ঢাকা ৩০ কার্তিক ১৪৩১, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ভারতের গ্লেনিগেলস হাসপাতালের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম
ভারতের গ্লেনিগেলস হাসপাতালের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

ভারতের গ্লেনিগেলস হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েক ও গ্লেনিগেলস হাসপাতালের চিফ সেলস অফিসার গুরু প্রসাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে ভারতের গ্লেনিগেলস হাসপাতাল ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে। বাংলাদেশে মেডিসফেয়ার তাদের যমুনা ফিউচার পার্কের অফিসে গ্লেনিগেলস হাসপাতালে তাদের ইনফরমেশন সেন্টার চালুর মাধ্যমে এ দেশে সেবা দিচ্ছে।

অনুষ্ঠানে ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ম্যানেজার ফারজানা কাদের ও ম্যানেজার শেখ আসিফ সৌম্য এবং গ্লেনিগেলস হাসপাতালের কান্ট্রি মার্কেটিং ম্যানেজার মো. আসাদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

আইআইইউসির শিক্ষার্থীদের সিএসই কার্যালয় পরিদর্শন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
আইআইইউসির শিক্ষার্থীদের সিএসই কার্যালয় পরিদর্শন
ছবি: বিজ্ঞপ্তি

পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে  অবহিত হতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের একটি দল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) কার্যালয় পরিদর্শন করে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্রগ্রামের আগ্রাবাদে শিক্ষার্থীরা সিএসই এ কার্যালয় পরিদর্শন করে।
 
বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী ও বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে ও আয়োজন করছে।

উক্ত অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন- চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মাদ মাহাদি হাসান, সিএফএ হেড অফ লিস্টিং কমপ্লায়েন্স, ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট একেএম শাহরোজ আলম, ম্যানেজার, ট্রেক, আদনান আব্দুর রাকিব। 

অধিবেশনটি পরিচালনা করেন হেড অফ ট্রেনিং এন্ড এওয়্যারনেস জনাব এম সাদেক আহমেদ। এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক, ডক্টর সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ড. নাজনিন জাহান চৌধুরী, সহযোগী অধ্যাপক, মো. রিজোয়ান হাসান, সহকারী অধ্যাপক, মঞ্জুরুল আলম মজুমদার, সহকারী অধ্যাপক, আরিফুল হক, প্রভাষক, আতিকুর রহমান এবং প্রভাষক, তানিয়া সুলতানা।

শিক্ষার্থীদের উদ্দেশে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মাদ মাহাদি হাসান, সিএফএ, বলেন, বাংলাদেশের পুঁজিবাজার পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় এখনো অনেক পিছিয়ে। এর উন্নয়ন, পরিমার্জন, পরিবর্ধন চলমান। তবে পুঁজিবাজারের প্রধান নিয়ামক হচ্ছেন বিনিয়োগকারী এবং এই বিনিয়োগকারীদেরকে শিক্ষিত করার কাজটি সবসময়ই চলমান থাকবে, কেননা এর উদ্দেশ্য হচ্ছে একদিকে যেমন প্রতিনিয়ত নতুন নতুন বিনিয়োগকারীরা আমাদের বাজারে আসছে তাদেরকে প্রস্তুত করা অন্যদিকে যারা ইতোমধ্যে বাজারে আছেন তাদেরকে নতুন পরিবর্তন নিয়ে জানানো, সচেতন করা এবং প্রশিক্ষণ প্রদান করে আরও দক্ষ করা। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে যে, তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের মধ্যে একটি সমন্বয় খুব জরুরি, সেজন্য প্রয়োজন বেশি বেশি প্রশিক্ষণ ও প্রায়োগিক কোর্সে অংশগ্রহণ। অর্থাৎ এই ধরনের পরিদর্শন, প্রশিক্ষণের মাধ্যমে পুঁজিবাজার এবং এর কার্যক্রমের বিস্তারিত জ্ঞান নিয়ে যত বেশি বিনিয়োগকারী পুঁজিবাজারে যুক্ত হবেন, ততই আমাদের বাজার সমৃদ্ধ হবে। একই সঙ্গে ইনভেস্টমেন্টের নতুন নতুন চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে যা বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে নতুন প্রোডাক্টের জন্য নতুন দিক উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমানে প্রচলিত প্রোডাক্ট সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, বিনিয়োগ ঝুঁকি এবং পুঁজিবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সম্যক ধারনা প্রদান করা হয় এবং নিজেদেরকে আগামী দিনে পুঁজিবাজারের একজন যোগ্য ও বিনিয়োগ সিদ্ধান্তে উপযুক্ত হিসেবে গড়ে তোলার পদক্ষেপগুলো শিক্ষাজীবন থেকে শুরু করার ব্যাপারে আলোচনা করা হয় । এছাড়া সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার পদক্ষেপ এবং চলমান অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদেরকে সংক্ষিপ্ত পরিসরে জানানো হয়। 

উক্ত অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারনা প্রদান করতে ও প্রয়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করতে এম সাদেক আহমেদ তার উপস্থাপনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে সহমত পোষণ করেন যে বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও বিনিয়োগকারীদের জন্য এ ধরনের শিক্ষা কার্যক্রম প্রায়ই অনুষ্ঠিত হওয়া প্রয়োজন যা আমাদের পুঁজিবাজারকে আরও বেগবান করবে। বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক ও জালালাবাদ মেটালের মধ্যে চুক্তি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
প্রাইম ব্যাংক ও জালালাবাদ মেটালের মধ্যে চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি করেছে জালালাবাদ মেটাল লিমিটেড। 

