ঢাকা ২৪ কার্তিক ১৪৩১, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

ফেনীতে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ‘হৃদয়ে ৮৮’

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম
ফেনীতে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ‘হৃদয়ে ৮৮’
ছবি: বিজ্ঞপ্তি

সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধি ও স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ সংকটের প্রেক্ষিতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে ৮৮’। 

শনিবার (৫ অক্টোবর) সংগঠনটি কাজীরবাগ ইউনিয়নে একদিনের একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে, যার মাধ্যমে প্রায় ২ হাজার ৫০০ জন হতদরিদ্র জনগোষ্ঠী/ বন্যার্ত রোগীকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্প যে সেবাসমূহ প্রদান করা হয়েছে তা হল- প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা; বিনামূল্যে ওষুধ বিতরণ:স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ; ডায়াবেটিস রোগ ও রক্তচাপ পরীক্ষা; সংক্রামক ও পানিবাহিত রোগ প্রতিরোধের পরামর্শ; শিশু, কিশোরী ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ সেবা। এ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসক দল রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পানিবাহিত রোগ, চর্মরোগ, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং সংক্রমণজনিত অসুস্থতার প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এছাড়াও, এলাকার জনগণকে সচেতন করার জন্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং পানির নিরাপদ ব্যবহার ও স্যানিটেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে দিকনির্দেশনা দেয়। 

উক্ত মেডিকেল ক্যাম্প কার্যক্রমে ফেনী স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। 

ফেনী সদর উপজেলার স্থানীয় স্বাস্থ্য কর্মীরা এবং হৃদয়ে ৮৮-এর প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদল একত্রে কাজ করেছেন, যা ক্যাম্প পরিচালনার কার্যক্রম যথেষ্ট সহজ হয়েছে।

পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. ফোরকান উদ্দিনের নেতৃত্বে ৩১ সদস্যের একটি মেডিকেল টিম, এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম হৃদয়ে ৮৮ মেডিকেল টিমের সঙ্গে একযোগে কাজ করেছে। এ বিশেষ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল বন্যায় আক্রান্ত এবং চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত মানুষদের দ্রুত স্বাস্থ্যসেবা প্রদান করা। বর্তমান পরিস্থিতিতে বন্যার্ত মানুষের মধ্যে যে স্বাস্থ্য সমস্যাগুলো দেখা দিয়েছে, তা মোকাবিলায় এ ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

ক্যাম্পের কার্যক্রমে ডা. খান তৌহিদ পারভেজ (সাগর) এর নেতৃত্বে একটি অভিজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করে-যেখানে স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, জন্ম ও যৌন, মেডিসিন, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। 

ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফলভাবে পরিচালনা করতে পৃষ্ঠপোষকতা করেছে- ইনসেপ্টা, বিকন, স্কয়ার, জিসকা, বেক্সিমকো, পপুলার ফার্মাসিটিক্যালস এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। উক্ত মেডিকেল ক্যাম্পে ডা. মাহফুজ, ডা. আরিফ, ডা. বাশার, ডা. মিমি, ডা. জেসমিন, ডা. সেতু, ডা. ইভেন, ডা. মাসুদ, ডা. পারভেজ, ডা. নবী এবং ডা. মশিউল প্রমুখ চিকিৎসকগণ সেবা প্রদানে নিয়োজিত ছিলেন।

ডা. খান তৌহিদ পারভেজ (সাগর), প্রধান সমন্বয়ক, হৃদয়ে ৮৮ বলেন, আমরা এ সংকটময় সময়ে বন্যার্ত জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যায় আক্রান্ত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে মানুষের সেবা করে যাব।

হৃদয়ে ৮৮ এই বন্যাকবলিত এলাকায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবার পরিকল্পনা করছে। প্রয়োজনে এলাকাবাসীর জন্য আরও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও হৃদয়ে ৮৮ সংকটের পক্ষে যারা ছিলেন-সুচিত্রা মিলি, লুৎফুল হক সোয়েব জুয়েল হাজারী, শাহেদ সোহেল চৌধুরী হান্নান সাগর, খিজির আলম শামীম হাসনাইন, মীর দীপন, তমিজ উদ্দিন ও নাজমুল হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি

সহকর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের মিউজিক ক্লাব

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
সহকর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের মিউজিক ক্লাব
ছবি: বিজ্ঞাপন

সহকর্মীদের সংগীত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে এবং কর্মক্ষেত্রকে আরও আনন্দময় করে তুলতে মিউজিক ক্লাব চালু করেছে ব্র্যাক ব্যাংক। 

