ঢাকা ২২ আশ্বিন ১৪৩১, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

নতুন পরিসরে ব্র্যাক ব্যাংকের সিলেট শাখা উদ্বোধন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
নতুন পরিসরে ব্র্যাক ব্যাংকের সিলেট শাখা উদ্বোধন
সিলেটে নতুন ও বড় পরিসরে ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। ছবি: বিজ্ঞাপন

গ্রাহকদের উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও বড় পরিসরে সিলেট ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরীর সুবিদ বাজারের সুনামগঞ্জ রোডের পল্লবী ট্রেড সেন্টারে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

সর্বাধুনিক এবং সেরা গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে এই ব্রাঞ্চটি বড় পরিসরে সুসজ্জিত করা হয়েছে। ফলে গ্রাহকরা এখন ব্র্যাক ব্যাংকের সঙ্গে আরও সহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপভোগ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

সিলেট শহরের এই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে ব্রাঞ্চটির নতুন আঙ্গিকে রূপান্তর অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সিলেট মহানগরীর ক্রমবর্ধমান গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে বর্তমানে ব্র্যাক ব্যাংক সিলেট শহরে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা করছে।

১৮৭টি ব্রাঞ্চ, ৪৫টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং এক হাজার ৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম একটি।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

৫০ রিটেইল উদ্যোগকে সম্মাননা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পিএম
৫০ রিটেইল উদ্যোগকে সম্মাননা
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে দেশের রিটেইল শিল্পের ৫০টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪-এর  দ্বিতীয় আসরে এ সম্মাননা দেওয়া হয়।

এবারের আয়োজনের পরিবেশনায় ছিল স্বপ্ন। পৃষ্ঠপোষকতায় ছিল সিঙ্গার। বেকো (সিঙ্গার বাংলাদেশ লিমিটেড), কনকা এবং গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এবং সহযোগিতায় ছিলো মিনিসো এবং আইডিসি বাংলাদেশ পিএলসি। এ বছর ৩১টি বিভাগে সম্মাননাটি প্রদান করা হয়। ৩৩টি উদ্যোগকে বিজয়ী এবং ১৭টি উদ্যোগকে অনারেবল মেনশন সম্মাননায় ভূষিত করা হয়েছে।   

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘রিটেইল খাত বর্তমানে এক নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছে। রিটেইলের ভবিষ্যৎ কেবলমাত্র ডিজিটাল নয়। আগের যেকোনো সময়ের চেয়ে বেশি টেকসই এবং উদ্দেশ্য-নির্ভর ব্যবসার চাহিদা আমাদের কাজের ধারা পরিবর্তন করছে। আজ যে পুরস্কারগুলো প্রদান করা হবে, তা সেইসব উদ্যোগকে সম্মানিত করবে যারা এ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে এবং উদ্ভাবনকে সাফল্যের চাবিকাঠি হিসেবে গ্রহণ করেছে।’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪ বিভিন্ন খাত থেকে ব্যাপক সাড়া পেয়েছে এবং ৫০০ জনেরও অধিক অতিথির উপস্থিতিতে বিভিন্ন ব্র্যান্ডের প্রশংসনীয় উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হয়েছে। 

এ বছর সম্মাননাটির জন্য ৫৭টি প্রতিষ্ঠান থেকে ৩৪৯টি মনোনয়ন জমা পড়ে। বিজয়ীদের নির্বাচন করা হয় একটি কঠোর, বহু-স্তরের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। জুরিতে বিভিন্ন খাতের ২২ জন বিশিষ্ট বিশেষজ্ঞ ছিলেন, যারা একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে শ্রেষ্ঠ উদ্যোগগুলিকে স্বীকৃতি দিয়েছে। 

বাংলাদেশ রিটেইল কংগ্রেসের এবারের আসরে ইনোভেশন ইন লাস্ট মাইল ডিস্ট্রিবিউশনে বিজয়ী হয়েছেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড। গ্রামীণ ডানোনের পক্ষ থেকে বিজয়ীর পুরস্কার সংগ্রহ করেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা। 

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের পূর্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪ এর ৭ম সংস্করণ। এবারের কংগ্রেসের থিম ছিল ‘রিটেইল রেনেসাঁ: ইনস্পায়ারিং ইনোভেশন।’

আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় এসিআই লজিস্টিকস লিমিটেডের বিজনেস ডিরেক্টর, সোহেল তানভীর খান বলেন,  ‘আমরা বর্তমানে রিটেইল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছি। গত কয়েক বছরে, আমরা ভোক্তাদের কেনাকাটার ধরণ, তাদের মূল্যবোধের অভূতপূর্ব পরিবর্তন প্রত্যক্ষ করেছি। বর্তমান বিশ্বে রিটেইল বিক্রয় শুধুমাত্র পণ্য বিক্রয়ের মাঝে সীমাবদ্ধ নেই । এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করা, সংযোগ স্থাপন করা এবং ক্রেতাদের পরিবর্তিত প্রত্যাশার সাথে খাপ খাওয়াবার একটি পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা "রিটেইল রেনেসাঁ: ইনোভেটিং ইনোভেশন" থিমের অধীনে একত্রিত হয়েছি। আমাদের অবশ্যই বুঝতে হবে যে উদ্ভাবন এবং স্থায়িত্বই ভবিষ্যতের রিটেইল জগতের ভিত্তি।’

