ঢাকা ২৬ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উদযাপন গ্রামীণফোনের

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পিএম
আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উদযাপন গ্রামীণফোনের

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রবেশাধিকার নিশ্চিত করার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে সম্প্রতি আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

গ্রামীণফোন জানায়, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্রামীণফোন ‘সাইনলাইন’ সেবা দিয়ে আসছে। এর মাধ্যমে গ্রাহকরা ভিডিও কলের মাধ্যমে টেলিযোগাযোগসেবা নিতে পারেন। গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারের এজেন্টরা এই সেবা দিতে দক্ষ। কার্যকর সহায়তা নিশ্চিত করার জন্য, গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারের সব এজেন্টরা ইশারা ভাষায় প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের প্রশিক্ষণ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ আরাফাত লতা। ইতোমধ্যে তারা অনলাইনে গ্রাহকদের সাইনলাইন সেবায় সংযুক্ত করছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। এ ছাড়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি বিশেষ সাইন ল্যাঙ্গুয়েজ প্লে-লিস্ট চালু করা হয়েছে। সেখানে প্রতিদিনের কাজে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সাইন এবং সচরাচর জিজ্ঞাসিত টেলিযোগাযোগ সেবার টিউটোরিয়াল পাওয়া যায়। 

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘ভাষার শক্তি যেমন অপরিহার্য, তেমনি ইশারা ভাষাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন; যাতে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারি। আমাদের সেলফ সার্ভিস ডিজিটাল কেয়ার মাইজিপি অ্যাপে এবং ওয়েবসাইটে ‘সাইনলাইন’ সেবার অন্তর্ভুক্তি সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।’

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিক্সন বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠী যেন ভবিষ্যতে উপযোগী দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে, এ জন্য বিনিয়োগ করার মাধ্যমে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন সবাই সমাজে অংশগ্রহণ করার সুযোগ পান।’

প্রসঙ্গত, বধির মানুষদের অধিকার আরও দৃঢ় করতে প্রতিবছর ২৩ সেপ্টেম্বর পালন করা হয় আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস।

আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম
আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পিএম
আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল
আলোক হেলথ কেয়ার

বিশ্ব আর্থরাইটিস দিবস উপলক্ষে আলোক হেলথ কেয়ার লিমিটেড ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। 

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মিরপুর ৬-এ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে এই ক্যাম্প পরিচালিত হবে।

আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ। এর মধ্যে ৭ লাখ ৭৫ হাজার মানুষ বাত রোগে আক্রান্ত। 

বাত রোগের উপসর্গ- গিরা ফুলে যাওয়া, গিরা শক্ত হয়ে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়া, দীর্ঘমেয়াদি জ্বর, গায়ের বিভিন্ন স্থানে র‌্যাশ, চুল পড়ে যাওয়া, ওজন হ্রাস পাওয়া, অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পটি পরিচালনা করবেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইমনুল ইসলাম ইমন এবং ডা. মৌসুমী আহমেদ মৌরী। 

বিজ্ঞপ্তি/পপি/

প্রাইম ব্যাংক-হোটেল রামাদা চুক্তি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পিএম
প্রাইম ব্যাংক-হোটেল রামাদা চুক্তি
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে কক্সবাজারের হোটেল রামাদা। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি স্বাক্ষর করে। 

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল গ্রাহক কক্সবাজারের হোটেল রামাদায় আকর্ষণীয় সব অফার উপভোগ করতে পারবেন। 

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং হোটেল রামাদার জেনারেল ম্যানেজার শেভান গুনেরত্নে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির হেড অব  প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী এবং হোটেল রামাদার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনি আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা রিজেন্সি হোটেলে আঞ্চলিক খাবার উৎসব শুরু

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
ঢাকা রিজেন্সি হোটেলে আঞ্চলিক খাবার উৎসব শুরু
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ।’

এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের অপ্রচলিত এবং হারিয়ে যাওয়া খাবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেন সবার সামনে বাংলাদেশের প্রাচীন খাদ্য-ঐতিহ্য পুনর্জাগরিত করা যায়। 

