ঢাকা ২৬ কার্তিক ১৪৩১, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

ওয়েন্ডলার ইনসাইড সিইও-বাংলাদেশের জার্মান রাষ্ট্রদূত সাক্ষাৎ বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগ নিয়ে আলোচনা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পিএম
বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগ নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

ওয়েন্ডলার ইন্টারলাইনিং গ্রুপ/ওয়েন্ডলার ইনসাইডের সিইও, মি. ফ্রাঙ্ক সেইলার সম্প্রতি বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের সাধারণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় বলেন, বাংলাদেশ যখন সরাসরি বৈদেশিক বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত অনেক ক্ষেত্রে অগ্রগতি করেছে, তবে আরও উন্নতি প্রয়োজন, বিশেষ করে অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব নীতি, নিরাপত্তা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতি।

ওয়েন্ডলার ইন্টারলাইনিং গ্রুপ গার্মেন্টস এর জন্য ইন্টারলাইনিং এবং টেপ তৈরির একটি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, ১৮৪৩ সাল থেকে প্রযুক্তিগত টেক্সটাইলগুলিতে বিশেষজ্ঞ যার উৎপত্তি দক্ষিণ জার্মানিতে। বিশ্বব্যাপী নেটওয়ার্কের সঙ্গে, কোম্পানিটি তার ব্যতিক্রমী নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। বৈঠকে তারা বাংলাদেশে ওয়েন্ডলারের বর্তমান বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী কয়েকটি জার্মান কোম্পানির মধ্যে ওয়েন্ডলার অন্যতম। কোম্পানিটি গাজীপুরে একটি লিড-অনুমদিত সবুজ কারখানা স্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে, যার বাংলাদেশ অফিস গুলশানে অবস্থিত। 

এ ছাড়া তারা বাংলাদেশে বিনিয়োগের সাধারণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনা অনুসারে, বাংলাদেশ যখন সরাসরি বৈদেশিক বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত অনেক ক্ষেত্রে অগ্রগতি করেছে, তবে আরও উন্নতি প্রয়োজন, বিশেষ করে অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব নীতি, নিরাপত্তা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতি।

‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

ব্যাংকিং খাতের তিন বিভাগে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ জয় করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৪ এর অংশ হিসেবে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ড’ এবং ইস্যু বিভাগের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সেলেন্স ইন কন্টাক্টলেস পেমেন্টস’ ও ‘এক্সিলেন্স ইন ক্রস-বর্ডার পেমেন্টস–ক্রেডিট’ অর্জন করেছে। অ্যাওয়ার্ড তিনটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূল্যবান গ্রাহকদের জন্য একটি বিস্তৃত নগদবিহীন ইকোসিস্টেম তৈরির প্রতিশ্রুতিকে তুলে ধরে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ হয়ে ওঠার যাত্রায় আমরা ভিসার মতো অংশীদারদের পেয়ে আনন্দিত। নিরাপদ, সুরক্ষিত এবং সহজ পেমেন্ট প্রক্রিয়ার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমরা ভিসা-এর সঙ্গে কাজ চালিয়ে যাবো। আমাদের সমস্ত গ্রাহক, নিয়ন্ত্রক এবং অংশীদারদের অবিরাম বিশ্বাস এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আমার সহকর্মীদের কাছেও কৃতজ্ঞ, যাদের উদ্যোগী মনোভাবের কারণে এই অর্জন সম্ভব হয়েছে।’

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) নাসের এজাজ বিজয় এবং ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং-এর প্রধান মোহাম্মদ লুৎফুল হাবিব ব্যাংকের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। 

দেশে ১২০ বছরের নিরবচ্ছিন্ন উপস্থিতির ধারাবাহিকতায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশই একমাত্র বহুজাতিক সার্বজনীন ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড সমাজের বিভিন্ন স্তরে বিনিয়োগের মাধ্যমে, বৃহত্তর অন্তর্ভুক্তি প্রচারে সেবার পরিসর ও স্কেল বৃদ্ধি করে এবং অংশীদারদের জন্য নতুন সুযোগ তৈরিতে বাণিজ্য ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 

বিশ্বে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অগ্রদূত ভিসা ইনকর্পোরেটেড। ভিসার লক্ষ্য হলো সবচেয়ে উদ্ভাবনী, নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করা – ব্যক্তি, ব্যবসা এবং অর্থনীতিকে উন্নত করতে সক্ষম করা।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

বার্জার এক্সপেরিয়েন্স জোন এখন প্রগতি সরণিতে

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
বার্জার এক্সপেরিয়েন্স জোন এখন প্রগতি সরণিতে
প্রগতি সরণিতে বার্জার এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন। ছবি: বিজ্ঞপ্তি

গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর প্রগতি সরণিতে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’ বসুন্ধরা আউটলেট উদ্বোধন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। 

রবিবার (১০ নভেম্বর) অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বার্জারের নতুন এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী (সিওও), ডিরেক্টর মো. মহসিন হাবীব চৌধুরী, ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী, চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সর্বাধুনিক পেইন্টিং পদ্ধতির মাধ্যমে বসুন্ধরাসহ আশেপাশের সকল এরিয়ার ক্রেতারা রং সংক্রান্ত সকল সমস্যার সমাধান পাবেন এই এক্সপেরিয়েন্স জোনে। ফলে, ক্রেতারা তাদের বোঝার সুবিধার্থে এক্সপেরিয়েন্স জোনে এসে বিভিন্ন ব্র্যান্ডের একশ’র বেশি শেড প্যানেলের মাধ্যমে ‘টাচ অ্যান্ড ফিল’ অভিজ্ঞতা নিতে পারবেন।

দেশব্যাপী বার্জারের ৩০টির বেশি এক্সপেরিয়েন্স জোন রয়েছে। নতুন এই এক্সপেরিয়েন্স জোন নিয়ে প্রতিষ্ঠানটির সিওও এবং ডিরেক্টর মহসিন হাবীব চৌধুরী বলেন, ‘বাড়ি বা অফিসের পুরো ইন্টেরিয়র পরিকল্পনায়, কোনো রঙ পরিবর্তনের আগে, কালার স্কিম এবং কীভাবে স্কিমটি পুরো সেটিংসকে প্রভাবিত করবে সে সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই আমাদের এক্সপেরিয়েন্স জোন ক্রেতাদের সহায়তা করবে। সঠিক কালার স্কিম বেছে নেওয়ার পুরো প্রক্রিয়ায় ক্রেতাদের দিক নির্দেশনা দিতে আমাদের অভিজ্ঞ ও দক্ষ কর্মীরা এখানে সবসময় উপস্থিত থাকবেন।’

আগ্রহী ক্রেতারা নতুন আউটলেটটি ভিজিট করতে পারবেন র‌্যাংগস বিজনেস সেন্টার, প্লট-কা-২১৮/১-২ পশ্চিম পাশে (৩য় তলা), প্রগতি সরণি মেইন রোড, কুড়িল, ঢাকা-১২২৯ ঠিকানায়।

এছাড়াও, গ্রাহকরা ২৪/৭ কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের নাম্বার: ১৬৮০৪।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

ডেভেলপমেন্ট প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সেভ দ্য চিলড্রেন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
ডেভেলপমেন্ট প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সেভ দ্য চিলড্রেন
ছবি : বিজ্ঞপ্তি

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেভ দ্য চিলড্রেন।

গতকাল শনিবার (৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সেভ দ্য চিলড্রেন হিড বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী, রানার্সআপ ও অংশ নেওয়া দলের হাতে ট্রফি, মেডেল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

গত শুক্রবার ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে কেয়ার বাংলাদেশ, অক্সফাম, অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, হিড বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা ক্রিকেট খেলায় অংশ নেন।

কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ডিরেক্টর এবং টুর্নামেন্টের আহ্বায়ক টনি মাইকেল গোমেজ বলেন, ‘আমাদের পারস্পারিক অংশীদারত্বের বন্ধনকে আরও শক্তিশালী করতে, শারীরিক সুস্থতা, টিমওয়ার্ক গড়ে তুলতে এই সেক্টরের পেশাদারদের নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।’

হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্টের অন্যতম আয়োজক আনোয়ার হোসেন বলেন, ‘টুর্নামেন্টটি ডেভেলপমেন্ট সেক্টরের প্রফেশনালদের পারস্পারিক সম্পর্ক আরও মজবুত করবে। ভবিষ্যতে সবাই মিলে এমন আরও অনেক কিছু করতে চাই।’

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল লাইট অব হোপ, গ্রামীণ ডানোন শক্তি এবং ইস্পাহানি ফুড।

বিজ্ঞপ্তি/সালমান/

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ নভেম্বর এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দীন মোনেম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এবং ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম এবং মোহাম্মদ মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন ঋণ প্রস্তাবনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তি/সালমান/

চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং
ছবি : বিজ্ঞপ্তি

সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর অংশগ্রহণে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে এই মিটিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও এসএএমডির প্রধান মুহাম্মদ মিজানুল কবির, ইভিপি ও চট্টগ্রাম জোনাল প্রধান সৈয়দ মো. সোহেল এবং ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক সালেহ উদ্দীন কুতুবী। 

অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ চলমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ, শ্রেণিকৃত ও অবলোপনকৃত বিনিয়োগ থেকে আদায়ের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

বিজ্ঞপ্তি