ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম
আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পিএম
আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল
আলোক হেলথ কেয়ার

বিশ্ব আর্থরাইটিস দিবস উপলক্ষে আলোক হেলথ কেয়ার লিমিটেড ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। 

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মিরপুর ৬-এ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে এই ক্যাম্প পরিচালিত হবে।

আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ। এর মধ্যে ৭ লাখ ৭৫ হাজার মানুষ বাত রোগে আক্রান্ত। 

বাত রোগের উপসর্গ- গিরা ফুলে যাওয়া, গিরা শক্ত হয়ে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়া, দীর্ঘমেয়াদি জ্বর, গায়ের বিভিন্ন স্থানে র‌্যাশ, চুল পড়ে যাওয়া, ওজন হ্রাস পাওয়া, অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পটি পরিচালনা করবেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইমনুল ইসলাম ইমন এবং ডা. মৌসুমী আহমেদ মৌরী। 

বিজ্ঞপ্তি/পপি/

সাউথইস্ট ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
সাউথইস্ট ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

সম্প্রতি বিভিন্ন শাখা ও উপশাখার ৫৮ জন নির্বাহী ও কর্মকর্তাদের জন্য একটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

কর্মশালায় দ্রুত এবং কার্যকর গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে রিটেইল প্রোডাক্ট, বিপণন কৌশল এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক আমানত সংগ্রহ এবং সাশ্রয়ী সুদ ও সহজ শর্তে রিটেইল লোন দেওয়ার লক্ষ্যে গত মাসে ‘হিট অ্যান্ড উইন’ শিরোনামে একটি আমানত সংগ্রহ এবং রিটেইল লোন প্রদান ক্যাম্পেইন শুরু করেছে, যা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

কর্মশালায় কর্মচারীদের প্রতিশ্রুতি এবং দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়, যা ক্যাম্পেইনের সাফল্য ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সহায়ক হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানু এবং রিটেইল ব্যাংকিং বিভাগের অন্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

সেবা এক্সওআইজেডের বিশেষ সুবিধা পাবে প্রাইম ব্যাংকের কার্ডাহোল্ডাররা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম
সেবা এক্সওআইজেডের বিশেষ সুবিধা পাবে প্রাইম ব্যাংকের কার্ডাহোল্ডাররা
বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে দেশের বৃহত্তম সার্ভিস মার্কেটপ্লেস সেবা এক্সওআইজেড (Sheba.xyz)। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি করে।

চুক্তির অংশ হিসেবে, প্রাইম ব্যাংক কার্ডহোল্ডাররা Sheba.xyz প্লাটফর্ম থেকে কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট পাবে। এছাড়াও Sheba.xyz থেকে অ্যাপ্লায়েন্স মেরামত, বাসা পরিবর্তন, বাসা পরিষ্কারসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবে আকর্ষণীয় দামে। ফলে প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণ আগের চেয়ে সহজ হবে। আর্থিক সুবিধা ও বিশ্বস্ত ব্র্যান্ডের প্রিমিয়াম অফারের সমন্বয়ে নতুন এই অংশীদারিত্ব গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা বাড়বে।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী ও Sheba.xyz ফাউন্ডার ও গ্রুপের সিইও আদনান ইমতিয়াজ হালিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া, Sheba.xyz প্রধান অপারেটিং কর্মকর্তা রোনাল্ড মিকি ও কর্পোরেট সেলস ম্যানেজার ফয়সাল ইবনে ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/জোবাইদা/

সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৯ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম
সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন
সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ডিজিটাল বুথ উদ্বোধন । ছবি: সংগৃহিত

সিলেটের চৌহাট্টায় আরএন টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসির পরিচালক ও শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতে বর্তমান অস্থিতিশীলতা সত্ত্বেও পূবালী ব্যাংক তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। ব্যাংকিং খাতে আমাদের অর্জিত সাফল্য ধরে রাখতে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড দেশজুড়ে উন্নতমানের সেবা দিচ্ছে এবং সেই সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্যা।

নাদির আহমদ সিলেটের গ্রাহকদের এই ডিজিটাল বুথ থেকে সর্বোত্তম সেবা নেওয়ার আহ্বান জানান।