এই আয়োজনটি ঢাকা রিজেন্সির অন্যতম উদ্যোগ। এর মাধ্যমে অতিথিরা স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপভোগ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার যেমন- পুরান ঢাকার বাখরখানি, চট্টগ্রামের মেজবান মাংস, রাজশাহীর চাপাটি, খুলনার চুইঝাল, কক্সবাজারের লইট্টা ভাজি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কালাইয়ের রুটি, চাটগাঁওয়ের কালাভুনা এবং সিলেটের সাতকড়া মাংসসহ আরও নানারকম মুখরোচক খাবার।   

এ ছাড়া মিষ্টি-মন্ডার ভেতরে নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোনার বালিশ মিষ্টি, বরগুনার চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, মেহেরপুরের রসকদম্ব, সঙ্গে থাকছে হরেকরকমের ভর্তা। 

ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি খাবার উৎসব আয়োজন নয়, বরং বাংলাদেশের খাবার সংস্কৃতির ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি অতিথিরা বাংলাদেশের খাবারের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।’

সব শেফের তত্ত্বাবধানে ৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ, উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি অতিথি ও ফুড ক্রিটিক্স, বিভিন্ন দূতাবাস ও অ্যায়ারলাইন্সের বিশিষ্ট অতিথিরা। 

ঐতিহ্যবাহী নানা খাবারে সাজানো এই বিশাল আয়োজনে খাবার মূল্য নির্ধারণ করা হয়েছে চার হাজার ৯৯৯ (জনপ্রতি)। সঙ্গে সিলেক্টেড কার্ড হোল্ডার পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি!! ঢাকা রিজেন্সির লয়াল্টি প্রোগ্রাম- প্রিমিয়ার ক্লাব মেম্বাররা ব্যুফে ডিনারে পাবেন অগ্রাধিকার। 

ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিওস রেস্টুরেন্টে এই উৎসবটি ৯ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। 

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অতিথিরা এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। সঙ্গে থাকবে ইন্সট্রুমেন্টাল মিউজিক। 

এই আয়োজন সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করতে এখানে ক্লিক করুন। 

বিজ্ঞপ্তি/পপি/

যমুনা ইলেকট্রনিক্সে সুপার এক্সচেঞ্জ অফার শুরু

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম
যমুনা ইলেকট্রনিক্সে সুপার এক্সচেঞ্জ অফার শুরু
ছবি: বিজ্ঞপ্তি

যমুনা ইলেকট্রনিক্সে সুপার এক্সচেঞ্জ অফার কার্যক্রম শুরু হয়েছে। 

সম্প্রতি যমুনা ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এ অফারের আওতায় ক্রেতারা সাধারণ যেকোনো ব্র্যান্ডের পুরোনো বা ব্যবহৃত, সচল বা অচল ইলেকট্রনিক্স পণ্য রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, এলইডি টিভি/সিআরটি টিভি বদলে যমুনা ফ্রিজ, টিভি কিংবা এসি কিনতে পারবেন। 

এ ছাড়া রয়েছে নতুন ক্রয় করা পণ্যের অবশিষ্ট মূল্যের ওপর সর্বোচ্চ ১৩ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। 

আরও রয়েছে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করে মোটরসাইকেল, হোম আপ্ল্যায়েন্সসহ আকর্ষণীয় ক্যাশব্যাক জেতার সুযোগ।

এই এক্সচেঞ্জ অফার সম্পর্কে যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনা ইলেকট্রনিক্স দেশের বৃহৎ কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এর আগেও এক্সচেঞ্জ অফার ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছিল। অসংখ্য ক্রেতা তাদের পুরোনো ইলেকট্রনিক্স পণ্য বদলে দেশের এক নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা নিয়েছেন। ক্রেতাদের বিপুল চাহিদার প্রেক্ষিতে আমাদের এ সুপার এক্সচেঞ্জ অফার। 

যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্লা সেলিম বলেন, পুরোনো ইলেকট্রনিক্স পণ্যে বিদ্যুৎ খরচ বেশি হয়। তা ছাড়া এগুলো সার্ভিসিং বা রক্ষণাবেক্ষণ খরচ বেশি। রয়েছে পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি। তাই গ্রাহকরা যেন তাদের পুরোনো পণ্য বদলে নতুন প্রযুক্তির সর্বাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা পণ্য কিনতে পারেন সেজন্য আকর্ষণীয় এই অফার। 

তিনি বলেন, ক্রেতাদের খুশিকে ডাবল করতে রয়েছে আকর্ষণীয় ডিস্কাউন্ট আর রেজিস্ট্রেশন করে ক্রেতারা জিতে নিতে পারেন মোটরসাইকেল, ক্যাশব্যাকসহ আকর্ষণীয় সব মেগা উপহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্লা সেলিম, ডিরেক্টর এইচসিএম বিজনেস অপারেশনস আফসার উদ্দিন, জিএম-এইচআর, সার্ভিস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুজাহিদুল ইসলাম, হেড অব রিটেইল অপারেশনস-প্লাজা নেটওয়ার্ক তাইফুর রহমান, জিএম অ্যাকাউন্টস সফিক উদ্দিন আহমেদ এফসিএ, হেড অব আইটি মো. মেহেদি হাসান, হেড অব ডিজিটাল মার্কেটিংও এজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রুহুল কে সাগর, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সাবিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অফারের আওতায় গ্রাহক পুরাতন এসি বদলে নতুন যমুনা এসি নিলে সর্বোচ্চ ২১ হাজার টাকা ছাড়, পুরাতন ফ্রিজ বদলে নতুন যমুনা ফ্রিজ নিলে সর্বোচ্চ ২৩ হাজার ৬০০ টাকা ছাড় এবং পুরাতন টিভি বদলে নতুন যমুনা এলইডি টিভি নিলে সর্বোচ্চ ২৫ হাজার ৪৬০ টাকা ছাড় পেতে পারবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব যমুনা প্লাজা বা ডিলারশপে ক্রেতারা এই এক্সচেঞ্জ অফারটি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/পপি/

গার্ডিয়ান লাইফের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম
আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম
গার্ডিয়ান লাইফের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

২০২৩ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। 

প্রতিষ্ঠানটি তার শেয়ারহোল্ডারদের মধ্যে ২০২১ ও ২০২২ সালেও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০১৯ সালে ৮৫ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণ করেছে।     

এপেক্স, ব্র্যাক এবং স্কয়ারের যৌথ অর্থায়নে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স একটি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি, যা ২০১৩ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমস্ত আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি করে আসছে। 

ইতোমধ্যেই গার্ডিয়ান লাইফের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৪৬ কোটি টাকায় এবং গড় বার্ষিক বৃদ্ধির হারে (সিএজিআর) লাইফ ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ, গ্রস প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ ও মোট সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) সম্প্রতি গার্ডিয়ান লাইফকে AA2 রেটিং করেছে তাদের মজবুত আর্থিক স্থিতিশীলতার জন্য। 

গার্ডিয়ান লাইফ দ্রুত বীমা দাবি নিষ্পত্তিতে পারদর্শিতার জন্যও সুপরিচিত। 

এ পর্যন্ত মোট পরিশোধিত বীমা দাবির পরিমাণ এক হাজার ৫০০ কোটি টাকারও বেশি। 

প্রতিষ্ঠানটির ক্লেইম পে-আউট রেশিও ৯৮ শতাংশ। এর মধ্যে ৯৫ শতাংশ বীমা দাবি মাত্র তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করে সময়োপযোগী ও নির্ভরযোগ্য সেবা প্রদানের দৃষ্টান্ত স্থাপন করেছে।    
 
এক কোটি ২০ লাখ মানুষকে ইতোমধ্যে জীবন বীমার আওতায় এনেছে গার্ডিয়ান লাইফ এবং ৪৫০-এরও বেশি প্রতিষ্ঠানকে বীমা সেবা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। 

এ ছাড়া কোম্পানিটি একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যেমে ৩৫০টিরও বেশি হাসপাতালে তার গ্রাহকদের বিশেষ ছাড়ে সেবা দিয়ে আসছে।      

বিজ্ঞপ্তি/পপি/