লায়ন ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটি , লায়ন ক্লাব অব ঢাকা ড্রিম হ্যাভেন ও লিও ক্লাব অব ঢাকা ড্রিমল্যান্ডের যৌথ উদ্যেগে চক্ষু শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২ আগস্ট) টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে চক্ষু শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক লোকের চক্ষু পরীক্ষা করে ৫৩ জনের ছানী অপরেশনের রোগী পাওয়া যায়।
এ ছাড়া স্কুল প্রাঙ্গনে বেশ কিছু ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ১ এর গভর্নর আশরাফ হোসেন খান হীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ড. সারোয়ার জাহান জামিল, ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এম এ হাসেম, আব্দুল কাদের শিকদার, মির শফিকুল ইসলাম কনক, মো. হাবিবুর রহমান, দীন মোহাম্মদ, আবু তাহের, আখতার হোসেন, ফাতেমা কাদির হোমা, ফারজানা কাদির সোমা, তানভীর আহমেদ, মহিউদ্দিন খান সেলিম, শফিউদ্দিন খান শিপলু, আবুল হোসেন, এম নাসির উদ্দিন, আবজাল সরদার, জানে আলম, ডা. নাজনিন আহমেদ শায়লা, মহিউদ্দিন মাহি-সহ লিও জেলা ৩১৫ বি ১ এর ২৪-২৫ এর কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি/অমিয়/