক্তিতে সরকারি উপদেষ্টা প্রফেসর মো. সাদেক ফেরদৌস। 

এ ছাড়াও ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান এবং ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল আশরাফুল হক চৌধুরী ও নাইজেলা ওয়ার্ল্ডের উপদেষ্টা লরা একারও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ড বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ব্লকচেইন শিক্ষার নেতৃত্বস্থানীয় অবস্থানে উন্নীত করবে। যা বাংলাদেশের ডিজিটাল ও অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

ওয়ালটনের ফ্রাঞ্চাইজি নেটওয়ার্কের যাত্রা শুরু

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
ওয়ালটনের ফ্রাঞ্চাইজি নেটওয়ার্কের যাত্রা শুরু
ছবি : বিজ্ঞপ্তি

ক্রেতাদের কাছে আরও দ্রুত আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’ চালু করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। সাভারের আশুলিয়ায় প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ওয়ালটনের নতুন এই সেলস নেটওয়ার্ক।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আমিন খান বলেন, ‘ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিকস ব্যবসায় ওয়ালটন একটি নতুন পদ্ধতি চালু করল। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারেন এবং বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ফিচারের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন সেই প্রক্রিয়াকে সহজ করতেই ওয়ালটনের এই উদ্যোগ। ফ্র্যাঞ্চাইজি শোরুম চালুর মধ্য দিয়ে সাধারণ ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য যেমন আরও সহজলভ্য হবে, তেমনি এ খাতে বহু উদ্যোক্তাও তৈরি হবে।’

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলোতে ফ্রাঞ্চাইজি ব্যবসা খুব জনপ্রিয়। ফ্রাঞ্চাইজি ব্যবসার মাধ্যমে খুব সহজেই বহু উদ্যোক্তা এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই ইলেকট্রনিকস খাতে ফ্রাঞ্চাইজি ব্যবসায় এগিয়ে এসেছে ওয়ালটন। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওয়ালটন ফ্রাঞ্চাইজি বিজনেসেও শতভাগ সফলতা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা খন্দকার আলাউদ্দিন বলেন, ‘দেশে তৈরি করা আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ শোরুম চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় ক্রেতারা ওয়ালটন পণ্য ও সেবা আরও সহজে পাবেন।’

বিজ্ঞপ্তি/সালমান/

ইবিএল-বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের চুক্তি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম
ইবিএল-বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

কক্সবাজারের শীর্ষস্থানীয় বিলাসবহুল হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের সঙ্গে চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

সম্প্রতি ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের বিক্রয় ও বিপনন বিভাগ প্রধান মো. শামীম হাসান। 

চুক্তির অধীনে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা।

এ সময় ইস্টার্ন ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপক-রিটেইল অ্যালায়েন্স এবং বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের বিক্রয় ব্যবস্থাপক সারোয়ার হোসেনসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি টাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পিএম
তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি টাকা
এনআরবিসি ব্যাংক

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা প্রায় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৩৫৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৬৬ কোটি টাকা। 

এ ছাড়া সমন্বিত হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, আগের বছর ইপিএস ৮ পয়সা ঋণাত্মক ছিল। একক হিসেবে ইপিএস ৫৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ব্যাংকের গুলশান শাখার মিটিংরুমে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল মান্নান ও অধ্যাপক ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ ও মো. হুমায়ন কবীর, কোম্পানি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ কোটি টাকা। আলোচ্য সময়ে বিতরণকৃত ঋণের পরিমাণ ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, এনআরবিসি ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণ বাড়িয়েছে। এজন্য একদিকে আমানত সংগ্রহ যেমন বেড়েছে অন্যদিকে ঋণ বিতরণও বৃদ্ধি পেয়েছে। সুদ থেকে আয়ের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় পরিচালন মুনাফা ও ইপিএস বেড়েছে। 

বিজ্ঞপ্তি/নাবিল/