ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আইস ব্রেকার জাহাজে উত্তর মেরুতে বাংলাদেশের কৌশিক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ০৩:১৭ পিএম
আইস ব্রেকার জাহাজে উত্তর মেরুতে বাংলাদেশের কৌশিক
ছবি: বিজ্ঞাপন

‘আইস ব্রেকার অব নলেক’ শীর্ষক পঞ্চম বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক উত্তর মেরু অভিযানে অংশগ্রহণ করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী কৌশিক আহমেদ।

রাশিয়াসহ বিভিন্ন দেশের ৭০জন অংশগ্রহণকারী নিয়ে পরমাণু শক্তিচালিত আইস ব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’ ১৩ আগস্ট রাশিয়ার উত্তর-পশ্চিম শহর মুরমান্সক থেকে উত্তর মেরু অভিমুখে যাত্রা শুরু করে।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটম এবং এজনানিয়ে শীর্ষক একটি সামাজিক সংস্থার সহায়তায় অভিযানটি আয়োজন করেছে পরমাণু শক্তি তথ্যকেন্দ্র নেটওয়ার্ক। আগামী ২২ আগস্ট পর্যন্ত চলবে এই উত্তর মেরু অভিযান। 

উল্লেখ্য, চলতি বছর রাশিয়া তাদের পারমাণবিক আইস ব্রেকার বহরের ৬৫ বছর পূর্তি উদযাপন করছে। 

নিজস্ব অনুভূতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করে কৌশিক আহমেদ বলেন, ‘আগ্রহ এবং বিশেষ লক্ষ্য নিয়ে আমি এই অভিযাত্রায় সঙ্গী হয়েছি। এটা শুধুমাত্র একটি সাধারণ ভ্রমণ নয়, বরং অজানা উত্তর মেরু সম্পর্কে জানার একটি বিশেষ সুযোগ। নর্থ সীরুট একটি লুকায়িত বিশাল সম্পদের ভাণ্ডার এবং এটিকে এক্সপ্লোর করার জন্য আমি মুখিয়ে আছি। তাছাড়াও প্রকৌশল ক্ষেত্রে নিউক্লিয়ার আইস ব্রেকার অত্যাশ্চর্য বিষয়, যা সম্পর্কে আমি বিশদভাবে জানতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘অভিযানকালে জলবায়ু পরিবর্তন কীভাবে উত্তর মেরুকে প্রভাবিত করছে তা সম্পর্কে জানার সুযোগ পাব এবং অন্যান্য অংশগ্রহণকারী, ক্রু এবং স্থানীয় জনগণের সঙ্গে আমি বিষয়টি নিয়ে মতবিনিময় করার আশা রাখি। নিজস্ব আবাসে মেরু ভালুক এবং চিত্তাকর্ষক নর্দার্ন লাইটস স্বচক্ষে দেখারও সুযোগ হবে এই অভিযানে।’

বিজয়ের ৫০ বছর পারমাণবিক আইস ব্রেকারের ক্যাপ্টেন রুসলান সাসোভ যাত্রা শুরুর প্রাক্কালে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘আমরা মুরমান্সক থেকে উত্তর মেরুতে যাব এবং সেখান থেকে আবার মুরমান্সক ফিরে আসবো। আপনাদের জন্য সামনে জীবনের সর্বোচ্চ রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আমরা এবং নাবিকরা যেভাবে উত্তর মেরুকে প্রতিনিয়ত অবলোকন করি, সেভাবেই আপনারা দেখতে পাবেন। আইস ব্রেকারটি উত্তর মেরুতে পৌছুতে এক হাজার ২০০ মাইল অতিক্রম করবে এবং আগামী ১৭ আগস্ট পৃথিবীর শীর্ষে পদার্পনের আশা রাখি।’

অভিযানকালে অংশগ্রহণকারীদের নিউক্লিয়ার আইস ব্রেকারের গঠন এবং পরিচালন সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। উত্তর মেরুর অনন্য প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানার অভূতপূর্ব সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। পৃথিবীর সর্ব উত্তর স্থান ‘ফ্রান্স জোসেফল্যান্ড’ এ অবস্থিত পোস্ট অফিস থেকে অংশগ্রহণকারীরা তাদের প্রিয়জনদের পোস্টকার্ড পাঠাতে পারবেন। বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় লেকচার সেশনের আয়োজন করবে রসাটম এবং এজনানিয়ে। 