এ সময় দেশব্যাপী অন্যান্য বুথের মতো এই বুথেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

মোহাম্মদ আহছান উল্যা জানান, এই বুথের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই শেয়ার বেচাকেনা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগ, বিনিয়োগসংক্রান্ত পরামর্শসহ আরও সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুশাহিদ উল্লাহ এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা।

তাওফিক/পপি/ 

প্রথম প্রান্তিকে ১৪৯ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১০:১৪ এএম
প্রথম প্রান্তিকে ১৪৯ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন
ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই- সেপ্টেম্বর) ১৪৯ দশমিক ৩ কোটি টাকা মুনাফা করেছে।

আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২০২ দশমিক ৭ কোটি টাকা।

চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সোমবার (১১ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪২তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান হ্রাস পাওয়ার পাশাপাশি উচ্চ সুদ হারের কারণে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানির বিক্রয়ের বিপরীতে আর্থিক ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১২ শতাংশ। প্রথম প্রান্তিকে বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ায় কোম্পানিটি ৪৫ দশমিক ৮৫ কোটি টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি আলোচ্য সময়ে বিক্রয় ও বিতরণ এবং ব্যাংক সুদজনিত খরচের বৃদ্ধি সার্বিকভাবে কোম্পানির মুনাফাতে প্রভাব ফেলেছে। 
 
ফলে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৯২ টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৬৭ টাকা। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮২ দশমিক ৮০ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৪ দশমিক ২২ টাকা।

একই সময়ে কোম্পানির পরিচালন মুনাফা কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৩৮ শতাংশ, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ২২ দশমিক ৫৮ শতাংশ। 

প্রতিবেদনের তথ্যমতে, প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৯২ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৬ দশমি ৬৮ টাকা। 

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ- ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি স্থিতিশীল ও টেকসই বাজার নিশ্চিত কল্পে ক্রেডিট সহায়তা কিছুটা বাড়িয়েছে কোম্পানি।

এদিকে আলোচ্য সময়ে বিগত বছরের একই সময়ের তুলনায় সরকারি কোষাগারের পাশাপাশি প্রতিষ্ঠানের সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এনওসিএফপিএস হ্রাস পেয়েছে। যদিও আলোচ্য সময়ে প্রচুর পরিমাণ কাঁচামাল ক্রয়ের কারণে টেকসই বিক্রয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ওয়ালটন ম্যানেজমেন্ট বিগত দিনেও বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ার ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ সফলভাবে কমাতে সক্ষম হয়েছিল। সেই প্রচেষ্ঠা অব্যাহত থাকায় আগামীতেও বর্ণিত ক্ষতি কমে আসবে বলে তারা দৃঢ় আশাবাদী। পাশাপাশি দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের পরিমাণ বৃদ্ধিতে আরও অধিক জোর দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তি/জোবাইদা/অমিয়/

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

প্রথমবারের মতো গ্রাহকদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় মাইজিপি অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সেবা দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করল দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন।

নতুন এই উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং খাতের অভিজ্ঞতাকে রূপান্তরিত করবে। যার ফলে গ্রাহকরা তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা সুবিধা উপভোগ করতে পারবেন হাতের মুঠোয়।

সম্প্রতি ঢাকার জিপি হাউসে এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব চুক্তিটি সই করেন। 

এ সময় ব্যাংকটির পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর অব এমপ্লয়ি ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব আনসিকিউরড প্রোডাক্ট (সিসিপিএল) তৌফিক ইমাম, ডিরেক্টর অব পার্সোনাল ব্যাংকিং রুদাবা মুর্তাজা এবং হেড অব কনজ্যুমার ডিপোজিটস নাভিদ হাসান উপস্থিত ছিলেন।

অন্যদিকে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম এবং ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ।

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষতার সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন এই পার্টনারশিপ; যাতে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। এর ফলে গ্রাহকদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া স্ট্রিমলাইন হবে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে; পাশাপাশি থাকছে সমন্বিত উদ্ভাবনী আইসিটি সল্যুশন ও উন্নত সেবার নিশ্চয়তা।         

তিথি/সালমান/