ঢাকা ২০ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মুজিবুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী, ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার এবং স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই ও গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল ও ডিস্ট্রিবিউশনের প্রধান জাহিদুজ জামান এবং এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন।

শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে। এই চুক্তি যৌথ গবেষণা প্রকল্প, প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার মাধ্যমে গবেষণা, শিক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং এর ফলে একাডেমিক উৎকর্ষ আরও বৃদ্ধি করবে। এর ফলে লেকচার, সেমিনার, ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে; যেখানে শিক্ষার্থী, একাডেমিকস ও ইন্ডাস্ট্রি লিডাররা একত্রিত হবেন এবং যা তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দেবে।   

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘এ ধরনের সহযোগিতা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার অভিজ্ঞতা পরিবর্তনে সাহায্য করছে, যেখানে বাস্তব কাজের জ্ঞান সরাসরি আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হচ্ছে।’

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন দেশের উন্নয়নে গ্রামীণফোনের প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, ‘দেশের উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও শক্তি ইন্ডাস্ট্রির উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করবে।’

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

রুচি ‘হিট অ্যান্ড মিট’ গেমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
রুচি ‘হিট অ্যান্ড মিট’ গেমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ উপলক্ষ্যে ‘রুচি খেলা হবে মজা হবে’ প্রেজেন্টস ‘হিট অ্যান্ড মিট’ গেমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।  

এর আগে ২ জুন  শুরু হওয়া ‘রুচি খেলা হবে মজা হবে হিট অ্যান্ড মিট’ গেমে ৩০ জুন পর্যন্ত ছয় লাখ ৮৮ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। 

এদের মধ্য থেকে সেরা ৪০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয় এবং সর্বোচ্চ ১০ স্কোরারকে দেওয়া হয় ৫৫” স্মার্ট টিভি। এ ছাড়া বাকীদের কুরিয়ারের মাধ্যমে রুচির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, হেড অব সেলস নাইমুল হাসান, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজসহ অন্যান্য কর্মকর্তারা। 

এ সময় বক্তারা ভবিষ্যতেও 'রুচির' ভোক্তাদের জন্য এ ধরনের বিনোদনমূলক আয়োজন করবে বলে আশা করেন।

বিজ্ঞপ্তি/মেহেদী

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সমগ্র দেশ হতে আগত ব্রাঞ্চ ম্যানেজার (বিএম), সেলস্ ম্যানেজার (এসএম), রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম), সহকারী প্রকল্প প্রধান এবং উপ-প্রকল্প প্রধান পদমর্যাদার বাছাইকৃত ২০০ জন উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণে দিনব্যাপী ‘Fundamentals of Selling Skills & Team Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষণ দেন পাওয়ার ট্রেইনার, সেলফ-মেড বাংলাদেশের সিইও এমডি ফখরুদ্দীন আসিফ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতি. ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, স্মার্ট প্রকল্প প্রধান ও অতি. ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতি. ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, মডেল প্রকল্প প্রধান ও উপপ্রকল্প প্রধান মো. আবুল হাশেম প্রমুখ। 

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

রেডিয়েন্ট কেয়ারের বেবি ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনসহ ৪ পণ্য বাজারে

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
রেডিয়েন্ট কেয়ারের বেবি ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনসহ ৪ পণ্য বাজারে
রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের নতুন চারটি পণ্যের মোড়ক উন্মোচন। ছবি: বিজ্ঞপ্তি

রেডিয়েন্ট কেয়ার লিমিটেড নতুন পণ্য হিসাবে বাজারে নিয়ে এলো আন্তৰ্জাতিক মানসম্পন্ন কিন্ডার বেবি ডায়াপার, উজ্জ্বল লন্ড্রি ডিটারজেন্ট পাউডার, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিন ও ড্যান জিরো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।

সম্প্রতি ‘Unveiling Dreams’ নামের এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার রেডিসন ব্লু হোটেলে এই নতুন চারটি পণ্যের মোড়ক উন্মোচন করে কোম্পানিটি।