কী নোট সেশনে বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, এবং ওয়াটারহাউস ওয়েডের প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান এফ ওয়েড। তারা আলোচনা করেন কীভাবে ব্যবসায়ীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভার্চুয়াল/অগমেন্টেড রিয়ালিটি (AR/VR) এবং মাল্টিচ্যানেল কৌশল ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে পারেন।

এছাড়াও আয়োজনটির অন্যান্য সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা এবং এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক, ড. সৈয়দ ফারহাত আনোয়ার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ও প্রাইড গ্রুপের পরিচালক, মোহাম্মদ আবদুল মোমেন; প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী; আশরাফ বিন তাজ, জেনারেল সেক্রেটারি, এশিয়া মার্কেটিং ফেডারেশন; কো-ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর, আইডিসি বাংলাদেশ পিএলসি; আহমদ ফেরদৌস মো. আসিফ, সিইও, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড; রেজাউল কবির, চিফ অপারেটিং অফিসার, সেইলর; সামি আশরাফ, ডিরেক্টর, হোম এন্ড পার্সোনাল কেয়ার, রিমার্ক এইচবি লিমিটেড; শামীম কবির, ম্যানেজিং ডিরেক্টর, স্টেপ ফুটওয়্যার এবং জারাইফ হোসেন, হেড অব স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, ট্রান্সকম গ্রুপ; সুরাইয়া সিদ্দিকা, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড; শাহরিয়ার জামান,  হেড অব মার্কেটিং, আকিজবশির গ্রুপ; জাকিয়া নওরিন হুসাইন, এমার্জিং বিজনেস লিড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অব মার্কেটিং, ডোমিনো'স পিৎজা বাংলাদেশ এবং অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম
আল-আরাফাহ্ ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা
ছবি : বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিলেট জোনের শাখাগুলোর ব্যবসা পর্যালোচনা সভা হয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) সিলেটের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনাল হেড মো. আব্দুর রহিম দুয়ারী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঞা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ্সহ শীর্ষ নির্বাহী ও সিলেট জোনের ৩৫টি শাখার ব্যবস্থাপকরা সভায় অংশ নেন। 

অনুষ্ঠানে ফরমান আর চৌধুরী করপোরেট শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। 

তিনি আরও বলেন, ‘আমানত ও মানসম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।’

বিজ্ঞপ্তি

মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির সভা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম
মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির সভা
ছবি : বিজ্ঞপ্তি

মধুমতি ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোস্তফা কামাল, মোহাম্মদ ইসমাইল হোসেন, নিমাই কুমার সাহা, হুমায়ূন কবির বাবলু, মানোয়ার হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। 

বিজ্ঞপ্তি

ঢাকা ব্যাংকের টেকনাফ শাখা নতুন ঠিকানায়

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম
ঢাকা ব্যাংকের টেকনাফ শাখা নতুন ঠিকানায়
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা ব্যাংকের টেকনাফ শাখা নতুন ঠিকানায় স্থানান্তর এবং শুভ উদ্ভোধন করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এ নতুন ঠিকানায় (সিদ্দীক প্লাজা, টেকনাফ মেইন রোড, টেকনাফ) শাখাটির স্থানান্তর করা হয়েছে। 

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে নতুন ঠিকানায় শাখাটির উদ্ভোধন করেন।

ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, স্পনসর ডিরেক্টর খন্দকার মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি) কে এম শাহনেওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক ও লোকাল অফিস ব্রাঞ্চ ম্যানেজার শেখ আব্দুল বাকির, ইভিপি ও সিএফও সাহাবুব আলম খান, এসভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশন এর প্রধান মো. আলতামাস নির্ঝর, কমিউনিকেশন্স এন্ড ব্র্যান্ডিং ডিভিশনের ইনচার্জ রায়হান কাওসার, টেকনাফ ব্রাঞ্চ ম্যানেজার শেফায়েতুল ইসলাম ও ব্যাংকটির শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং টেকনাফের এর ইউএনও আদনান চৌধুরী, সুলতান ডেইরি ফার্মের প্রোপ্রাইটর মোহাম্মদ সুলতান, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

এডিএন টেলিকমের পুরস্কার অর্জন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
এডিএন টেলিকমের পুরস্কার অর্জন
ছবি : বিজ্ঞপ্তি

এডিএন টেলিকম লিমিটেড ২০২৩ সালের জন্য ১১তম আইসিএসবি (বাংলাদেশের চার্টার্ড সেক্রেটারিস ইনস্টিটিউট) জাতীয় করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স পুরস্কারে রৌপ্য পুরস্কার অর্জন করেছে। 

গতকাল শনিবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। 

প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন ও কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন। পুরস্কার তুলে দেন সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। 

পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোডের নীতিমালার প্রতি তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে। এবারের পুরস্কারের থিম ছিল ‘গভর্নিং এক্সিলেন্সের প্রচার’। 

বিজ্ঞপ্তি