ঢাকা ২৮ কার্তিক ১৪৩১, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ব্যাংক এশিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১২:২৫ পিএম
ব্যাংক এশিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞাপন

ব্যাংক এশিয়ার ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুন) ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এই সভার সভাপতিত্ব করেন। সভার শেয়ারহোল্ডাররা সভায় ২০২৩ সালের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটি ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী, পরিচালক ফারহানা হক, এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, নাফিস খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, কোম্পানি সেক্রেটারী এস এম আনিসুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা এবারের সভায় অংশগ্রহণ করেন। 

শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ২০২৩ সালের হিসাব বিবরণী অনুমোদন করেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন শিক্ষার্থী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৭ এএম
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন শিক্ষার্থী
রাশেদ আলীর হাতে ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন চিত্রনায়ক আমিন খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ২০ লাখ টাকা পেলেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মো. রাশেদ আলী। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) জেলার গাংনীবাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

জানা গেছে, সারাদেশে ব্যাপক প্রচার ও উৎসাহ-উদ্দীপনায় চলছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন’ পরিচালনা করছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় দিচ্ছে নানান সুবিধা। সিজন-২১ এ ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান ক্রয়ে ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ হয়েছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয়রা।

২০ লাখ টাকা বিজয়ী রাশেদ আলীর গ্রামের বাড়ি গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের বাথান পাড়ায়। মা-বাবা ও দাদিসহ পাঁচ সদস্যের পরিবার তার। গাংনী ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন রাশেদ। কৃষক বাবার সঙ্গে কৃষিকাজেও সময় দেন তিনি।

অনুষ্ঠানে রাশেদ আলী জানান, ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ বাজারের সেরা; দামে কম, টেকসই, সার্ভিস পাওয়া যায় অনেক দ্রুত, দেখতেও সুন্দর। এসব কারণে গত ২৭ অক্টোবর গাংনীবাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সাজু এন্টারপ্রাইজ’ থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। কেনার পর ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ওয়ালটন থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা পাওয়ার একটি এসএমএস আসে। এসএমএস দেখে শোরুমে যোগাযোগ করে নিশ্চিত হন রাশেদ। এরপরই তার পরিবারে শুরু হয় খুশির বন্যা।

রাশেদ বলেন, ওয়ালটন থেকে পাওয়া ২০ লাখ টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। ক্রেতাদের এই সুবিধা দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ। 

ওয়ালটন ডিস্ট্রিবিউটর টেওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, 'গ্রাহকদের হাতে উচ্চ গুণগতমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধাও প্রদান করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ সুবিধা দিচ্ছে ওয়ালটন। ব্যবসা করাই ওয়ালটনের একমাত্র লক্ষ্য না। দেশের মধ্যে মানুষের আর্থ-সামাজিক অবস্থানের ইতিবাচক পরিবর্তনেও সমানভাবে সচেষ্ট ওয়ালটন পরিবার। ওয়ালটনের এসব সুবিধা পাওয়ার মাধ্যমে ইতোমধ্যে অনেক গ্রাহকের জীবন পাল্টে গেছে।

অনুষ্ঠানে দেশীয় পণ্য কেনা ও ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমিন খান বলেন, দেশে তৈরি পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে। এতে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নতি হলে, নাগরিকদেরও উন্নতি হয়।

বিজ্ঞপ্তি/জোবাইদা/

৯ মাসে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১১ কোটি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
৯ মাসে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১১ কোটি
ছবি: বিজ্ঞপ্তি

২০২৪ সালের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত (কনসলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) ১ হাজার ১১ কোটি টাকা। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৭৪% বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একক (স্ট্যান্ডঅ্যালন) ভিত্তিতে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ৬৪% বৃদ্ধি পেয়ে ৮২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময় ব্যাংকটি ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখে ব্যালেন্স শিটে ২৬% প্রবৃদ্ধি (অ্যানুয়ালাইজড) অর্জন করেছে। 