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং জালালাবাদ মেটাল লিমিটেডের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান, এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস, ইভিপি ও হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, ইভিপি অ্যান্ড টিম হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ সালাউদ্দিন হাজারি, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, জালালাবাদ মেটালের কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন। বিশেষ করে জালালাবাদ মেটাল লিমিটেডের কর্মীরা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

টেকনোনেক্সট সফটওয়্যারে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
টেকনোনেক্সট সফটওয়্যারে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ

ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড-এ জরুরি ভিত্তিতে শতাধিক সফটওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ করতে যাচ্ছে।

ইউএস-বাংলা গ্রুপের পক্ষে মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স বা সমপর্যায়ের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। চাকুরিতে সুনির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। কিন্তু আবেদনকারীকে নূন্যতম ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সকল পজিশনের কাজের স্থান টেকনোনেক্সট এর প্রধান কার্যালয় নির্ধারিত। প্রয়োজনের তাগিদে দেশের বাহিরে স্থানান্তরিত হতে পারে। 

চাকুরির ধরন ফুল টাইম। 

বিভিন্ন পজিশনে আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৮০,০০০/- থেকে ২০০,০০০/- টাকা পর্যন্ত। 

এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

নিম্নে বিভিন্ন পজিশনের সঙ্গে অনলাইনে আবেদন ফরমের লিংক দেওয়া হলো-

পজিশন:  সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (জাভা)

সংখ্যা: ৪০ জন

আবেদন ফরমের লিংক: https://forms.gle/udVNNvU2WhvpxnGN7

পজিশন:  সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (গোলাং)

সংখ্যা: ২০ জন

আবেদন ফরমের লিংক: https://forms.gle/1JpT9uSRd3HsgXNG9

পজিশন:  সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (রিয়্যাক্ট :জেএস)

সংখ্যা: ১৫ জন

আবেদন ফরমের লিংক: https://forms.gle/rv9LaUEA1oafRkoj7

পজিশন:  সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (পাইথন)

সংখ্যা: ১০ জন

আবেদন ফরমের লিংক: https://forms.gle/x92sb6UvWY1gnSTe7

পজিশন:  সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এআই/এমএল)

সংখ্যা: ০৬ জন

আবেদন ফরমের লিংক: https://forms.gle/1HA19N2sVxHpo8N47

পজিশন:  সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এনড্রয়েড)

সংখ্যা: ০৫ জন

আবেদন ফরমের লিংক: https://forms.gle/pDs9fj4mtXpmA4VZ6

পজিশন:  সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (আইওএস)

সংখ্যা: ০৫ জন

আবেদন ফরমের লিংক: https://forms.gle/YBfYEDvouBTjQUuZ7

খুলনায় ওয়ালটন কম্পিউটারের শোরুম উদ্বোধন ও ডিলার মিট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম
খুলনায় ওয়ালটন কম্পিউটারের শোরুম উদ্বোধন ও ডিলার মিট
খুলনায় ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন ও ডিলার মিট অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতাগণ ওয়ালটনের সকল ধরনের কম্পিউটার পণ্য ক্রয় এবং অভিজ্ঞতা নিতে পারবেন। পাবেন সার্ভিস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা। 

সোমবার (১১ নভেম্বর) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয়। একই দিন সন্ধ্যায় শহরের গ্রান্ড প্ল্যাসিড হোটেলে অনুষ্ঠিত হয় কম্পিউটার ডিলার ও করপোরেট গ্রাহকদের জন্য ডিলার মিট। এতে খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে আগত কম্পিউটার পণ্যের ডিলারগণ অংশ নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আহমেদ কবির, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম এবং জিনাত হাকিম, ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ-এর অন্যতম প্রতিষ্ঠাতা অনন্য জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা ও জলিল টাওয়ার কম্পিউটার সমিতির নেতারা।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি লিয়াকত আলী বলেন, বর্তমানে সবার জন্য প্রযুক্তিপণ্য অত্যাবশকীয় হয়ে উঠেছে। দেশের প্রতিটি প্রান্তে আরও সহজেই ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয় এবং এ সংক্রান্ত সেবা পেতে পারেন সেজন্যই গুরুত্বপূর্ণ শহরগুলোতে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হচ্ছে। একইসঙ্গে আমরা বিভাগীয় শহরগুলোতে ডিলার মিট করছি। এরফলে সকলের দোরগোঁড়ায় সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিকমানের ওয়ালটন কম্পিউটার পণ্য ও সেবা পৌঁছে যাচ্ছে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম খুলনার আইটি মার্কেটে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনাবাসীর জন্য এটি একটি আনন্দের সংবাদ। দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনকে খুলনার আইটি মার্কেটে স্বাগত। এ উদ্যেগের ফলে এই অঞ্চলের আইটি পণ্যের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। ক্রেতারাও আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা হাতের নাগালে পাবেন। 

ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা এখন উত্তরায়

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা এখন উত্তরায়
উপ-শাখা উদ্বোধনী আয়োজনে ইবিএলের কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

দেশব্যাপী আর্থিক সেবা বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এর অংশ হিসেবে রাজধানীর উত্তরায় একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উত্তরার ৭নং সেক্টরের লেক ড্রাইভ রোডে উপ-শাখাটি উদ্বোধন করেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএল শাখা আঞ্চলিক প্রধান-ঢাকা ফারজানা আলি, উপ-শাখাটির প্রধান ব্যবস্থাপক রকিব আহমেদ মজুমদারসহ ব্যাংকটির সিনিয়র কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/