বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মহাব্যবস্থাপক হয়েছেন নূর আহমেদ। গত ৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বোয়েসেল।
নূর আহমেদ ২০১১ সালে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বোয়েসেলে যোগ দেন। ২৫ বছরের কর্মজীবনে তিনি বিদ্যুৎ খাতের ‘মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্প’, গাজীপুরে বাবা ব্যবসায়ী জালাল আহমেদ প্রতিষ্ঠিত ১০০ শতাংশ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ‘এ অ্যান্ড এ ফ্যাশন সোয়েটার্স লিমিটেড’, লিবিয়াস্থ ‘১২০০ শয্যার বেনগাজি সেন্ট্রাল হাসপাতাল নির্মাণ প্রকল্প’, বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন।
নূর আহমেদ ফেনীর দাগনভূঞার ইয়ারপুর গ্রামে ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। জালাল আহমেদ ও ফেরদৌস আরা জালালের বড় সন্তান নূর আহমেদ। তিনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেশাদার মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, দক্ষিণ কোরিয়ার খিয়ং-হি বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষায় উচ্চতর ডিপ্লোমা ছাড়াও শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
কর্মক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ নূর আহমেদ ২০২০ সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। এ ছাড়া কোরিয়ান দূতাবাস আয়োজিত কোরিয়ান ভাষা প্রতিযোগিতায় ২০০১ ও ২০১১ সালে প্রথম হন। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরিয়ান ভাষা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন।
নূর আহমেদ দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, কাতার, ওমান, জর্ডান, নেপাল, ভুটান ও ভারত ভ্রমণ করেন।
বিজ্ঞপ্তি/সালমান/