ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
রূপালী বাংকের রাজশাহী বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

রূপালী বাংক পিএলসি রাজশাহী বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী নানকিং দরবার হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।  

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের শ্রে‌ণিকৃত ঋণ আদায়, আমানত সংগ্রহ ও সিএমএসএমই ঋণ বিতর‌ণের ওপর বি‌শেষ গুরুত্বারোপ ক‌রেন। এ ছাড়া তিনি ২০২৩ সালে বাংকের বিভিন্ন ব্যবসায়িক সূচকে অভূতপূর্ব অর্জনে অবদান রাখার জন্য রাজশাহী বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবাইকে নির্দেশনা দেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন। সভায় রাজশাহী বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।

বিজ্ঞপ্তি/সালমান/

মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে।

সোমবার (২ জুন) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠান করা হয়।

'বাংলার ব্যাংক' খ্যাত মার্কেন্টাইল ব্যাংক  ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন 
করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান, নির্বাহী  কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক  আলহাজ্ব মোশাররফ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী ব্যাংকের সব শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সব বিভাগে কেক কেটে দিবসটি উদ্‌যাপন করা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। 

ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক তার বক্তব্যে ব্যাংকের গ্রাহক সংখ্যা, শাখা, আমানত সংগ্রহসহ ব্যাংকের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, গত ২৬ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন। 

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের প্রত্যন্ত জনপদে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে। গ্রাহকদের চাহিদার বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও ব্যাপক ও বিস্তৃত করারও অঙ্গীকার করেন তিনি।

বিজ্ঞপ্তি/মেহেদী/

এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান বাংলাদেশ ব্যাংকের

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান বাংলাদেশ ব্যাংকের
ছবি: বিজ্ঞপ্তি

আর্থিক অন্তর্ভুক্তিমূলক বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতে সেরা অংশগ্রহণকারীর স্বীকৃতি হিসেবে এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। 

রবিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের নিকট থেকে স্বীকৃতিপত্রটি গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক-অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (আফি) যৌথ শিখন কর্মসূচির আওতায় অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১০ ব্যাংককে এই স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ। 

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড অর্থনীতির শক্তি হিসেবে কাজ করে। প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে ব্যাংকগুলো সেবা পৌঁছানোর মাধ্যমে মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং মানুষের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। এসব কর্মকাণ্ড সমাজে আয় বৈষম্য দূর করত সহায়তা করে। আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ডে অগ্রগামী ১০ ব্যাংককে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এসব ব্যাংকগুলোর কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। 

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, গ্রামের অসহায়, দুস্থ ও প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য সহজশর্তে বিনাজামানতে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এধরনের স্বীকৃতি আমাদের কর্মকাণ্ডকে আরও বেগবান করতে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞপ্তি/

ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেট উদ্বোধন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:০৬ পিএম
ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেট উদ্বোধন
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারর্সের গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অত্যাধুনিক ও প্রিমিয়াম ক্যাফে ‘ক্যাফে লিও’

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারর্সের গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অত্যাধুনিক ও প্রিমিয়াম ক্যাফে ‘ক্যাফে লিও’।

রবিবার (১ জুন) বসুন্ধরা চক্ষু হাসপাতালের ঠিক বিপরীত পাশে অবস্থিত দৃষ্টিনন্দন ও নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন, সুবিশাল পার্কিং, আরামদায়ক পরিবেশের সাথে ক্যাফে লিও-তে থাকছে প্রিমিয়াম মানের কফি, রিফ্রেশিং কোল্ড ড্রিঙ্কস, মুখরোচক স্ন্যাকস এবং স্বাস্থ্যসম্মত খাবারের মেলবন্ধন যা আপনাকে নিমন্ত্রণ জানায় এক অভিজাত খাদ্য ও কফি-ভ্রমণের।

ক্যাফে লিও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত ও অতিথিদের জন্য উন্মুক্ত এবং সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই নতুন অভিজ্ঞতা উপভোগ করতে।