শীর্ষস্থানীয় বিজ্ঞানী থেকে শুরু কওে ভ্লগারদের লেকচার এতে অন্তর্ভুক্ত থাকবে। তারা বিভিন্ন দেশ থেকে আসা শিশু ও তরুণদের ওপর একটি ডকুমেন্টারি সিরিজও তৈরি করবে। 

পরমাণু শক্তিচালিত জাহাজের বহর এটমফ্লোটের মহাপরিচালক লিওনিদ ইরলিস্তা অভিযানে অংশগ্রহণকারীদের শুভকামনা জানিয়ে বলেন, ‘এবারের অভিযাত্রী দলটি সত্যিকারের আন্তর্জাতিক। রাশিয়ায় সম্প্রতি সমাপ্ত বিশ্ব যুব উৎসব থেকে নির্বাচিত বিভিন্ন দেশের তরুণদের এবং রাশিয়ার শ্রেষ্ঠ স্কুল শিক্ষার্থীরা এই টিমের সদস্য। আর্কটিক প্রতিভাবান ও গোল ওরিয়েন্টেড তরুণদের মিলনে মুখরিত হবে।’

আইস ব্রেকার অব নলেজ শীর্ষক প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো প্রাকৃতিক বিজ্ঞান এবং পরমাণু প্রযুক্তি সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে আগ্রহ সৃষ্টি করে সম্ভাবনাময় প্রতিভাবান তরুণদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশে বিভিন্ন ধরণের সহায়তা ও ক্যারিয়ার গাইডেন্স প্রদান।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

এআইবিএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম
এআইবিএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবিএল) পরিচালনা পর্ষদের ৪০৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। 

এ সময় ব্যাংকের কোম্পানি সচিব মো. নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

বন্যাদুর্গতদের পাশে নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ হাসপাতাল

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
বন্যাদুর্গতদের পাশে নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ হাসপাতাল
ছবি : সংগৃহীত

নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে শুরু থেকেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। 

তৃতীয়বারের মতো ডাক্তার ও নার্সসহ মোট ৪০ জনের একটি মেডিকেল টিম ফেনীর ছাগলনাইয়ার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহস্রাধিক বন্যাদুর্গত মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্যালাইন, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেছে। 

এ ছাড়া শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী, খাতা-কলম, রঙ পেনসিল ইত্যাদি বিতরণ করা হয়। পাশাপাশি বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ায় কয়েকটি মসজিদে কুরআন শরিফ উপহার দেওয়া হয়। 

এ বিষয়ে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক বলেন, ‘বন্যা-পরবর্তী মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে অন্যান্য ত্রাণ ও মেডিকেল সেবার পাশাপাশি আমরা শিশুদের খেলার সামগ্রী ও শিক্ষাসামগ্রী দিয়েছি।’ বিজ্ঞপ্তি

জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক পিএলসির নির্বাহীদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতন করতে দিনব্যাপী কর্মশালা হয়েছে। 

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) জনতা ব্যাংক স্টাফ কলেজে এই কর্মশালা হয়। 

কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার প্রধান অতিথি ছিলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুজন যুগ্ম পরিচালক, জনতা ব্যাংক পিএলসির প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন
ছবি : বিজ্ঞপ্তি

পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। 

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট কার্যালয়ের এই এসির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বিএসটিআইয়ের ডিরেক্টর মো. নুরুল আমিন, ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির ডেপুটি চিফ বিজনেস অফিসার (সিবিও) সন্দীপ বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ প্রমুখ। 

বর্তমানে বাজারে ইকোজোন সিরিজের ১ টন ও ১.৫ টনের এসি ছেড়েছে ওয়ালটন। ১ টন এসির দাম ৫৯ হাজার ২৯০ টাকা এবং ১.৫ টন এসির দাম ৭৮ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন এসিতে গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি
প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ছবি : বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। 

সম্প্রতি রাজধানীর গুলশানে করপোরেট অফিসে প্রাইম ব্যাকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মিউরা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউজি কিডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং মিউরা বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রিজওয়ান। 

চুক্তি অনুযায়ী, মিউরা বাংলাদেশের কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে তারা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি