ঢাকা ২০ আশ্বিন ১৪৩১, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

বোয়েসেলের নতুন মহাব্যবস্থাপক নূর আহমেদ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
বোয়েসেলের নতুন মহাব্যবস্থাপক নূর আহমেদ
নূর আহমেদ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মহাব্যবস্থাপক হয়েছেন নূর আহমেদ। গত ৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বোয়েসেল।

নূর আহমেদ ২০১১ সালে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বোয়েসেলে যোগ দেন। ২৫ বছরের কর্মজীবনে তিনি বিদ্যুৎ খাতের ‘মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্প’, গাজীপুরে বাবা ব্যবসায়ী জালাল আহমেদ প্রতিষ্ঠিত ১০০ শতাংশ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ‘এ অ্যান্ড এ ফ্যাশন সোয়েটার্স লিমিটেড’, লিবিয়াস্থ ‘১২০০ শয্যার বেনগাজি সেন্ট্রাল হাসপাতাল নির্মাণ প্রকল্প’, বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন।

নূর আহমেদ ফেনীর দাগনভূঞার ইয়ারপুর গ্রামে ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। জালাল আহমেদ ও ফেরদৌস আরা জালালের বড় সন্তান নূর আহমেদ। তিনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেশাদার মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, দক্ষিণ কোরিয়ার খিয়ং-হি বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষায় উচ্চতর ডিপ্লোমা ছাড়াও শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।

কর্মক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ নূর আহমেদ ২০২০ সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। এ ছাড়া কোরিয়ান দূতাবাস আয়োজিত কোরিয়ান ভাষা প্রতিযোগিতায় ২০০১ ও ২০১১ সালে প্রথম হন। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরিয়ান ভাষা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন।

নূর আহমেদ দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, কাতার, ওমান, জর্ডান, নেপাল, ভুটান ও ভারত ভ্রমণ করেন।

বিজ্ঞপ্তি/সালমান/

আলোহার নতুন কোর্স উদ্বোধন ও বিজয়ীদের সার্টিফিকেট প্রদান

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ পিএম
আলোহার নতুন কোর্স উদ্বোধন ও বিজয়ীদের সার্টিফিকেট প্রদান
আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

আলোহা বাংলাদেশ এর নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’ উদ্বোধন ও আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর সবাইকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব চীন-বাংলাদেশ সাংস্কৃতিক আদান-প্রদান। 

এ পর্বে চীন ও বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক প্রেজেনন্টেশন দেয়। এই পর্বে শিশুদের ভাষা ও উপস্থাপন দক্ষতার প্রকাশ ঘটে।

দ্বিতীয় পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন আলোহা ইন্টারন্যাশনালের পরিচালক কিরণ মাতওয়ানি।

তিনি বলেন, আলোহা বাংলাদেশ প্রায় দুই দশক ধরে শিশুদের মস্তিস্ক মানোন্নয়নের কাজ করে যাচ্ছে মেন্টাল এ্যারিথমেটিক কোর্সের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজ আরও একটি নতুন কোর্সের যাত্রা শুরু হতে যাচ্ছে। এ কোর্সটি দীর্ঘ গবেষণার ফসল এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় হলো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশেই প্রথম এই কোর্সের ব্যাচ শুরু হচ্ছে।

তিনি এই কোর্সের মাধ্যমে শিশুর বুদ্ধিদীপ্ত বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন।

এরপর আলোহা বাংলাদেশ-এর নতুন কোর্স “আলোহা জিওমেট্রিল্যান্ড” উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন আলোহা জিওমেট্রি ল্যান্ডের ফাউন্ডার গুওলিং ঝো এবং আলোহা ইন্টারনশেনালের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান লোহ্ মুন সাঙ।

উদ্বোধন শেষে অডিও ভিজ্যুয়াল প্রেজেনটেশনের মাধ্যমে এ কোর্সের বিস্তারিত তুলে ধরা হয়। 

শেষ পর্বে এ বছর আলোহা ইন্টারন্যাশনাল মেন্টাল এরিথমেটিক কম্পিটিশনের আন্তর্জাতিক আসর স্পেনের মাদ্রিদে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম এবং ডিরেক্টর মো. শামসুদ্দিন টিপু।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও অতিথিসহ প্রায় ৯০০ জন উপস্থিত ছিলেন।

আলোহা জিওমেট্রি ল্যান্ড কোনো একাডেমিক শিক্ষা নয়। এটি একটি ১২ পর্বের খেলা যা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয় এবং খুবই আনন্দের সঙ্গে শিশুরা তাদের দক্ষতার বিকাশ ঘটায়। তিন মাসের এই কোর্সটি ৩ থেকে ৭ বছরের শিশুদের জন্য তৈরি করা হয়েছে।

আলোহা বাংলাদেশ গত ১৮ বছরেরও বেশি সময় ধরে শিশুদের মেন্টাল অ্যারিথমেটিক কোর্স পরিচালনা করছে। বর্তমানে আলোহা বাংলাদেশের ৮১ টি শাখায় প্রায় ২২ হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত আছে।

আলোহা আইএসও সনদপ্রাপ্ত লানিং সিস্টেম যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে।

বিজ্ঞপ্তি/অমিয়/

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৫ম কেন্দ্রীয় সম্মেলনে আগামী ২০২৪-২৫ সেশনের জন্য নাজমুল হাসানকে সভাপতি ও সুমন মাহমুদকে সেক্রেটারি জেনারেল ঘোষণা করা হয়। ছবি: বিজ্ঞাপন

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে আগামী ২০২৪-২৫ সেশনের জন্য নাজমুল হাসানকে সভাপতি ও সুমন মাহমুদকে সেক্রেটারি জেনারেল করে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি কাওসার আহমেদ বিজন, সহসভাপতি মোস্তারিনা মৌসুমি ও ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিন আহমেদ, আয়েশা জোহরা, আব্দুল কাদির জিলানী, আবদুল্লাহ আল সাঈদ, অর্থ সম্পাদক তানবীর হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সজীব, তুহিন রেজা, এস এম সোয়েব, রেদোয়ান শিকদার, হাসিব মাহমুদ, মির্জা মোহাম্মদ তালেবুল মাওলা, হুজাইফা নয়ন, আবরারুল আমিন অর্ণব, আবিদ হাসান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আলিফ, উপ দপ্তর সম্পাদক মো. মনজুরুল ইসলাম, প্রচার সম্পাদক মোবাশ্বের মোর্শেদ জ্বীম, উপ-প্রচার সম্পাদক সোয়েব মোহাম্মদ নাহিদ, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান তানজিম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রুদাবা ইয়াসমিন সামিহা, ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক নাইমুর রহমান নাফিস, উপ-ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ তাওসিফ সোহান, আইনবিষয়ক সম্পাদক লিসানুর ঐশী, স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক প্রতাপ পাল, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক মাহাদি মাহফুজ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক আহসান রিয়াজ, নারী ও শিশুবিষয়ক সম্পাদক তাসলিমা আফরোজ, ক্রীড়াবিষয়ক সম্পাদক নুর আলাম নোবেল, উপ ক্রীড়াবিষয়ক সম্পাদক নাজমুল হাসান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস ভাবনা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আরাফাত আকাশ, বিশ্ববিদ্যালয় বিষয়কসম্পাদক শহিদুল ইসলাম রাহাত, কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক মো. এহতেশাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাজী মো. নাসিম হাসান এবং সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন এর নাম ঘোষণা করা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাব্বির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে যুব সংগঠক ও উপস্থাপক দিপ্তি চৌধুরী, প্রকৌশলী দোস্ত মোহাম্মদ সামসুজ্জামান (রনিক), এসআইএমটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল (ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত), এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উপদেষ্টা ফুয়াদ সাকি, মো. ইসরাফিল উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব দেখিয়েছে যে শিক্ষার্থীরা চাইলে প্রতিকূলতা জয় করে পরিবর্তন আনা সম্ভব। তাই আগামীর বাংলাদেশ গড়তে ২৪ এর বিপ্লবের মতো এগিয়ে আসার ধারা অব্যাহত রাখতে হবে। বন্যা ও শীতার্তদের মাঝে সংগঠনের পক্ষে বিভিন্ন সময়ে নেওয়া কার্যকরী পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরো বেশি ও জোড়ালো উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাজসেবা ও স্বেচ্ছাসেবায় অবদান রাখায় পাঁচটি সংগঠন ও দুজন বিশিষ্টজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিলো হাল সময়ের কাওয়ালি সংগীত সন্ধ্যায় পারফর্ম করেন বিজন। এরপর মঞ্চে আসেন বিশেষ আকর্ষণ কুদ্দুস বয়াতি। তার পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

ইবিএলের বিশেষ পে-রোল স্যুইট চালু

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম
ইবিএলের বিশেষ পে-রোল স্যুইট চালু
নারী পেশাজীবীদের জন্য বিশেষ উইমেন পে-রোল স্যুইট চালু করেছে ইবিএল। ছবি: বিজ্ঞাপন

নারী পেশাজীবীদের জন্য বিশেষ উইমেন পে-রোল স্যুইট চালু করেছে বেসরকারী খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশে প্রথম এ জাতীয় একটি প্রোডাক্টের উদ্বোধন করা হয়েছে। 

নতুন এই প্রোডাক্টটিতে নারী পেশাজীবীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে সঞ্চয় ও ঋণের ক্ষেত্রে স্পেশাল রেট, শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর লাইফস্টাইল ভাউচার, আলাদা গ্রাহক ডেস্ক, দ্বৈত কারেন্সি ডেবিট কার্ড, ইবিএল ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এক হাজার বোনাস ‘স্কাই কয়েন’ (লয়্যালটি প্রোগ্রাম পয়েন্ট) এবং ইবিএল ভিসা উইমেন সিগনেচার কার্ডে তিন হাজার বোনাস ‘স্কাই কয়েন’ ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ইবিএল উইমেন পে-রোল স্যুইট পেশাজীবী নারীদের ব্যাংকিং চাহিদা পূরণে ওয়ান-স্টপ সমাধান হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন, এসেট বিভাগ প্রধান মোহাম্মদ সালেকীন ইবরাহীম, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক এবং পে-রোল ব্যাংকিং প্রধান ত্রিশা তাকলীমসহ সফল অনেক নারী পেশাজীবী।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে বিনিয়োগ মেলা শুরু

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম
রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে বিনিয়োগ মেলা শুরু
রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেসে চারদিনব্যাপী বিনিয়োগ মেলা শুরু হয়েছে। ছবি: বিজ্ঞাপন

‘সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন’_ এ স্লোগান সামনে রেখে সাভারের আশুলিয়ায় অবস্থিত একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে চার দিনব্যাপী বিনিয়োগ মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে আগামী সোমবার (৭ অক্টোবর) পর্যন্ত। 

শুক্রবার (৪ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেসে এ মেলার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অব সেলস রাফায়াতুল ইসলাম, হেড অব সেলস মো. সাদ্দাম হোসেন, মানবসম্পদ বিভাগের প্রধান মো. ওবায়দুর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক। 

এ সময় সাদ্দাম হোসেন বলেন, ‘দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে আসছে। সততার সঙ্গে বিনিয়োগকারীদের কাছে স্পেস/ফ্ল্যাট হস্তান্তর করে আসছে। সেই ধারাবাহিকতায় রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের বিনিয়োগ মেলার উদ্বোধন হয়েছে। এ মেলায় আমরা বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের প্রজেক্ট ইনচার্জ (বিক্রয়) নূর-এ-আলম সিদ্দিক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের মো. রেজাউল করিম।

সংশ্লিষ্টরা জানান, এ মেলায় ৭৫-৬৫৪ বর্গফুটের শপ, ৬৫০-৩,২১০ বর্গফুটের অফিস ও ৪৩০-৫,৪৮০ বর্গফুটের ফুডকোর্ট বিক্রয় চলছে। ৭৩ কাঠা জমির ওপর নির্মিত এ মার্কেটে থাকা বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস, ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক চারটি এস্কেলেটর ও চারটি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এ ছাড়া এ মার্কেটের সামনে এবং পেছনে উভয় দিকে রাস্তা রয়েছে।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

পারটেক্স গ্রুপের নতুন পরিচালক আদিল আজিজ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম
পারটেক্স গ্রুপের নতুন পরিচালক আদিল আজিজ
আদিল আজিজ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পারটেক্স গ্ৰুপের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আদিল আজিজ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদিল আজিজ পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত এম এ হাশেমের নাতি এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজের ছেলে। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরেছেন। 

তিনি কোম্পানির দীর্ঘস্থায়ী মূল্যবোধ এবং উদ্ভাবনের প্রতিশ্রুতি বজায় রেখে কোম্পানির ভবিষ্যত চালিকাশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিজ্ঞপ্তি/অমিয়/