ঢাকা ৫ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আনোয়ার সিমেন্ট শিটের লিড সার্টিফিকেশন যাত্রা শুরু

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পিএম
আনোয়ার সিমেন্ট শিটের লিড সার্টিফিকেশন যাত্রা শুরু
ছবি: বিজ্ঞাপন

দেশের প্রাচীনতম শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ মুন্সিগঞ্জের গজারিয়ায় সিমেন্ট শিট কারখানায় ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ বা লিড সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করে পরিবেশগত টেকসইতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

কোম্পানিটি ৩৬০ ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডের (টিএসএল) সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে এই যাত্রা শুরু করেছে। 

সম্প্রতি ঢাকার মতিঝিলের আনোয়ার গ্রুপের হেডকোয়ার্টারে আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন এবং ৩৬০ ডিগ্রি টিএসএলের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি লিড সার্টিফিকেশন অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

লিড সার্টিফিকেশনের প্রধান দিকগুলো হল এমন নির্মাণসামগ্রী ব্যবহার করতে হয়, যাতে কার্বন নিঃসরণ কম হয়। বিদ্যুৎ খরচ কমাতে সূর্যের আলো, বিদ্যুৎসাশ্রয়ী বাতি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হয়। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি পানি সাশ্রয়ী কল ও ব্যবহৃত পানি প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার উপযোগী করতে হয়। এ ছাড়া, স্থাপনায় পর্যাপ্ত খোলা জায়গা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়।
এই প্রকল্পটি বিদ্যমান স্থাপনার জন্য লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স রেটিং সিস্টেমের অধীনে হবে, যা দেশের শিল্পখাতে সবুজ কার্যক্রমের নতুন মানদণ্ড নির্ধারণ করবে।

আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ওয়াইজ আর হোসেন বলেন, ‘সিমেন্ট শিট একটি টেকসই পণ্য, যা শক্তি সাশ্রয়ী, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে এবং কম কার্বন নিঃসরণ করে। এটি লিডসহ সবুজ নির্মাণ মান মেনে চলে। লিড সার্টিফিকেশনের মাধ্যমে, আনোয়ার সিমেন্ট শিট বিশ্বজুড়ে গৃহীত সবুজ নির্মাণ মান বাস্তবায়ন করতে চায়, যা কর্মক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশের ক্ষতিকর প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

৩৬০ ডিগ্রি টিএসএলের ব্যবস্থাপনা পরিচালক, অনন্ত আহমেদ বলেন, ‘আমরা প্রকল্পটির প্রাথমিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করেছি এবং নিশ্চিত হয়েছি যে এটি লিড সার্টিফিকেশনের জন্য উপযুক্ত। আনোয়ার সিমেন্ট শিট একটি অনন্য এবং টেকসই পণ্য, যা নতুন প্রকল্পের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে সক্ষম। আনোয়ার সিমেন্ট শিটের কার্বন নিঃসরণ অত্যন্ত কম এবং এটি দীর্ঘস্থায়ী। এ ছাড়াও, এটি কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

আনোয়ার সিমেন্ট শিট বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফাইবার সিমেন্ট শিট প্রস্তুতকারক, যা আবাসিক ও বাণিজ্যিক শেড নির্মাণে ব্যবহৃত হয়। এর ডিউরারুফ ব্র্যান্ড কারখানা শেড নির্মাণের জন্য বেশ জনপ্রিয়।

আনোয়ার সিমেন্ট শিট ছয়স্তরের হওয়ায় অতিরিক্ত গরমের সময় শেডের ভিতরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ন্ত্রণ করে, শক্তি খরচ কমাতে পারে এবং কার্বন নিঃসরণ হ্রাস করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করে।

অন্যদের মধ্যে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের জিএম (বিক্রয় ও বিপণন) কাঞ্চন সাহা, আনোয়ার গ্রুপের সিনিয়র ম্যানেজার (মিডিয়া ও করপোরেট অ্যাফেয়ারস) সুমন সাহা, আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মাহবুব আলম এবং আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের সহকারী ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

প্রাইম ব্যাংকের অগ্রযাত্রার ৩০ বছর

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম
প্রাইম ব্যাংকের অগ্রযাত্রার ৩০ বছর
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বাস, উদ্ভাবন ও অগ্রগতির ৩০ বছর পূর্তি উদযাপন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রাইম ব্যাংক।

গত কয়েক দশক ধরে টেকসই, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে প্রাইম ব্যাংক একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিজিটাল ব্যাংকিং সেবা থেকে শুরু করে সবুজ অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক সেবায় অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি প্রাইম ব্যাংক দেশ, দেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে আসছে।

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, ‘প্রাইম ব্যাংক সব সময়ই একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছে। আমরা আমাদের অর্জন উদযাপন করছি এবং নতুন উদ্দীপনা নিয়ে গ্রাহকদের উন্নত সেবা, একসঙ্গে পথ চলার অঙ্গীকার এবং স্থায়ী প্রভাব রাখার প্রত্যয়ে ভবিষ্যতকে আলিঙ্গন করতে প্রস্তুত।’

প্রাইম ব্যাংক পিএলসি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। আগামী উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে প্রাইম ব্যাংক। বর্তমানে ১১ লাখ গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক সেবা দিয়ে আসছে ব্যাংকটি। সেবাগুলোর মধ্যে রয়েছে কনজ্যুমার, করপোরেট, এসএমই ও ইসলামিক ব্যাংক। শহর ও প্রত্যন্ত এলাকায় সেবা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাংকের রয়েছে ১৪৭টিরও বেশি শাখা, ১৫৮টি এটিএম বুথ এবং ১৫২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট।

বিজ্ঞপ্তি/সালমান/

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/ 

বিইউবিটিতে সফলভাবে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ফেয়ার ২০২৫

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম
বিইউবিটিতে সফলভাবে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ফেয়ার ২০২৫
ছবি: বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ করে দিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে এবং দেশের শীর্ষস্থানীয় চাকরিপ্রদানকারী অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবস-এর সার্বিক সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়।

দেশের খ্যাতনামা প্রায় ৪৫টি কোম্পানি এই ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করে। চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের সরব উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী ধারণা অর্জন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি-এর উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চাকরি বাজারের উপযোগী করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘শুধু শিক্ষার চেয়ে দক্ষতা এবং শুধু সার্টিফিকেটের চেয়ে জ্ঞানের মূল্য অনেক বেশি। এখন আর শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওপর নির্ভরশীল থাকলে চলবে না; সবাইকে দক্ষ হতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস লিমিটেড-এর পরিচালক প্রকাশ রায় চৌধুরী। তিনি বলেন, ‘নিজেদের দক্ষ করে তুলতে হবে। বাস্তবে কোম্পানিগুলো কী চায়, সেটি বোঝা খুবই জরুরি। এ ধরনের আয়োজন সেসব বিষয় বুঝতে সহায়তা করে। মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা জানা আজকের যুগে অত্যন্ত প্রয়োজনীয়।’

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি-এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন। তিনি বলেন, ‘আমরা এখন প্রযুক্তিনির্ভর যুগে বসবাস করছি, যেখানে পুরো বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাই আমাদের নিজেদেরকে আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি-এর ব্যবসা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্যারিয়ার ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘এই ফেয়ার শুধু চাকরির সুযোগ নয়; বরং এটি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা উপস্থাপন এবং প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের এক অসাধারণ প্ল্যাটফর্ম। এটি বিইউবিটির আয়োজিত পঞ্চম ক্যারিয়ার ফেয়ার, এবং আমরা প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করার চেষ্টা করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর ডেপুটি ডিরেক্টর ও আয়োজক কমিটির সদস্য সচিব মেসবাহুল হাসান, বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ট্রেজারার প্রফেসর ড. আলী আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকাগণ, প্রশাসনিক কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য এ. এফ. এম. সরওয়ার কামাল। তিনি বলেন, ‘ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিইউবিটি সবসময় এমন উদ্যোগের পাশে থাকবে।’

