ঢাকা ১৮ কার্তিক ১৪৩১, রোববার, ০৩ নভেম্বর ২০২৪

ইউল্যাব-গ্রামীণফোন সমঝোতা স্মারক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম
ইউল্যাব-গ্রামীণফোন সমঝোতা স্মারক
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও গ্রামীণফোন (জিপি)’র সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং গ্রামীণফোন (জিপি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে শিক্ষা এবং পেশাগত সুযোগ বৃদ্ধি করতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউল্যাব ও গ্রামীণফোন।   

উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো এবং গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন। 

এসময় গ্রামীণফোনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স প্রধান রিফাকাত রশীদ, স্ট্রাটেজিক এইচ আর পার্টনার (কমার্শিয়াল) প্রধান শারিনা তোফাজ্জল পিংকি এবং এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন। 

অন্যদিকে, ইউল্যাব প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও পরিচালক আসিফ উদ্দিন আহমেদ এবং কনসালট্যান্ট ও সাবেক ভারপ্রাপ্ত ক্যারিয়ার সার্ভিসেস অফিস পরিচালক জেনিফার হোসেন।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ ও করপোরেট সম্পৃক্ততার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং দক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগগুলোতে উৎসাহিত করা। এ অংশীদারত্ব ইউল্যাবের সামগ্রিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি গ্র্যাজুয়েটদের প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে। সংবাদ বিজ্ঞপ্তি

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মুজিবুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী, ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার এবং স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই ও গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল ও ডিস্ট্রিবিউশনের প্রধান জাহিদুজ জামান এবং এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন।

শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে। এই চুক্তি যৌথ গবেষণা প্রকল্প, প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার মাধ্যমে গবেষণা, শিক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং এর ফলে একাডেমিক উৎকর্ষ আরও বৃদ্ধি করবে। এর ফলে লেকচার, সেমিনার, ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে; যেখানে শিক্ষার্থী, একাডেমিকস ও ইন্ডাস্ট্রি লিডাররা একত্রিত হবেন এবং যা তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দেবে।   

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘এ ধরনের সহযোগিতা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার অভিজ্ঞতা পরিবর্তনে সাহায্য করছে, যেখানে বাস্তব কাজের জ্ঞান সরাসরি আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হচ্ছে।’

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন দেশের উন্নয়নে গ্রামীণফোনের প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, ‘দেশের উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও শক্তি ইন্ডাস্ট্রির উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করবে।’

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

ব্র্যাক ইউনিভার্সিটিতে পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটিতে পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এবারের ওয়ার্কশপের প্রতিপাদ্য ছিল ‘মে ইট প্লিজ দ্য কোর্ট-আনলকিং দ্য অ্যাসেনশিয়ালস অব মুটিং অ্যান্ড অ্যাডভোকেসি’। 

শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল’, জেসাপ বাংলাদেশ, হার্থ বাংলাদেশ, দ্য ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এবং দ্য ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস’স অফিস অব ওভারসিজ পসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসটেন্স অ্যান্ড ট্রেনিং। 

কর্মশালায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের মুটিং ও অ্যাডভোকেসির দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ লাভ করেন। ওয়ার্কশপটি ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী আইন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের রেসিডেন্ট লিগ্যাল অ্যাডভাইজার রাহুল কালে এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল’-এর ডিন প্রফেসর কে. শামসুদ্দিন মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হার্থ বাংলাদেশের ডিরেক্টর পরব নাসের সিদ্দিকী, জেসাপ বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডস ২০২৫-এর ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর আরিফা চৌধুরী এবং আইএলএসএ চ্যাপ্টারের ন্যাশনাল কো-অর্ডিনেটর নুরান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে আইনি পেশায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর সৈয়দ মাহফুজুল আজিজ। 

তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে আপনাদের অবশ্যই নীতির প্রতি অবিচল থাকতে হবে। আপনাদের কাজের প্রকৃত প্রভাব সততা ও ন্যায়বিচারের প্রতি আপনাদের নিষ্ঠার ওপর নির্ভরশীল।’ 

গতকাল শনিবার (২ নভেম্বর) এই কর্মশালা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভাইজার এরিক গিলান, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, প্রক্টর ড. রুবানা আহমেদ এবং স্কুল অব ল’-এর অ্যাসিসটেন্ট প্রফেসর মোস্তফা হোসেন। এ ছাড়া আমন্ত্রিত অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তি/সালমান/

বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড জেপিই

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড জেপিই

বাংলাদেশে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড জেপিই (JPE) আত্মপ্রকাশ করেছে। দেশের ইলেকট্রনিক্সের বাজারকে অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চমানের পণ্য দিয়ে সমৃদ্ধ করার লক্ষ্যে এই ব্র্যান্ডের সূচনা হয়েছে।

রাজধানীর শেওড়াপাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জেপিই ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্য বিডি ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও মো. রাকিবুল ইসলাম।

তিনি বলেন, আমরা বাংলাদেশের বাজারে জেপিই-এর উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে আসতে পেরে আনন্দিত। এই পণ্যসমূহ গ্রাহকদের প্রয়োজন মেটাতে এবং উন্নত প্রযুক্তিগত সমাধান দিতে সক্ষম হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নেপাল রাজবংশী (নিপু), পরিচালক প্রদীপ সরকার এবং সিইও জাহিদুল ইসলাম।

পণ্যবিডি এবং ফিউচার টেকনোলজির সহযোগিতায় জেপিইর প্রিমিয়াম ইলেকট্রনিক্স পণ্যসমূহ বাংলাদেশের বাজারে ছাড়া হবে।

নেপাল রাজবংশী বলেন, আমরা বাংলাদেশের জনগণকে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ করতে পেরে আনন্দিত এবং আমরা বিশ্বাস করি জেপিইর পণ্যসমূহ আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করবে।

বিজ্ঞপ্তি/অমিয়/

ইউসিটিসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তের গ্রুপিং

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
ইউসিটিসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তের গ্রুপিং
ইউসিটিসি ও পার্কভিউ হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক সেমিনার ও রক্তের গ্রুপিং প্রোগ্রাম। ছবি: খবরের কাগজ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) ও পার্কভিউ হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক সেমিনার এবং রক্তের গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউসিটিসির অডিটোরিয়ামে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। 

এছাড়া মূলবক্তা ছিলেন পার্কভিউ হসপিটালের চিকিৎসক জামাল উদ্দিন তানিন। 

এতে ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। 

‘থ্যালাসেমিয়া মানেই জীবন শেষ নয়’ ছিল সেমিনারের আলোচিত বিষয়। সঠিক সময় চিকিৎসা করালে থ্যালাসেমিয়ায় আক্রান্তরাও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/এমএ/

টাঙ্গাইলে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৫:২০ পিএম
টাঙ্গাইলে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের একটি কমিউনিটি সেন্টারে এর ডিলার মেসার্স আমেলা ট্রেডার্সের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় এমজিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসডি) সুদীপ্ত রায়, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) তোফাজ্জল হোসেন সেন্টু এবং মেসার্স আমেলা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আব্দুল জলিলসহ জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

জুয়েল রানা/নাবিল/অমিয়/