উক্ত অনুষ্ঠানে কোম্পানির সম্মানিত চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্ট গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের এমডি, ডিএমডি, ডিরেক্টরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানির পরিবেশকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানের শুরুতে কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডা. আ ক ম মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাসফিয়া জাহেদী, হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি এবং হেড অব সেলস রেজওয়ান হামিদ সিজান বিশেষ বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বক্তব্যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, রেডিয়েন্ট কেয়ার লিমিটেড খুব অল্প সময়ের মধ্যে কোম্পানির সেলস নেটওয়ার্ক প্রসার করতে পেরেছে এবং দেশি পণ্য হিসাবে পণ্যের গুণগত মানের জন্য দ্রুত সময়ের মধ্যে ভোক্তাদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছে যা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা হিসাবে আমরা সামনের দিনগুলোতে আরও নতুন নতুন পণ্য আপনাদের জন্য উৎপাদন শুরুর পরিকল্পনা করেছি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদী। তিনি বলেন, রেডিয়েন্ট গ্রুপের ব্যবসায়িক ভিত্তি হচ্ছে কোয়ালিটি। আর সেই ধারাবাহিকতা হিসাবে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড বিশ্বমানের পণ্য ভোক্তাদের জীবনমান উন্নয়নে সকলের নিকট পৌঁছে দিবে। 

বাংলাদেশের গ্রাহকদের আন্তৰ্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড টয়লেট্রিজ পণ্যের বাজারজাতকরণের মধ্য দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করে। বর্তমানে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড ‘রেডি’, স্কিন কেয়ার ব্র্যান্ড ‘কমেলি’, বেবি কেয়ার ব্র্যান্ড ‘কিন্ডার’, পার্সোনাল হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘রেক্সল’ এবং ফিমেল হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘শিউলি’ ভোক্তাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে। 

রেডিয়েন্ট গ্রুপের অন্যতম এই প্রতিষ্ঠান শুরু থেকে বিশ্বমানের পণ্য উৎপাদনের লক্ষ্যে কোম্পানির সকল কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে ।

পণ্য মানের এই ধারাবাহিকতা ধরে রাখতে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড জার্মানি ও তাইওয়ানসহ বিশ্বের উন্নত দেশগুলোর মেশিনের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ অবস্থিত নিজস্ব ফ্যাক্টরিতে ইতোমধ্যে পণ্য উৎপাদন শুরু করেছে। 

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের জন্য আকর্ষণীয় রেফেল-ড্র ও জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন অন্বয় মাজহারের

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন অন্বয় মাজহারের
অন্বয় মাজহার। ছবি: বিজ্ঞপ্তি

একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এ বছর দুটি বিষয়ে 'আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লারনার অ্যাওয়ার্ডসের' ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন
করেছেন প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশের' প্রধান নির্বাহী ও পাক্ষিক ‘অন্যদিনের' সম্পাদক মাজহারুল ইসলামের ছোট ছেলে অন্বয় মাহজার। পঁয়ষট্টিজন বাংলাদেশি ছাত্র একটি বিষয়ে এ সম্মানে ভূষিত হলেও অন্বয় দুটি বিষয়ে এ সম্মান অর্জন করেছেন।

ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে ৩০ নভেম্বর ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুন মাসে অনুষ্ঠিত ক্যামব্রিজ এক্সামিনেশন সিরিজে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়। ম্যাথমেটিকস ও অ্যাকাউন্টিং বিষয়ে এ পুরস্কার পেয়েছেন অন্বয় মাজহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই মি জেমস গোল্ডম্যান এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেজ ডেভেলপমেন্ট ডিরেক্টর সারওয়াত রেজা।