একদিকে ব্যাংকটির গ্রাহক আমানত ৩৪% বৃদ্ধি পেয়ে (অ্যানুয়ালাইজড) ৬১ হাজার ৬০২ কোটি টাকায় পৌঁছেছে এবং অন্যদিকে প্রদানকৃত গ্রাহক ঋণের পরিমাণ ১৪% বৃদ্ধি পেয়ে (অ্যানুয়ালাইজড) ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৫৭ হাজার ৪১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায় এবং বিনিয়োগ- উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জন এবং ফান্ডেড ও নন-ফান্ডেড আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির মাধ্যমে ব্যাংকটি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় (ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে) সামগ্রিক আয়েও ৩৫% প্রবৃদ্ধি অর্জন করেছে।

ব্যবসায়ে প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি পোর্টফোলিও কোয়্যালিটিরও উল্লেখযোগ্য মানোন্নয়ন নিশ্চিত করা হয়েছে। ফলে, ব্যাংকটির নন-পারফর্মিং লোন (এনপিএল) রেশিও ২০২৩ সালের ডিসেম্বরে থাকা ৩.৩৮% হতে ২০২৪ সালের সেপ্টেম্বরে ২.৮০%-তে নেমে  এসেছে। এছাড়াও, যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করতে ব্যাংকটির এনপিএল কাভারেজ ২০২৪ সালের সেপ্টেম্বরে ১৩১%-উন্নীত করা হয়েছে, যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ১১৫%। পাশাপাশি ব্যাংকটির সুসংজ্ঞায়িত রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট এবং প্রদানকৃত ঋণ আদায়ের চলমান প্রচেষ্টা পোর্টফোলিও কোয়্যালিটি ম্যানেজমেন্টেও ব্যাপক ভূমিকা রেখেছে। 

২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকটির উল্লেখযোগ্য অর্জনসমূহ:

•সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের একই সময়ে থাকা ২.৯৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৪.৯২ টাকায় উন্নীত হয়েছে।

•সমন্বিত শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২৫.১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৪৯.৫১ টাকায় উন্নীত হয়েছে।

•২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে সমন্বিত শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২০২৩ সালের ডিসেম্বরে ৩৭.৬০ টাকার তুলনায় বৃদ্ধি পেয়ে ৪২.৩৮ টাকা হয়েছে।

•সামগ্রিক প্রফিট্যাবিলিটির ওপর জোর দেওয়ায় সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেট (আরওএ) উভয়ই বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১৬.৪১% (যা ২০২৩ সালে ছিল ১১.৯২%) এবং ১.২৭% (যা ২০২৩ সালে ছিল ১.০২%) হয়েছে।

যেহেতু ব্যাংকটি নিজেদের প্রবৃদ্ধিযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই ব্যাংকটির রেগুলেটরি ক্যাপিটাল বৃদ্ধির ওপর আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। সাবর্ডিনেটেড বন্ড ইস্যুর ফলে ব্যাংকটির রেগুলেটরি ক্যাপিটাল ২০২৪ সালের সেপ্টেম্বরে ৬ হাজার ৫৪৭ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ৫ হাজার ৫০৯ কোটি টাকা।

আর্থিক সাফল্য সম্পর্কে ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স ক্রমবর্ধমান গ্রাহকদেরকে সেবা দেওয়া এবং গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক প্রয়োজন পূরণের ব্যাপারে আমাদের সক্ষমতাকে তুলে ধরে। ইন্ডাস্ট্রি-অ্যাভারেজের চেয়েও দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া আমাদের ধারাবাহিক প্রবৃদ্ধির মূলে রয়েছে আমাদের প্রতি আমাদের গ্রাহকদের অবিচল আস্থা। টেকসইতাকে প্রাধান্য দিয়ে সামনের দিনগুলোতেও আমরা আমাদের এই প্রবৃদ্ধিযাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘এমন অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই ব্র্যাক ব্যাংক টিমকে-- তাদের নিরলস প্রচেষ্টার জন্য, আমাদের পরিচালনা পর্ষদকে। তাদের ধারাবাহিক দিকনির্দেশনার জন্য এবং বাংলাদেশ ব্যাংককে চ্যালেঞ্জিং সময়েও তাদের দূরদর্শী রেগুলেটরি দিকনির্দেশনার জন্য। গ্রাহক এবং স্টেকহোল্ডারদের অবিচল আস্থাই আমাদের এই ধারাবাহিক প্রবৃদ্ধির মূল হাতিয়ার এবং এগিয়ে যাওয়ার প্রেরণা।’ 

