ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

স্কয়ার হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম
স্কয়ার হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
ছবি : বিজ্ঞপ্তি

১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতি বছর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে গত ৭৫ বছর ধরে দিবসটি পালন করে আসছে। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, ‘It is time for proiotitizing mental health in workplace’। বিশ্বের অনেক দেশ, সংগঠন ও সংস্থা দিনটি পালন করেছে। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন এবং স্কয়ার হাসপাতাল নানা আয়োজনে দিবসটি পালন করেছে।

দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মাঝে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা, অজ্ঞতা এবং নানা রকমের স্টিগমা রয়েছে। এ ধরনের সচেনতামূলক অনুষ্ঠান, এসব সমস্যা কমাতে সহায়তা করবে। 

স্কয়ার হাসপাতাল বিভিন্ন কর্মসূচি যেমন- র‍্যালি, সিএমই এবং সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে বিষয়টি নিয়ে আলোচনা এবং মতবিনিময় করে।

সভায় বক্তারা কর্মক্ষেত্রে মানসিক সমস্যার বিষয়টি বিশেষ করে গুরুত্ব দেন এবং তারা মনে করেন, কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী সবার মাঝে যদি মানসিক প্রশান্তি থাকে, তবে সেই প্রতিষ্ঠান সেবা দিতে মানসম্মত হবে।

বিজ্ঞপ্তি/সালমান/

এবি ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
এবি ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের বাণিজ্যিক শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের জন্য ‘বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ’ বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক ফাউন্ডেশনের কনসালট্যান্ট কাইজার এ চৌধুরী এবং ব্যাংকটির ডিএমডি ও ক্যামেলকো মো. আমিনুর রহমান।

কর্মশালায় বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং যুগ্ম-পরিচালক মো. মোশাররফ হোসেনসহ এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ দেন।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/ 

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতল কলেজ শিক্ষার্থী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতল কলেজ শিক্ষার্থী
রাশেদ আলীর হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খানসহ অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

সারাদেশে ব্যাপক প্রচার ও উৎসাহ-উদ্দীপনায় চলছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ২০ লাখ টাকা জিতল মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মো. রাশেদ আলী। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম।

উল্লেখ্য, অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন’ পরিচালনা করছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিজন-২১ এ ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান ক্রয়ে ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

সোমবার (১১ নভেম্বর) জেলার গাংনীবাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

২০ লাখ টাকা বিজয়ী রাশেদ আলীর গ্রামের বাড়ি গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের বাথানপাড়ায়। মা-বাবা ও দাদিসহ চার সদস্যের পরিবার তার। গাংনী ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন রাশেদ। কৃষক বাবার সঙ্গে কৃষিকাজেও সময় দেন তিনি।

অনুষ্ঠানে রাশেদ আলী জানান, ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ বাজারের সেরা; দামে কম, টেকসই, সার্ভিস পাওয়া যায় অনেক দ্রুত, দেখতেও সুন্দর। এসব কারণে গত ২৭ অক্টোবর গাংনীবাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সাজু এন্টারপ্রাইজ’ থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। কেনার পর ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ওয়ালটন থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা পাওয়ার একটি এসএমএস আসে। এসএমএস দেখে শোরুমে যোগাযোগ করে নিশ্চিত হন রাশেদ। এরপরই তার পরিবারে শুরু হয় খুশির বন্যা।

রাশেদ বলেন, ওয়ালটন থেকে পাওয়া ২০ লাখ টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। ক্রেতাদের এই সুবিধা দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর টেওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, গ্রাহকদের হাতে উচ্চ গুণগতমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধাও প্রদান করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ সুবিধা দিচ্ছে ওয়ালটন। ব্যবসা করাই ওয়ালটনের একমাত্র লক্ষ্য না। দেশের মধ্যে মানুষের আর্থ-সামাজিক অবস্থানের ইতিবাচক পরিবর্তনেও সমানভাবে সচেষ্ট ওয়ালটন পরিবার। ওয়ালটনের এসব সুবিধা পাওয়ার মাধ্যমে ইতোমধ্যে অনেক গ্রাহকের জীবন আমূলে পাল্টে গেছে।

অনুষ্ঠানে দেশীয় পণ্য কেনা ও ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, দেশে তৈরি পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে। এতে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নতি হলে, নাগরিকদেরও উন্নতি হয়। প্রেস বিজ্ঞপ্তি 

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ রূপালী ব্যাংকের

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ রূপালী ব্যাংকের
ছবি: বিজ্ঞপ্তি