বিজ্ঞপ্তি/

 

 

দুবাই ডার্মায় সিওডিলের সাফল্য: ২ মিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
দুবাই ডার্মায় সিওডিলের সাফল্য: ২ মিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ
দুবাই ডার্মায় সিওডিলের সাফল্য: ২ মিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ। ছবি: সংগৃহীত

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা ২০২৫’-এ চমক দেখিয়েছে বাংলাদেশের তৈরি মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। যুক্তরাষ্ট্রভিত্তিক রিমার্ক এলএলসি ইউএসএ-এর এই ব্র্যান্ড দুবাই ডার্মায় অংশ নিয়ে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে। যা বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

বুধবার (১৬ এপ্রিল) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন-দুবাই ডার্মার শেষ দিন ছিল। 

১১৪টি দেশের ২৫ হাজারেরও বেশি দর্শনার্থী ও ১ হাজার ৮৭৫টি ব্র্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে সিওডিলের স্টল ছিল দর্শনার্থী, বিশেষজ্ঞ ডাক্তার ও আমদানিকারকদের ভিড়ে মুখর। সিওডিলের প্রাকৃতিক ও রাসায়নিক বিক্রিয়ামুক্ত পণ্যের অভিনব উপস্থাপন প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের বায়ার সিওডিল পণ্য ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, ভারত এবং লিবিয়া থেকেও এসেছে সরাসরি রপ্তানির অর্ডার।

ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রিতিকা পান্ডে বলেন, ‘সিওডিলের পণ্যগুলো আমার রোগীদের জন্য দারুণ উপযোগী। দামও হাতের নাগালে, এটি দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর সমাধান।’

বাংলাদেশের খ্যাতনামা ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু খান বলেন, ‘দুবাই ডার্মার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতি দেখে গর্বিত। সিওডিল বাংলাদেশের উৎপাদন সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে।’

সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ক্লায়েন্টদের কাছ থেকে ২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে। এটি এই অঞ্চলে ব্র্যান্ডের প্রবেশ ও সম্প্রসারণে উল্লেখযোগ্য মাইলফলক।

হারল্যান স্টোরসহ বিভিন্ন রিটেল চ্যানেলে বাংলাদেশে সিওডিল পণ্য সহজলভ্য। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করায় সিওডিল এখন দেশের শীর্ষ স্কিন কেয়ার ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’

রিমার্ক এইচবি এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিন কেয়ার পণ্যের নির্ভরযোগ্য হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে। গুণগতমান, গবেষণা ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সিওডিল বিশ্ব স্কিন কেয়ার বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

ইউল্যাব ফেয়ার প্লে কাপ ২০২৫: জমকালো উদ্বোধনে মাঠে গড়াল ১৫তম আসর

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ এএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৪ এএম
ইউল্যাব ফেয়ার প্লে কাপ ২০২৫: জমকালো উদ্বোধনে মাঠে গড়াল ১৫তম আসর
ইউল্যাব ফেয়ার প্লে কাপ ২০২৫: জমকালো উদ্বোধনে মাঠে গড়ালো ১৫তম আসর। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ১৫তম ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৬ এপ্রিল) ইউল্যাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

দেশের শীর্ষ দশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্ট যুবসমাজের মধ্যে উৎসাহ, দলগত কর্ম এবং ন্যায্য খেলার চেতনাকে তুলে ধরছে।

এবারের আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: ULAB, UIU, BRACU, NSU, IUBAT, DIU, ISU, IUB, UU এবং BUBT.

টুর্নামেন্টটি চলবে আগামী ২ মে ২০২৫ পর্যন্ত, যেখানে অংশগ্রহণকারী দলগুলো লড়বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম জেনিলো, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, মুহাম্মদ তৌফিক আজিজ, সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্সসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শক্তিমত্তার জানান দেয় আয়োজক ইউল্যাব, যারা উত্তরা বিশ্ববিদ্যালয়কে ১২৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শুভসূচনা করেছে। 

বিজ্ঞপ্তি/তাওফিক/