ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আহত ছাত্র-জনতার চিকিৎসায় ব্র্যাক ব্যাংকের ২ কোটি টাকা সহায়তা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম
আহত ছাত্র-জনতার চিকিৎসায় ব্র্যাক ব্যাংকের ২ কোটি টাকা সহায়তা
ছবি: বিজ্ঞপ্তি

ন্যায়বিচার ও সামাজিক ন্যায্যতার প্রতি অবিচল আস্থা রেখে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যাংকটির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে দুই কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। বুধবার (১৪ আগস্ট) ব্যাংকটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালকরাও তাদের এক মাসের সম্মানী দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশে সৃষ্ট গণঅভ্যুত্থানে দেশের অনেক সাহসী সন্তান বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাদের সাহসিকতা পুনর্জাগরণের মধ্য দিয়ে দেশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তবে, এই আন্দোলনে অসংখ্য হতাহতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দেশজুড়ে অনেক ছাত্র-জনতা নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী, যাদের মধ্যে বেশিরভাগই তরুণ।

আহতরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের চিকিৎসার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুতর আঘাতের কারণে আহতদের অনেকেরই জরুরি ওষুধ এবং অন্যান্য সহায়তা প্রয়োজন পড়ছে। এর ফলে তাদের যথাযথ চিকিৎসা সেবা এবং সুস্থতা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণ ও সহায়তা প্রয়োজন। এই পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের এমন মানবিক উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, যারা সমাজে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করি। এই ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলনে যারা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সহায়তা করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক ব্যাংকের এই অর্থ সহায়তা আহতদের চিকিৎসার খরচ মেটাতে ব্যয় হবে। এই উদ্যোগটি সামাজিক ন্যায়বিচার, সমতা, সহমর্মিতা এবং সংহতির মূল্যবোধকে সমুন্নত রাখার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের অবিচলতার পরিচায়ক।

একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের সিএসআর উদ্যোগগুলোকে এমনভাবে বাস্তবায়িত করে যেন সামাজিক সংকীর্ণতা এবং আর্থিক বাধা দূর করে সমাজের সকল মানুষের জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের সম্ভাবনার সঠিক বিকাশ ঘটিয়ে জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখা যায়। বিজ্ঞপ্তি

 

এআইবিএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম
এআইবিএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবিএল) পরিচালনা পর্ষদের ৪০৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। 

এ সময় ব্যাংকের কোম্পানি সচিব মো. নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

বন্যাদুর্গতদের পাশে নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ হাসপাতাল

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
বন্যাদুর্গতদের পাশে নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ হাসপাতাল
ছবি : সংগৃহীত

নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে শুরু থেকেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। 

তৃতীয়বারের মতো ডাক্তার ও নার্সসহ মোট ৪০ জনের একটি মেডিকেল টিম ফেনীর ছাগলনাইয়ার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহস্রাধিক বন্যাদুর্গত মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্যালাইন, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেছে। 

এ ছাড়া শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী, খাতা-কলম, রঙ পেনসিল ইত্যাদি বিতরণ করা হয়। পাশাপাশি বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ায় কয়েকটি মসজিদে কুরআন শরিফ উপহার দেওয়া হয়। 

এ বিষয়ে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক বলেন, ‘বন্যা-পরবর্তী মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে অন্যান্য ত্রাণ ও মেডিকেল সেবার পাশাপাশি আমরা শিশুদের খেলার সামগ্রী ও শিক্ষাসামগ্রী দিয়েছি।’ বিজ্ঞপ্তি

জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক পিএলসির নির্বাহীদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতন করতে দিনব্যাপী কর্মশালা হয়েছে। 

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) জনতা ব্যাংক স্টাফ কলেজে এই কর্মশালা হয়। 

কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার প্রধান অতিথি ছিলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুজন যুগ্ম পরিচালক, জনতা ব্যাংক পিএলসির প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন
ছবি : বিজ্ঞপ্তি

পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। 

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট কার্যালয়ের এই এসির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বিএসটিআইয়ের ডিরেক্টর মো. নুরুল আমিন, ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির ডেপুটি চিফ বিজনেস অফিসার (সিবিও) সন্দীপ বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ প্রমুখ। 

বর্তমানে বাজারে ইকোজোন সিরিজের ১ টন ও ১.৫ টনের এসি ছেড়েছে ওয়ালটন। ১ টন এসির দাম ৫৯ হাজার ২৯০ টাকা এবং ১.৫ টন এসির দাম ৭৮ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন এসিতে গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি
প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ছবি : বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। 

সম্প্রতি রাজধানীর গুলশানে করপোরেট অফিসে প্রাইম ব্যাকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মিউরা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউজি কিডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং মিউরা বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রিজওয়ান। 

চুক্তি অনুযায়ী, মিউরা বাংলাদেশের কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে তারা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি