ঢাকা ১৭ অগ্রহায়ণ ১৪৩১, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ওয়ালটন কম্পিউটারের ডিলার মিট অনুষ্ঠিত

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
ঢাকায় ওয়ালটন কম্পিউটারের ডিলার মিট অনুষ্ঠিত
ওয়ালটন কম্পিউটারের ঢাকা ডিলার মিট। ছবি: খবরের কাগজ

দেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ওয়ালটন কম্পিউটারের ঢাকা ডিলার মিট।

দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত এই ডিলার মিটে ঢাকা ডিভিশনের শতাধিক আইটি ব্যবসায়ী অংশ নেন।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা আরও সহজে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করেন এতে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অভিনেতা আজিজুল হাকিমের উপস্থাপনায় অনুষ্ঠানে কি-নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ।

এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ইনচার্জ আবু জাহিদ পরাগ।

তৌহিদুর রহমান রাদ জানান, বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪১ ধরনের আইটি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। আধুনিক বিশ্বে ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের পণ্য দিতে ওয়ালটন প্রতিনিয়ত কাজ করছে। চলতি মাসেই ক্রেতাদের জন্য ত্রয়োদশ ও চতুর্দশ প্রজন্মের ল্যাপটপ-কম্পিউটার উন্মুক্ত করতে এবং খুব শিগগিরই ইন্টেল আল্ট্রা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সমৃদ্ধ ল্যাপটপ ও ডেক্সটপ আনছে প্রতিষ্ঠানটি।

এ সময় জানানো হয় ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন ৪’-এর আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্যের বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ছয় মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য কেনার ক্ষেত্রেও রয়েছে এই ছাড় সুবিধা। এ ছাড়া অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী কেনায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য।

বিজ্ঞপ্তি/মেহেদী/সালমান/

আইআইএবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
আইআইএবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশের (আইআইএবি) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘Synergize Audit Experiences: Insights, Innovation, Impact’ এ প্রতিপাদ্যকে ধারণ করে অংশ নেন জাতীয় ও আন্তর্জাতিক বক্তাসহ দেশের ৫৭টিরও বেশি প্রতিষ্ঠানের ১২০-এরও বেশি অভ্যন্তরীণ অডিট পেশাজীবী।

সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল অডিটিংয়ের উদীয়মান প্রবণতা, শিল্পের সেরা অনুশীলন এবং কার্যকর অন্তর্দৃষ্টির ওপর আলোকপাত। 

আলোচকরা উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর পদ্ধতির প্রয়োজনীয়তা এবং অভ্যন্তরীণ অডিট পেশাকে আরও শক্তিশালী করতে সার্টিফাইড ইন্টারনাল অডিটরের (সিআইএ) সংখ্যা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এই উদ্যোগকে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়, যা প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএবির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব রাইহান শামসি, সাবেক সভাপতি আতিক-ই-রাব্বানি,  মোহাম্মদ ইকবাল হোসেন,  সহ-সভাপতি এম নুরুল আলম,  নন্দ দুলাল সাহা,  সভাপতি  অজিত কুমার পল, এবং সেক্রেটারি অমিতাভ সাহা।

আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন এবং প্রাইম ইন্স্যুরেন্স কো. লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সহদাত হোসেন, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসেন, বিডি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কাইসার হামিদ, ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রমুখ। 

আইআইএবি ২০০৪ সালে The Institute of Internal Auditor (IIA) গ্লোবালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০১৬ সালে সরকারি লাইসেন্স লাভ এবং আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হয়। 

গত অক্টোবর পর্যন্ত আইআইএবি ৫৩৫ জন সদস্য এবং ৪৬ জন সার্টিফাইড ইন্টারনাল অডিটরের মাধ্যমে অভ্যন্তরীণ অডিটিংয়ে উৎকর্ষতা ও উদ্ভাবনকে অগ্রসর করছে।

বিজ্ঞপ্তি/নাবিল/

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের অফিসিয়াল ক্লাব ভিজিট অব দি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। একই দিনে ক্লাবটির জেনারেল মিটিং এবং ফান এন্ড ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ভাইস চেয়ারম্যান জেসরিনা হায়দার, শামীম খন্দাকার, প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা। এ সময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে থেলাসেমিয়া ফাউন্ডেশনকে ২টি হুইল চেয়ার, আলোর প্রদীপকে সেলাই মেশিন, স্পর্শ ফাউন্ডেশন ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছে এ সংগঠনের প্রতিটি সদস্য।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

সাজগোজের ৯ দিনব্যাপী ‘দ্য গ্রেট গিগা সেল’ শুরু

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
সাজগোজের ৯ দিনব্যাপী ‘দ্য গ্রেট গিগা সেল’ শুরু
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন বিউটি ও পারসোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজ বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ শুরু করেছে। ‘দিস ইয়ার’স বিগেস্ট বিউটি ফেস্ট স্টার্টস হিয়ার’ এই থিমকে সামনে রেখে স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং বিউটি প্রোডাক্টে থাকছে অবিশ্বাস্য ডিসকাউন্ট ও দারুণ সব অফার। ক্যাম্পেইনটি ১ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। 

রবিবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সাজগোজের ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ দিচ্ছে পছন্দের পণ্য কিনে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে সেল চলাকালীন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা স্টোর থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা মূল্যের পণ্য কিনতে হবে। এরপর, তাদের ফেইসবুক অথবা ইন্সটাগ্রাম পেইজের ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ ক্যাম্পেইনের অফার পোস্টে কমেন্ট করতে হবে। কমেন্টে অবশ্যই #shajgoj, #shopshajgoj এবং #shajgojgigasale2024 হ্যাশট্যাগগুলো ব্যবহার করে বন্ধুদের মেনশন/ ট্যাগ করতে হবে। যত বেশি বন্ধুদের মেনশন/ ট্যাগ করবেন, পুরস্কার জেতার সুযোগ তত বেশি থাকবে। ক্যাম্পেইন শেষে তিন জন ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবে। প্রথম বিজয়ী পাবে কক্সবাজারে তিন দিন দুই রাতের কাপল ট্রিপ, দ্বিতীয় বিজয়ী পাবে চার হাজার টাকা মূল্যের গিফট হ্যাম্পার এবং তৃতীয় বিজয়ী পাবে দুই হাজার টাকা মূল্যের গিফট হ্যাম্পার। 

এ প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন বলেন, ‘সাজগোজ শুধু একটি বিউটি কেয়ার প্ল্যাটফর্মই নয়, আমরা প্রতিটি গ্রাহকের নিজস্ব চাহিদা অনুযায়ী পণ্য দিয়ে থাকি। ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা বিশেষ ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল, ফ্রি ডেলিভারি ও পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পাবেন এবং এর মাধ্যমে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে আমি আশাবাদী।’

এক্সক্লুসিভ এই ক্যাম্পেইনের পাশাপাশি সাজগোজ পুরো সিজন জুড়ে দিচ্ছে দারুণ সব ডিসকাউন্ট। স্কিনকেয়ার, হেয়ারকেয়ার ও বিউটি প্রোডাক্টে গ্রাহকরা সর্বোচ্চ ৭০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। সেল চলাকালীন বডি লোশন পাওয়া যাবে মাত্র ৫৫ টাকা এবং ফেসওয়াশ পাওয়া যাবে মাত্র ৪৯ টাকায়। এছাড়া, আরও আছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার এবং ইউনিলিভার, ম্যারিকো, দ্য অর্ডিনারি, রেভলন-এর মতো ব্র্যান্ডের পণ্যে ৫০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট।  

এই শীতে সাজগোজ নিয়ে এসেছে বিশেষ বান্ডেল অফার, যেখানে থাকছে স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং কসমেটিকস পণ্যে আকর্ষণীয় ছাড়। আরও আছে লোশন ও লিপ বাম-এ এক্সক্লুসিভ ডিসকাউন্ট ও বিভিন্ন কম্বো প্যাক অফার। মাত্র ১৩০ টাকায় পাওয়া যাবে লিপ বাম ও লোশনের কম্বো প্যাক।  

বিস্তারিত জানতে ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট বা স্টোর অথবা ডাউনলোড করুন সাজগোজের অ্যাপ। 

প্রসঙ্গত ২০১৩ সালে প্রতিষ্ঠিত সাজগোজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিউটি ও পারসোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম, যা মানসম্পন্ন বিউটি সমাধান ও প্রোডাক্ট দেশব্যাপী সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে একটি কনটেন্ট-শেয়ারিং সাইট হিসেবে শুরু হলেও সাজগোজ বর্তমানে একটি বিশ্বস্ত অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে ল’রিয়াল, রেভলনের মতো আন্তর্জাতিক ও স্থানীয় উভয় ব্র্যান্ডের প্রোডাক্ট রেঞ্জ রয়েছে। ২০২২ সালে সাজগোজ ২১ কোটি টাকা বিনিয়োগ পায়, যার মধ্যে ১৭ কোটি টাকা (২ মিলিয়ন মার্কিন ডলার) আসে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেকোইয়া ক্যাপিটাল এবং একটি দেশীয় টেক-ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে। সিঙ্গাপুরের অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস এবং আহান ইনভেস্টমেন্টের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠানও সাজগোজ-এর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। 

বর্তমানে সাজগোজ ৮ শতাধিক কর্মচারীর একটি দক্ষ দল, যাদের মধ্যে প্রায় ৫০০ জন নারী, দ্বারা পরিচালিত হচ্ছে। ১০ লক্ষাধিক বিশ্বস্ত গ্রাহক এবং ৭০% রিটার্ন রেটসহ সাজগোজ বাংলাদেশের বিউটি ও পারসোনাল কেয়ার ইন্ডাস্ট্রিকে ক্রমাগত রূপান্তরিত করে চলেছে।

বিজ্ঞপ্তি/এমএ/

বগুড়ায় আনসার-ভিডিপি ব্যাংকের শাখা সম্মেলন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
বগুড়ায় আনসার-ভিডিপি ব্যাংকের শাখা সম্মেলন
বগুড়ায় আনসার-ভিডিপি ব্যাংকের জেলা শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বিজ্ঞপ্তি

বগুড়ায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জেলা শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) জেলার শাহজাহানপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। 

বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিসহ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ২০২৩-২৪ অর্থছরের শাখাভিত্তিক মূল্যায়ন পর্যালোচনা করেন এবং ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করে সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তি/নাবিল/

মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান
ছবি: বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আইএফআইসি ব্যাংকের ওভারসিজ অপারেশনসের পাকিস্তানের গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকের (জয়েন্ট ভেঞ্চার অব আইএফআইসি) ডিএমডি ছিলেন।

২০১৪ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েটস।

তিনি ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস এবং লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন। 

বিজ্ঞপ্তি/মেহদী