সংবাদ বিজ্ঞপ্তি/এমএ/

এবি ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
এবি ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের বাণিজ্যিক শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের জন্য ‘বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ’ বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক ফাউন্ডেশনের কনসালট্যান্ট কাইজার এ চৌধুরী এবং ব্যাংকটির ডিএমডি ও ক্যামেলকো মো. আমিনুর রহমান।

কর্মশালায় বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং যুগ্ম-পরিচালক মো. মোশাররফ হোসেনসহ এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ দেন।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/ 

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতল কলেজ শিক্ষার্থী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতল কলেজ শিক্ষার্থী
রাশেদ আলীর হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খানসহ অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

সারাদেশে ব্যাপক প্রচার ও উৎসাহ-উদ্দীপনায় চলছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ২০ লাখ টাকা জিতল মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মো. রাশেদ আলী। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম।

উল্লেখ্য, অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন’ পরিচালনা করছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিজন-২১ এ ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান ক্রয়ে ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

সোমবার (১১ নভেম্বর) জেলার গাংনীবাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

২০ লাখ টাকা বিজয়ী রাশেদ আলীর গ্রামের বাড়ি গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের বাথানপাড়ায়। মা-বাবা ও দাদিসহ চার সদস্যের পরিবার তার। গাংনী ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন রাশেদ। কৃষক বাবার সঙ্গে কৃষিকাজেও সময় দেন তিনি।

অনুষ্ঠানে রাশেদ আলী জানান, ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ বাজারের সেরা; দামে কম, টেকসই, সার্ভিস পাওয়া যায় অনেক দ্রুত, দেখতেও সুন্দর। এসব কারণে গত ২৭ অক্টোবর গাংনীবাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সাজু এন্টারপ্রাইজ’ থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। কেনার পর ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ওয়ালটন থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা পাওয়ার একটি এসএমএস আসে। এসএমএস দেখে শোরুমে যোগাযোগ করে নিশ্চিত হন রাশেদ। এরপরই তার পরিবারে শুরু হয় খুশির বন্যা।

রাশেদ বলেন, ওয়ালটন থেকে পাওয়া ২০ লাখ টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। ক্রেতাদের এই সুবিধা দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর টেওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, গ্রাহকদের হাতে উচ্চ গুণগতমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধাও প্রদান করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ সুবিধা দিচ্ছে ওয়ালটন। ব্যবসা করাই ওয়ালটনের একমাত্র লক্ষ্য না। দেশের মধ্যে মানুষের আর্থ-সামাজিক অবস্থানের ইতিবাচক পরিবর্তনেও সমানভাবে সচেষ্ট ওয়ালটন পরিবার। ওয়ালটনের এসব সুবিধা পাওয়ার মাধ্যমে ইতোমধ্যে অনেক গ্রাহকের জীবন আমূলে পাল্টে গেছে।

অনুষ্ঠানে দেশীয় পণ্য কেনা ও ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, দেশে তৈরি পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে। এতে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নতি হলে, নাগরিকদেরও উন্নতি হয়। প্রেস বিজ্ঞপ্তি 

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ রূপালী ব্যাংকের

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ রূপালী ব্যাংকের
ছবি: বিজ্ঞপ্তি

‘পরিশুদ্ধ বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্য নিয়ে জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি ইউনিটের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) জিয়া পরিষদ রূপালী ব্যাংক ইউনিটের আহ্বায়ক মো. গোলাম সরোয়ার ও সদস্যসচিব মঞ্জুর মোরশেদ চৌধুরীর নেতৃত্বে দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় যুগ্ম আহ্বায়ক এএসএম নিয়াজ মোর্শেদ, মো. মনিরুল ইসলাম, মো. ওসমান গনি, মোহাম্মদ আব্দুর রব মিয়া, শাহজাহান কামাল, মো. রাশিদুল আলম ও জাফর সাদেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/