ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এবারের ওয়ার্কশপের প্রতিপাদ্য ছিল ‘মে ইট প্লিজ দ্য কোর্ট-আনলকিং দ্য অ্যাসেনশিয়ালস অব মুটিং অ্যান্ড অ্যাডভোকেসি’।
শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল’, জেসাপ বাংলাদেশ, হার্থ বাংলাদেশ, দ্য ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এবং দ্য ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস’স অফিস অব ওভারসিজ পসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসটেন্স অ্যান্ড ট্রেনিং।
কর্মশালায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের মুটিং ও অ্যাডভোকেসির দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ লাভ করেন। ওয়ার্কশপটি ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী আইন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের রেসিডেন্ট লিগ্যাল অ্যাডভাইজার রাহুল কালে এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল’-এর ডিন প্রফেসর কে. শামসুদ্দিন মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হার্থ বাংলাদেশের ডিরেক্টর পরব নাসের সিদ্দিকী, জেসাপ বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডস ২০২৫-এর ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর আরিফা চৌধুরী এবং আইএলএসএ চ্যাপ্টারের ন্যাশনাল কো-অর্ডিনেটর নুরান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে আইনি পেশায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর সৈয়দ মাহফুজুল আজিজ।
তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে আপনাদের অবশ্যই নীতির প্রতি অবিচল থাকতে হবে। আপনাদের কাজের প্রকৃত প্রভাব সততা ও ন্যায়বিচারের প্রতি আপনাদের নিষ্ঠার ওপর নির্ভরশীল।’
গতকাল শনিবার (২ নভেম্বর) এই কর্মশালা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভাইজার এরিক গিলান, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, প্রক্টর ড. রুবানা আহমেদ এবং স্কুল অব ল’-এর অ্যাসিসটেন্ট প্রফেসর মোস্তফা হোসেন। এ ছাড়া আমন্ত্রিত অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি/সালমান/