‘পরিশুদ্ধ বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্য নিয়ে জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি ইউনিটের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) জিয়া পরিষদ রূপালী ব্যাংক ইউনিটের আহ্বায়ক মো. গোলাম সরোয়ার ও সদস্যসচিব মঞ্জুর মোরশেদ চৌধুরীর নেতৃত্বে দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় যুগ্ম আহ্বায়ক এএসএম নিয়াজ মোর্শেদ, মো. মনিরুল ইসলাম, মো. ওসমান গনি, মোহাম্মদ আব্দুর রব মিয়া, শাহজাহান কামাল, মো. রাশিদুল আলম ও জাফর সাদেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মশালা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মশালা
ছবি : বিজ্ঞপ্তি

কর্মক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জাপানি ব্যবস্থাপনা পদ্ধতি কাইজেন ও ৫-এস নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের কারখানায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিল্পক্ষেত্র থেকে ২০ জন করপোরেট এক্সিকিউটিভ অংশ নেন। এই সেশনে কাইজেন ও ৫-এস পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়, যা কর্মব্যবস্থাপনার মৌলিক দুটি স্তম্ভ। অংশগ্রহণকারীরা এ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন এবং সেখানকার কর্মীদের কাছ থেকে নিভিন্ন ধারণা নেন।

জাপানিজ শব্দ কাইজেনের অর্থ ‘ক্রমাগত উন্নতি’, যা গুণমান ও কর্মক্ষমতাকে ইঙ্গিত করে। এই ধারণাটি কর্মদক্ষতা বৃদ্ধি, বর্জ্য হ্রাস এবং গুণগত মানোন্নয়নের জন্য ধাপে ধাপে পরিবর্তনের ওপর জোর দিয়ে বৈশ্বিক শিল্পে বিপ্লব ঘটিয়েছে।

৫-এস বলতে পাঁচটি জাপানি নীতিকে বোঝানো হয়েছে; সেইরি (সর্ট বা বাছাই), সেইতন (সেট ইন অর্ডার বা সঠিকভাবে সাজানো), সেইসো (শাইন বা পরিচ্ছন্নতা), সেইকেতসু (স্ট্যান্ডার্ডাইজ বা মান বজায় রাখা) এবং শিতসুকে (সাসটেইন বা অভ্যাস বজায় রাখা)। এই পাঁচটি নীতি কর্মক্ষেত্রে সার্বিক উৎপাদনশীলতা ও নিরাপত্তায় সেরা মান নিশ্চিত করে। 

এ প্রসঙ্গে জেট্রোর সিনিয়র ডিরেক্টর শেখ মো. শরিফুল আলম বলেন, ‘কাইজেন ও ৫-এস ব্যবস্থাপনা পুনরায় পর্যালোচনা করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। এ ধরনের কর্মপদ্ধতি ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত উন্নতিতে অপরিহার্য ভূমিকা রাখে। সেশনটি ছিল একটি বাস্তব অভিজ্ঞতা এবং জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানা পরিদর্শন করে দেখেছি, বাংলাদেশেও আদর্শ ব্যবস্থাপনার প্রয়োগ হচ্ছে। কর্মীদের থেকে প্রাপ্ত অভিজ্ঞতাও ছিল অসাধারণ। সেশনটি উপভোগের পাশাপাশি নতুন অনেক কিছু শিখতে পেরেছি।’

কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের জেনারেল সেক্রেটারি তারেক রাফি ভূঁইয়া জুন বলেন, ‘দৈনন্দিন কাজকর্মে কাইজেন ও ৫-এস পদ্ধতি কেবল দক্ষতাই বৃদ্ধি করে না, বরং প্রতিষ্ঠানে সার্বিক কর্মপরিবেশ উন্নত করে তোলে। এই সেশনে অংশগ্রহণকারীরা পণ্য ও সেবার মানোন্নয়নে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেছে বলে আমি মনে করি, যা এই দ্রুত পরিবর্তনশীল বাজারের প্রতিযোগিতা ধরে থাকতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞপ্তি/সালমান/

সাউথইস্ট ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
সাউথইস্ট ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

সম্প্রতি বিভিন্ন শাখা ও উপশাখার ৫৮ জন নির্বাহী ও কর্মকর্তাদের জন্য একটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

কর্মশালায় দ্রুত এবং কার্যকর গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে রিটেইল প্রোডাক্ট, বিপণন কৌশল এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক আমানত সংগ্রহ এবং সাশ্রয়ী সুদ ও সহজ শর্তে রিটেইল লোন দেওয়ার লক্ষ্যে গত মাসে ‘হিট অ্যান্ড উইন’ শিরোনামে একটি আমানত সংগ্রহ এবং রিটেইল লোন প্রদান ক্যাম্পেইন শুরু করেছে, যা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

কর্মশালায় কর্মচারীদের প্রতিশ্রুতি এবং দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়, যা ক্যাম্পেইনের সাফল্য ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সহায়ক হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানু এবং রিটেইল ব্যাংকিং বিভাগের অন্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/