ঢাকা ৩ আশ্বিন ১৪৩১, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষার্থীদের উদ্দেশে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের আহ্বান

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম
শিক্ষার্থীদের উদ্দেশে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের আহ্বান
ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ

সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। 

বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘প্রিয় শিক্ষার্থী, আমি দেখেছি তোমরা দলবেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছো। আমি দেখেছি তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন ও মানুষের চলাচলে সাহায্য করছো।

জাতির এই ক্রান্তিলগ্নে তোমাদের দায়িত্ববোধ আমাদের অভিভূত ও অনুপ্রাণিত করছে। একটি শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা, সে বিশ্বাস আমাদের আছে।

আমরা তোমাদের পাশে আছি। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যার যার করণীয় তা করতে সচেষ্ট হই। আশা করি তোমরা সবাই ভালো এবং নিরাপদে থাকবে।’

বিজ্ঞপ্তি/সালমান/

অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা
ছবি : বিজ্ঞপ্তি

কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। 

সম্প্রতি ফাউন্ডেশনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। 

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর ও কিডনি ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি জেনারেল কর্নেল মোহাম্মদ আবদুস সালাম (অব.)। 

এ সময় আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে ‘স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড’-এ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তি

মুক্তাগাছায় উত্তরা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
মুক্তাগাছায় উত্তরা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
মুক্তাগাছায় উত্তরা ব্যাংকের ৪০তম উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। ছবি : বিজ্ঞপ্তি

ময়মনসিংহের মুক্তাগাছায় উত্তরা ব্যাংকের ৪০তম উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন উপ-শাখাটির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক (বিসিসিএসডি) মো. মাহবুবুর রহমান, উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

সিটিজেন্‌স ব্যাংকের নতুন চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
সিটিজেন্‌স ব্যাংকের নতুন চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব
সিটিজেন্‌স ব্যাংকের নব-নির্বাচিত চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব

সিটিজেন্‌স ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ব্যাংকের ৩য় বার্ষিক সাধারণ সভায় অধিকাংশ শেয়ারহোল্ডার/পরিচালকের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি নারায়ণগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দেশের টেক্সটাইল খাতে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন স্বনামধন্য ব্যবসায়ী তিনি।

দেশের করপোরেট ব্যবসায় গুরুত্বপূর্ণ অবস্থান দখল করা সালমা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সিইও ও ব্যবস্থাপনা পরিচালকও তিনি। 

এ ছাড়াও হানিফ শোয়েব সিটিজেন্‌স ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যাংকের কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা, তার প্রতিপালন ও অনুসরণীয় কার্যপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিজ্ঞপ্তি/ইসরাত চৈতী/

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত
কর্ণফুলী ইনস্যুরেন্স কোং লি. এর অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন। ছবি: সংগৃহীত

কর্ণফুলী ইনস্যুরেন্স কোং লি. এর অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এএনএম ফজলুল করিম মুন্সী-এর সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

এ সময় কোম্পানি ২০২৩ সালের প্রথম ৬ মাসের তুলনায় ২০২৪ সালের প্রথম ৬ মাসে ব্যবসা বৃদ্ধি পাওয়াতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ২০২৪ সালের বাকী ৬ মাসে ব্যবসা আরও বৃদ্ধির আশা প্রকাশ করা হয়। সভায় ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা ও লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং চিফ কনসালটেন্ট মো. মোছলেহ উদ্দিন, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান সহ উর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তি/ইসরাত চৈতী/

ট্রিটমেন্ট কমিউনিটির বন্যা পরবর্তী মেডিকেল ক্যাম্প

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
ট্রিটমেন্ট কমিউনিটির বন্যা পরবর্তী মেডিকেল ক্যাম্প
বন্যা পরবর্তী রোগের চিকিৎসায় মেডিকেল ক্যাম্প ও রোগীদের ওষুধ দিয়েছে ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন (টিসিএফ)

বন্যা পরবর্তী রোগের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন বয়সের রোগীকে বিনামূল্যে ওষুধ দিয়েছে ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন (টিসিএফ)। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে ৬ জন চিকিৎসক চিকিৎসাসেবা দেন।

টিসিএফের সেক্রেটারি জেনারেল সাজ্জাদ হোসেন জানান, বন্যা পরবর্তী রোগের চিকিৎসায় এটি ফাউন্ডেশনের দ্বিতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প। অতীতেও টিসিএফ বন্যাসহ বিভিন্ন দুর্যোগে অনুরূপ কার্যক্রম পরিচালনা করেছে। 

টিসিএফের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম মিলন জানান, বন্যা পরবর্তী নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন সংগঠন, সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

মেডিকেল টিমে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মো. বদরুল আলম এবং ময়নামতি মেডিকেল কলেজের ডা. মো. শাহজালাল,  ডা. দোলন দেবনাথ, ডা. মফিজুর রহমান, ডা. তানজিল আবেদিন চৈতী, ডা. ইমরাতুল জান্নাত মুমু। 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, টিসিএফের প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/