প্রতিষ্ঠানে প্রাণবন্ত সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকে নেওয়া বিভিন্ন কর্মীবান্ধব উদ্যোগগুলোর মধ্যে এটি একটি। এমন উদ্যোগের লক্ষ্য হলো, কর্মস্থলে পেশাদার দক্ষতার বাইরেও সহকর্মীদের বহুমুখী প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। 

ব্যাংকটির এই মিউজিক ক্লাব সংগীতপ্রেমী সহকর্মীদের একত্রিত করেছে, যা প্রতিভা বিকাশের সুযোগদানের পাশাপাশি সহকর্মীদের মাঝে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

সম্প্রতি এই মিউজিক ক্লাবের সদস্যরা নিজেদের সহকর্মীদের জন্য একটি ‘মিউজিক্যাল নাইট’-এর আয়োজন করে। ক্লাবের সদস্যদের লাইভ পারফরম্যান্সের মাধ্যমে এক আনন্দঘন সন্ধ্যা উপহার পেয়েছিল ব্যাংকাররা। এ সময় উপস্থিত সংগীতপ্রেমীরা ক্লাবের পারফরম্যান্সের ব্যাপক প্রশংসা করেন।

এই সংগীতমূখর সন্ধ্যায় ব্যাংকটির কর্মীদের নিয়ে গঠিত ব্যান্ড ‘লেভেল থ্রি’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এ সময় ব্যান্ডটির সদস্য এবং মিউজিক ক্লাবের অন্যান্য সদস্যরা মিলে পপ, রক, ফোক এবং ক্লাসিক্যাল মিউজিকসহ বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেন।

মিউজিক ক্লাবের যাত্রায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংকে আমরা এমন একটি কর্মপরিবেশের সংস্কৃতি লালন করি, যা শুধুমাত্র পেশাদার বিকাশ নয়, বরং সহকর্মীদের সৃজনশীলতা বিকাশেও সহায়তা করে। মিউজিক ক্লাব এমন একটি চমৎকার প্ল্যাটফর্ম, যা আমাদের সহকর্মীদের তাদের সংগীত প্রতিভা বিকাশের পাশাপাশি ব্র্যাক ব্যাংক পরিবারের মধ্যে বন্ধনও সুদৃঢ় করবে।’

ব্র্যাক ব্যাংক মিউজিক ক্লাবের পৃষ্ঠপোষক ব্যাংকটির চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, এমন একটি কাজের পরিবেশ নিশ্চিত করা, যা সবার জন্য একই সঙ্গে উৎপাদনশীল ও আনন্দদায়ক হবে। ব্র্যাক ব্যাংকে আমরা বিশ্বাস করি, এই ধরনের ইভেন্টগুলো সহকর্মীদের মাঝে সম্পর্কোন্নয়ন, রিফ্রেশমেন্ট এবং ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে।’

প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের পেশাগত এবং ব্যক্তিগত উন্নতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মক্ষেত্রে সহকর্মীদের উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে ব্যাংকটি।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

দেশের প্রথম এআই মার্কেটিং প্ল্যাটফর্ম ‘রোবোকেট’

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
দেশের প্রথম এআই মার্কেটিং প্ল্যাটফর্ম ‘রোবোকেট’
ছবি: বিজ্ঞাপন

বাণিজ্যিক প্রচারণা খুব সহজেই বিপুল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার এআই প্ল্যাটফর্ম ‘রোবোকেট’ বাজারে নিয়ে এসেছে এডিএন ডিজিনেট, যা বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম।

দেশ-বিদেশের গ্রাহকদের কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। নতুন প্লাটফর্ম ‘রোবোকেট’ নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ বিপুলভাবে বাড়াতে সক্ষম। বাজার সংক্রান্ত যেকোনো ক্যাম্পেইন এবং প্রচারকে সৃজনশীল করে তোলায় এটি রাখবে অনন্য ভূমিকা।

রোবোকেট একটি স্কেলেবল সমাধান যা মার্কেটিং অটোমেশন, সিআরএম এবং ডেটা বিশ্লেষণকে একটি প্ল্যাটফর্মে সমন্বিত করেছে। এতে করে মার্কেটিয়াররা তাদের বিপণন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন। 

