অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তার উপদেষ্টা পরিষদ এবং ছাত্র সমাজকে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) অভিনন্দন জানিয়েছে।
অভিনন্দন বার্তায় বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেছেন, ‘শিল্পায়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনীতির অগ্রসরতাই স্বাধীন দেশের প্রধান নীতি। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বিশ্বে অর্থনীতিবিদ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের স্বীকৃতি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত প্রাপ্তি। বিশ্বনন্দিত অর্থনীতিবিদকে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা শুধু গর্বিত নই, সম্মানিতও বোধ করছি। আমরা তারুণ্যের উপর বিশ্বাস রাখি, ছাত্রসমাজের নেতৃত্বে ভরসা করি। আমরা আশা রাখি, ড. মুহাম্মদ ইউনূস ও তার পরিচালিত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদলের হাত ধরে দেশের অর্থনীতি বিশ্বে দৃষ্টান্তমূলক স্থানে অধিষ্ঠিত হবে’।
বিজ্ঞপ্তি/পপি/