ঢাকা ১৭ কার্তিক ১৪৩১, শনিবার, ০২ নভেম্বর ২০২৪

রমজানে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছে নাবিল গ্রুপ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১১:০৯ এএম
আপডেট: ২৩ মার্চ ২০২৪, ১১:২০ এএম
রমজানে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছে নাবিল গ্রুপ
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য নাবিল গ্রুপের ‘ব্র্যান্ড ফুডেলা’র বিভিন্ন পণ্য স্বল্প মূল্যে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। 

শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে রাজশাহী মহানগরীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এ পণ্য বিক্রি কার্যক্রম চলে।

এদিন বিকেলে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পাবলিক রিলেশন ম্যানেজার মো. বদরুদ্দোজার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার রাজশাহী মহানগরের সাহেব বাজার বড় মসজিদ, হড়গ্রাম বাজার, উপশহর কড়ইতলা জামে মসজিদ, পদ্মা আবাসিক ৭ নম্বর রোড মসজিদ, শাল বাগান  মসজিদ, বিনোদপুর বাজার এবং নওদাপাড়া বাজার এলাকায় নাবিল গ্রুপের ব্র্যান্ড ফুডেলার আটা, ময়দা, সুজি, ব্রাউন আটা, মসুর ডাল, সয়াবিন তেল, সরিষার তেল, চিনিগুঁড়া চাল, মিনিকেট চাল, নাজির শাইল চাল, বাংলামতি চাল, ঘি, মাঠা ইত্যাদি পণ্য ছাড়ে বিক্রি করা হয়। 

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার-এফএমসিজি (বিক্রয়) মো. আবিদ হোসেন খানের নেতৃত্বে রাজশাহী মহানগর ছাড়াও পাবনার চীনাখরা বাজার মসজিদ, বগুড়া সাত মাথা কেন্দ্রীয় মসজিদ এবং জামিল মাদ্রাসা ও মসজিদ কলোনি এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ কলেজ বাজার মসজিদ, দিনাজপুর ফুলবাড়ি বাজার মসজিদ, রংপুরের বিরামপুর কেন্দ্রীয় মসজিদ, নওগাঁ সোসাইটি মসজিদ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় বিক্রয় প্রতিনিধিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৫ এপ্রিল উল্লেখিত স্থানগুলোয় একই কার্যক্রম চলবে।

এনায়েত/সালমান/

স্কলাসটিকা মিরপুর শাখায় নাট্যানুষ্ঠান

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৮ এএম
স্কলাসটিকা মিরপুর শাখায় নাট্যানুষ্ঠান
ছবি: বিজ্ঞপ্তি

ওয়াল্ট ডিজনির সংগীতবহুল ফ্যান্টাসি নাটক ‘এনকানটো’র দুই দিনব্যাপী মঞ্চায়ন শুক্রবার (১ নভেম্বর) স্কলাসটিকা মিরপুর শাখায় শেষ হয়েছে। 

স্কুলের নাটক, নৃত্য ও সংগীত ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে এ বার্ষিক নাট্যানুষ্ঠানের আয়োজন করেন।

দুই দিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন এবং অভিনেত্রী আফসানা মিমি। বক্তৃতা করেন স্কুলের মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার। 

পরিবার ও আত্ম-আবিষ্কারের শক্তি তুলে ধরা এ নাটকটির নির্দেশনায় ছিলেন সানি ঘোষ। সংগীত পরিচালনায় ছিলেন মেহরাজ কবির। নৃত্য পরিচালনায় ছিলেন শাম্মি ইয়াসমিন ঝিনুক ও তানজিলা মেঘলা।

‘এনকানটো’ নামের একটি বাড়িকে ঘিরে আবর্তিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নুসরাত তাশফিয়া ফেরদৌসী, বর্নিল মূর্ছন্য, বিম্বিত বিভাবরী, তাজিম তাজওয়ার, বিন ইয়ামিন খান রিদম, অশ্বিনী ভট্টাচার্য, দিয়ান্ত সরকার ও মুবাশেরা সুলতানা শেফা প্রমুখ।

বার্ষিক এ নাট্যানুষ্ঠান উপলক্ষে স্কুল ভবনকে বেলুন-ফেস্টুন দিয়ে করে সাজানো হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এ নাট্যানুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞপ্তি/

স্বপ্নর সাশ্রয়ী অফার: গরুর মাংস-আলু মিক্স ১৬০ টাকায়!

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম
স্বপ্নর সাশ্রয়ী অফার: গরুর মাংস-আলু মিক্স ১৬০ টাকায়!
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এবার গ্রাহকদের কেনার সুবিধার্থে এনেছে গরুর মাংস ও আলু মিক্স কম্বো নিয়ে সাশ্রয়ী অফার। শুক্র ও শনিবার (১ ও ২ নভেম্বর) ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফার থাকবে।  

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সাথে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)- ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সাথে ১০ পিস আলু)-যার  বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা । 

আর একটি প্যাকে থাকছে গরুর মংস-আলু মিক্স (লার্জ)- বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সাথে ২০০ গ্রাম আলু থাকবে-যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। 

মূলত, একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্য সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’। সংবাদ বিজ্ঞপ্তি

ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ডের চুক্তি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ডের চুক্তি
ছবি: বিজ্ঞাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে দেশের প্রথম “ব্লকচেইন অ্যাকাডেমি” চালু হতে যাচ্ছে। এই উপলক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ও তুরস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান নাইজেলা ওয়ার্ল্ড। এই উদ্যোগের মাধ্যমে দেশে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষ কর্মীবাহিনী তৈরি করা হবে, যার প্রাথমিক লক্ষ্য হচ্ছে কৃষি এবং আর্থিক খাতের উন্নয়ন ঘটানো।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে। 

সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘এই একাডেমি আমাদের শিক্ষার্থীদের গ্লোবাল ডিজিটাল ইকোনমিতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করবে।’

এই একাডেমির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ব্লকচেইন প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ব্লকচেইন শিক্ষায় এই অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করবে।

ব্লকচেইন একটি নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, যা সাধারণত ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও এই প্রযুক্তি কার্যকরী। এই প্রযুক্তি ডেটা সংরক্ষণে নির্ভুলতা নিশ্চিত করে থাকে। এর ফলে মধ্যস্বত্বভোগীর প্রয়োজন কমে যায়। নতুন এই একাডেমির প্রোগ্রামগুলো বাস্তব জীবনের প্রয়োগে গুরুত্ব দেবে, যার শুরুটা হবে কৃষিক্ষেত্র থেকে। এখানে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপারেশনগুলোকে আরও সহজ করা যাবে। ফলে তথ্যের সঠিকতা বৃদ্ধি পাবে এবং ব্র্যাক এন্টারপ্রাইজের মাধ্যমে সাপ্লাই চেইনের স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে।

কৃষিখাতে বিভিন্ন কাজের জন্য পরিচিত নাইজেলা ওয়ার্ল্ড ২০২৪ সালে ব্লকচেইনের বিভিন্ন প্ল্যাটফর্ম চালু করে, যার মধ্যে আছে নাইজেলা চেইন, এক্সপ্লোরার, ওয়ালেট এবং স্টেক। 

নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে ব্লকচেইনের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এবং সাপ্লাই চেইনে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, বাংলাদেশের তরুণরা এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে।’

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমান, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেসের ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী, চিফ ফিনান্সিয়াল অফিসার আরিফুল ইসলাম, অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও ব্লকচেইন প্রযুক্তিতে সরকারি উপদেষ্টা প্রফেসর মো. সাদেক ফেরদৌস। 

এ ছাড়াও ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান এবং ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল আশরাফুল হক চৌধুরী ও নাইজেলা ওয়ার্ল্ডের উপদেষ্টা লরা একারও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ড বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ব্লকচেইন শিক্ষার নেতৃত্বস্থানীয় অবস্থানে উন্নীত করবে। যা বাংলাদেশের ডিজিটাল ও অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

ওয়ালটনের ফ্রাঞ্চাইজি নেটওয়ার্কের যাত্রা শুরু

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
ওয়ালটনের ফ্রাঞ্চাইজি নেটওয়ার্কের যাত্রা শুরু
ছবি : বিজ্ঞপ্তি

ক্রেতাদের কাছে আরও দ্রুত আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্রাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক’ চালু করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। সাভারের আশুলিয়ায় প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ওয়ালটনের নতুন এই সেলস নেটওয়ার্ক।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে ওয়ালটনের প্রথম ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ফ্রাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আমিন খান বলেন, ‘ফ্রাঞ্চাইজি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিকস ব্যবসায় ওয়ালটন একটি নতুন পদ্ধতি চালু করল। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারেন এবং বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ফিচারের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন সেই প্রক্রিয়াকে সহজ করতেই ওয়ালটনের এই উদ্যোগ। ফ্র্যাঞ্চাইজি শোরুম চালুর মধ্য দিয়ে সাধারণ ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্য যেমন আরও সহজলভ্য হবে, তেমনি এ খাতে বহু উদ্যোক্তাও তৈরি হবে।’

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলোতে ফ্রাঞ্চাইজি ব্যবসা খুব জনপ্রিয়। ফ্রাঞ্চাইজি ব্যবসার মাধ্যমে খুব সহজেই বহু উদ্যোক্তা এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই ইলেকট্রনিকস খাতে ফ্রাঞ্চাইজি ব্যবসায় এগিয়ে এসেছে ওয়ালটন। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওয়ালটন ফ্রাঞ্চাইজি বিজনেসেও শতভাগ সফলতা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা খন্দকার আলাউদ্দিন বলেন, ‘দেশে তৈরি করা আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ শোরুম চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় ক্রেতারা ওয়ালটন পণ্য ও সেবা আরও সহজে পাবেন।’

বিজ্ঞপ্তি/সালমান/

ইবিএল-বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের চুক্তি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম
ইবিএল-বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

কক্সবাজারের শীর্ষস্থানীয় বিলাসবহুল হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের সঙ্গে চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

সম্প্রতি ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের বিক্রয় ও বিপনন বিভাগ প্রধান মো. শামীম হাসান। 

চুক্তির অধীনে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা।

এ সময় ইস্টার্ন ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপক-রিটেইল অ্যালায়েন্স এবং বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের বিক্রয় ব্যবস্থাপক সারোয়ার হোসেনসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/