এ আই এবং বিগ ডেটা- এই দুইটির সমন্বয় ঘটানো নিয়ে বাস্তব জীবনে বিপণনকারীদের নানামুখী চ্যালেঞ্জে পড়ত হচ্ছে। এ প্রসঙ্গে এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ সোহায়েল রেজা বলেন, ‘এআই এবং ডেটা অ্যানালেটিক্সের মাধ্যমে বিপণনকারীদের পেশাগত ক্ষেত্রে দৈনন্দিন জীবনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই সফটওয়্যার দেশের প্রযুক্তি খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন। দেশ এবং দেশের বাইরেও এই সফটওয়্যারের ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করছি।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) মার্কেটিং 
রোবোকেট সিস্টেমটির মাধ্যমে বাণিজ্যিক প্রচারণা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের পৌঁছে যায়। ফলে অন্যান্য সিস্টেমের তুলনায় এতে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ সময় বেঁচে যায়।

লক্ষ্য নির্ধারণ
‘রোবোকেট’ প্ল্যাটফর্মটির হাইপার- পারসোনালাইজড অ্যাডভান্স এআই অ্যালগরিদম সিস্টেম রিটার্ন অন ইনভেস্টমেন্টকে (আরওআই) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবাদাতা ও গ্রহিতা সম্পর্ককে শক্তিশালী করবে। 

সমন্বিত সিআরএম এবং সহায়তা
‘রোবোকেট’  সিআরএম রিয়েল-টাইম যোগাযোগ এবং স্বয়ংক্রিয় ফলো-আপের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবার প্রতিশ্রুতি দেয়।

ডেটা থেকে ইনসাইট
এর অ্যানালিটিক্স স্যুটের মাধ্যমে রোবোকেট রিয়েল-টাইম ইনসাইট দিবে। যা ব্যবসা কৌশলকে উন্নত করতে সাহায্য করে। একটি সফটওয়্যারেই একাধিক সুবিধা পাওয়ার কারণে রোবোকেট ব্যবহারকারীদের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। 

একটি সমন্বিত ইকোসিস্টেম
দেশি যেকোনো কোম্পানি তাদের মার্কেটিং বা সেলস সংক্রান্ত কাজে ‘রোবোকেট’ ব্যবহার করতে পারবেন। শিগগিরই এর আন্তর্জাতিক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও তথ্যের জন্য অথবা একটি ডেমো সার্ভিস নেওয়ার জন্য ভিজিট করুন www.roboket.com

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

ডেভেলপমেন্ট প্রফেশনালদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
ডেভেলপমেন্ট প্রফেশনালদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে কর্মরত শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়।

শনিবার (৯ নভেম্বর) সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

প্রথম দিনে কেয়ার বাংলাদেশ, অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, হিড বাংলাদেশ, অক্সফাম, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা ক্রিকেট খেলায় অংশ নেন। 

কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ডিরেক্টর এবং ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক টনি মাইকেল গোমেজ বলেন, আমাদের পারস্পারিক অংশীদারিত্বের বন্ধনকে আরও শক্তিশালী করতে, শারীরিক সুস্থতা, টিমওয়ার্ক গড়ে তুলতে এই সেক্টরের পেশাদারদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্টের অন্যতম আয়োজক আনোয়ার হোসেন বলেন, এ টুর্নামেন্টটি ডেভেলপমেন্ট সেক্টরের প্রফেশনালদের পারস্পারিক সম্পর্ক আরও মজবুত করবে। ভবিষ্যতে সবাই মিলে এমন আরও অনেক কিছু করতে চাই। 

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে আছেন লাইট অব হোপ, গ্রামীণ ডানোন শক্তি এবং ইস্পাহানি ফুড।

বিজ্ঞপ্তি/পপি/

কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ইউল্যাব

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ইউল্যাব
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে। কিউএস র‌্যাঙ্কিং অনুযায়ী ইউল্যাব এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে অবস্থান করছে। এই অবস্থান ইউল্যাবের শিক্ষার মান, গবেষণা এবং সমাজের প্রতি দায়বদ্ধাতার প্রতিফলন হিসেবে প্রতিয়মান। ইউল্যাব তার ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে আর্ন্তজাতিক মানসম্পন্ন স্নাতক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী জটিল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম করে তোলে। 

কিউএস ওয়াল্ড র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের মাধ্যমে মূলায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সুনাম, শিক্ষক- শিক্ষার্থীর অনুপাত, আর্ন্তজাতিক গবেষণা নেটওয়ার্ক এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান।

এ র‌্যাকিংয়ে ইউল্যাবের স্থান অর্জন শিক্ষার উৎকর্ষতা ও গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিপূর্ণ মান এবং নতুন উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধতাই এই স্বীকৃতির প্রমাণ।          

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাংকের গুলশান-১ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা কমিটির শেখ জাহিদুল ইসলাম। 

উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)  শফিউদ্দিন আহমেদ। 

সভায় ব্যাংকের ত্রৈমাসিক হিসাব বিবরণী, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন, বিভিন্ন শাখার অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/