ক্যাফে লিও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান ক্যাফে সম্পর্কে তার ব্যক্তিগত অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন: “ক্যাফে লিও শুধুমাত্র একটি ক্যাফে নয় - এটি একটি পরিবেশ যেখানে মানুষ স্বাস্থ্যসম্মত টেস্টি খাবার উপভোগের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। আমাদের ক্যাফে’র নান্দনিক পরিবেশ, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার আপনার মুহূর্তকে করে তুলবে আভিজাত্যময়। আমরা চেষ্টা করেছি এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে মানুষ স্বস্তিতে বসে গল্প করবে, ভালোবাসায় গড়বে নতুন স্মৃতি।

বিজ্ঞপ্তি/

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০২:৫৯ পিএম
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (১ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, মো. ইসহাক জোয়াদ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক কর্ণেল মো. মাহবুবুর রহমান (অব.) ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়াও মিনিস্টার মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শোরুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। এ দেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না। দেশের মানুষের এই আস্থা এবং ভালবাসাকে পুঁজি করে আমরা আরও এগিয়ে যেতে চাই। সেই লক্ষে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য তৈরি করছি এবং তা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরন্তর কাজ করে যাচ্ছি। আমি মিনিস্টার মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, সুদীর্ঘ ২৩ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৪ বছরে পদার্পণ করছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ইতোমধ্যেই দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তি/

প্রিমিয়াম মডেলের নতুন সাইড-বাই-সাইড ফ্রিজ উদ্বোধন করল মার্সেল

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৪৭ পিএম
প্রিমিয়াম মডেলের নতুন সাইড-বাই-সাইড ফ্রিজ উদ্বোধন করল মার্সেল
মার্সেলের নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর উন্মোচন করছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা

ঈদুল আজহা উপলক্ষে স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ইনভার্টার টেকনোলজির তিনটি নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর এনেছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। নতুন মডেলের এসব ফ্রিজে বিশেষ ফিচারের মধ্যে রয়েছে একুয়া ফাউন্টেইন, এমএসও ইনভার্টার, আজিটি, আয়োনাইজার, টার্বো মোড, সুপার মোড ও হলিডে মোড ইত্যাদি।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, বিজনেস কোঅর্ডিনেটর (রেফ্রিজারেটর) শাহজালাল হোসেন লিমন, চিফ বিজনেস অফিসার (রেফ্রিজারেটর) তাহসিনুল হক, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে মতিউর রহমান জানান, ঈদে গ্রাহকদের হাতে সেরা দামে সেরা মানের সর্বাধুনিক স্মার্ট ফিচার সম্বলিত নতুন প্রিমিয়াম মডেলের ফ্রিজ বাজারে এনেছে মার্সেল। নতুন মডেলের ফ্রিজগুলোতে ক্রেতারা পাবেন স্মার্ট প্রযুক্তি ও ফিচার। 

উদ্বোধনী অনুষ্ঠানে শবনম ফারিয়া বলেন, দেশের শীর্ষস্থানীয় মার্সেল ব্র্যান্ডের নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর উন্মোচন করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মার্সেল দেশেই আন্তর্জাতিকমানের পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ তৈরি করছে। জয় করে নিয়েছে দেশীয় ক্রেতাদের আস্থা। মার্সেলের এই অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকেরা মার্সেলের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন মডেলের ফ্রিজগুলো তুলনামূলক সাশ্রয়ী দামে কিনতে পারবেন। মার্সেলের নতুন প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে এমএনআই-এফ১এন-জেডএনআই-ডব্লিউডি মডেলর ফ্রিজের দাম পড়ছে ১ লাখ ২২ হাজার ৯৯০ টাকা। এছাড়া এমএনআই-এফ১এন-জেডএনআই-ডিডি মডেলের ফ্রিজের দাম ১ লাখ ১৫ হাজার ৯৯০ টাকা। 

অন্যদিকে এমএনআই-ইজিসি-জিডিএনই-ডিডি মডেলের ফ্রিজ কেনা যাচ্ছে ৯৮ হাজার ৯৯০ টাকায়।

মার্সেলের ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাচ্ছেন ক্রেতারা। 

এছাড়া রয়েছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত সর্ববৃহৎ সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা।

বিজ্ঞপ্তি/