এ উপলক্ষে ক্যামব্রিজের আন্তর্জাতিক শিক্ষা বিভাগের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ একটি ভিডিও বার্তা পাঠান।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষার সর্বোচ্চ নম্বর অর্জনকারীকে সম্মানিত করার ২০২৪ সালের এ আয়োজনে টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি, ও বেস্ট অ্যাক্রস এ চারটি ক্যাটাগরিতে ৯৮ জন বাংলাদেশি শিক্ষার্থী ১২১টি পুরস্কার পায়। ১২১টি পুরস্কারের মধ্যে ৬৫জন ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার পায়।

প্রতি বছর পৃথিবীজুড়ে এক মিলিয়ন শিক্ষার্থী ক্যামব্রিজের কোর্সে অংশগ্রহণ করে। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ১৬০ বছর ধরে এ পরীক্ষা চালাচ্ছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন 'ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার বাংলাদেশের' শাহিন রেজা। তিনি বলেন, ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশে দ্রুততম বেড়ে ওঠা আন্তর্জাতিক পুরস্কৃতকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্কুল ও শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ বছর ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কঠোর পরিশ্রমের প্রমাণ।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতিও রয়েছে অন্বয়ের গভীর ভালোবাসা। ইতোমধ্যে তার একটি বইও প্রকাশিত হয়েছে। এ ছাড়া তার লেখা ভ্রমণকাহিনী সুধীজনের নজর কেড়েছে। লেখালেখির পাশাপাশি পিয়ানোবাদনেও সে সংগীত অনুরাগীদের মুগ্ধ করেছে।

বিজ্ঞপ্তি/মেহেদী/এমএ/

ল্যাবএইড ক্যানসার হাসপাতালের বিশেষ ইয়োগা সেশন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
ল্যাবএইড ক্যানসার হাসপাতালের বিশেষ ইয়োগা সেশন
ছবি : বিজ্ঞপ্তি

বিশ্ব ফুসফুস ক্যানসার সচেতনতা মাস (নভেম্বর) উপলক্ষে ফুসফুসের সুস্থতার জন্য ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক ইয়োগা (যোগব্যায়াম) সেশনের আয়োজন করে।

গত ৩০ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক রবীন্দ্র সরোবরে এই সেশনটি অনুষ্ঠিত হয়।

এতে মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইয়োগা প্রশিক্ষক সালদিন যোগী। ইন্টারন্যাশনাল ইয়োগা ফেডারেশন ও ইয়োগা অলিম্পিক কমিটির প্রতিনিধিত্বকারী এই প্রশিক্ষক ২০২১ সালে বিশ্ব ইয়োগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সেশনজুড়ে তার দক্ষতা ও পেশাদারত্বে উপস্থিত সবাই মুগ্ধ হন। ওই সেশনে ইয়োগার বিভিন্ন কৌশল, বিশেষত ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ এবং দেহের ভারসাম্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। 

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম নিজেও সেশনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ শুধু শরীর ও মনের সুস্থতার জন্যই নয়, বরং সচেতনতারও একটি বিশেষ বার্তা দেয়।’

প্রকৃতির কোলে সবুজে ঘেরা রবীন্দ্র সরোবরের মনোরম পরিবেশ পুরো সেশনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

এই ইয়োগা সেশনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বিভিন্ন ধরনের দেশীয় পিঠার সম্ভারে অংশগ্রহণকারীদের মাঝে সজীবতা যোগ হয়। পিঠা উৎসবটি আয়োজন করা হয়েছিল সবাইকে আরও একত্রিত করতে এবং দেশের সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরতে।

সেশনে অংশ নিতে আগ্রহী মানুষদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন বয়সের মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম এই সেশনে যোগ দেন। সেশনের মাধ্যমে তারা ফুসফুসের যত্ন নেওয়ার কার্যকর কৌশল সম্পর্কে ধারণা পান। এই সেশনের মধ্য দিয়ে লাবএইড ক্যানসার হাসপাতাল শুধু রোগ নিরাময়ে নয়, বরং মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার যে অঙ্গীকার করেছে, তা আরও এক ধাপ এগিয়ে গেল।

বিজ্ঞপ্তি/সালমান/