ঢাকা ১৭ অগ্রহায়ণ ১৪৩১, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

সেরা রাঁধুনী সিজন ৮: রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম
সেরা রাঁধুনী সিজন ৮: রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু
ছবি: বিজ্ঞপ্তি

আবারও শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো- ‘সেরা রাঁধুনী: রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই’। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী’ ফিরছে সিজন ৮ নিয়ে। “সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ”- এই স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। 

দেশ-বিদেশের নানারকম রান্নায় পারদর্শী রাঁধুনীদের খুঁজে বের করার প্রতিযোগিতা ‘সেরা রাঁধুনী সিজন ৮’ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। 

গত কয়েক সিজনের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে যথারীতি অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ, সাথে মনোরম দৃশ্যায়ন। 

মঙ্গলবার (৫ নভেম্বর)  ঢাকার শেরাটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় মঞ্চে তার সাথে আরও ছিলেন প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, এবং মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার তিন বিজ্ঞ বিচারক রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, শেফ নাঈম আশরাফ, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমা। 

অনুষ্ঠানে দেশের শীর্ষ গণ্যমাধ্যমের প্রতিনিধিরাসহ আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের ঊর্ধতন কর্মকর্তারা। 

অনুষ্ঠানের শুরুতে সেরা রাঁধুনীর বিগত ৭ সিজনের পথ-পরিক্রমা নিয়ে ভিডিওচিত্র প্রদর্শনের পর সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইমতিয়াজ ফিরোজ। এরপর মিডিয়াকম লিমিটেড ও মাছরাঙা টেলিভিশনের প্রেক্ষাপট থেকে প্রতিযোগিতার নেপথ্য পরিকল্পনা সম্পর্কে জানিয়ে বক্তব্য রাখেন অজয় কুমার কুন্ডু। সেরা রাঁধুনীর সর্বশেষ সিজন রিক্যাপ দেখানো শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. পারভেজ সাইফুল ইসলাম।

দেশের রান্নার শিল্পীদের প্রতিভা সারা দেশে ছড়িয়ে দিতে এবারের সিজনে নতুন আঙ্গিক যুক্ত হচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। সাথে এবারের প্রতিযোগিতা ও অনুষ্ঠান পরিকল্পনায় বরাবরের মতোই অভিনব চমক থাকার আভাস দেন। এরপর সেরা রাঁধুনী সিজন ৮-এর নতুন লোগো উন্মোচন এবং প্রোমোশনাল বিজ্ঞাপন দেখানোর পর তিন বিচারক সংক্ষিপ্ত বক্তব্যে এবারের সিজন নিয়ে তাদের পরিকল্পনা ও আশাবাদ ব্যক্ত করেন। তারপর রেজিস্ট্রেশন ও রেসিপি পাঠানোর জন্য সেরা রাঁধুনীর নিজস্ব ওয়েবসাইট www.sheraradhuni.com-এর সাথে পরিচয় করিয়ে বিচারকদের সাথে নিয়ে ইমতিয়াজ ফিরোজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মৌসুমী মৌ।

সেরা রাঁধুনী সিজন ৮ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ৫ নভেম্বর ২০২৪ শুরু হয়ে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগিকে নিজস্ব রেসিপি (ওয়ার্ড ফাইল বা স্পষ্টাক্ষরে হাতে লেখা রেসিপির ছবি), তৈরিকৃত খাবারের ছবি, এবং প্রতিযোগির ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাঁধুনীর নিজস্ব ওয়েবসাইট www.sheraradhuni.com -এ সাবমিট করে কিংবা সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে এসএফবিএল টাওয়ার, রোড-২৭, ১১/সি, বনানী, ঢাকা-১২১৩ -এই ঠিকানায় পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সংবাদ সম্মেলনে রেসিপি পাঠানোর জন্য সেরা রাঁধুনীর নিজস্ব ওয়েবসাইট www.sheraradhuni.com-এর সাথেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

‘সেরা রাঁধুনী’ বাছাইয়ের জন্য পুরো বাংলাদেশের সব বিভাগ মিলে মোট ১১টি অডিশন হবে। এরপর ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেওয়া হবে। স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতার নানা ধাপে প্রতিযোগিদের ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতার উপর ভিত্তি করে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী সিজন ৮’। 

পুরস্কার হিসেবে তিনি জিতে নেবেন পনেরো লক্ষ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে দশ লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা।

রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের প্রয়োজনে রয়েছে একটি বিশেষ হটলাইন নম্বর ০৯৬১২১১১৩৩৩ (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা, রবি থেকে বৃহস্পতিবার)। রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন সেরা রাঁধুনীর ফেসবুক পেইজ: www.facebook.com/SheraRadhuni সেরা রাঁধুনী সিজন ৮-এর পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে থাকছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে রয়েছে মাছরাঙা টেলিভিশন। প্রিন্ট ও অনলাইন মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ। হসপিটালিটি পার্টনার রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।

অংশগ্রহণের নিয়মাবলি

অংশগ্রহণের জন্য নিজস্ব রান্নার রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করুন

প্রয়োজনীয় তথ্য: নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ইমেইল, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনপত্র/পাসপোর্ট নম্বর, এর আগে কখনো সেরা রাঁধুনীতে অংশগ্রহণ করেছেন কী না, করলে সাল এবং অর্জিত অবস্থান, আপনার নিজের সম্পর্কে তথ্য (সর্বোচ্চ ২০০ শব্দে ওয়ার্ড ফাইলে টাইপ করে আপলোড করে অথবা কাগজে হাতে লিখে সেটার ছবি তুলে আপলোড করে সাবমিট করা যাবে)
•অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে
•অংশগ্রহণকারীর বয়স ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে ন্যূনতম ১৮ বছর হওয়া বাধ্যতামূলক
•রেজিস্ট্রেশনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৪
•সেরা রাঁধুনী ১৪২৯-এর স্টুডিও রাউন্ডে অংশ নেয়া প্রতিযোগীরা সেরা রাঁধুনী সিজন ৮-এ রেজিস্ট্রেশন করতে পারবেন না
•এছাড়াও কুরিয়ারের মাধ্যমে আপনার রেসিপি, খাবারের ছবি ও আপনার ছবি, এসএফবিএল টাওয়ার, রোড-২৭, ১১/সি, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পাঠিয়ে সেরা রাঁধুনী সিজন ৮-এ অংশগ্রহণ করতে পারবেন

প্রতিযোগিতার নিয়মাবলি

•বিচারকদের রায়ে রেসিপি নির্বাচিত হলে প্রতিযোগীকে বিভাগীয় অডিশনের জন্য আহ্বান করা হবে
•অডিশনের জন্য নির্বাচিত রেসিপির খাবার অডিশনের দিন তৈরি করে নিয়ে আসতে হবে
•তৈরিকৃত খাবার ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলে ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে

সংবাদ বিজ্ঞপ্তি/এমএ/

আইআইএবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
আইআইএবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশের (আইআইএবি) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘Synergize Audit Experiences: Insights, Innovation, Impact’ এ প্রতিপাদ্যকে ধারণ করে অংশ নেন জাতীয় ও আন্তর্জাতিক বক্তাসহ দেশের ৫৭টিরও বেশি প্রতিষ্ঠানের ১২০-এরও বেশি অভ্যন্তরীণ অডিট পেশাজীবী।

সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল অডিটিংয়ের উদীয়মান প্রবণতা, শিল্পের সেরা অনুশীলন এবং কার্যকর অন্তর্দৃষ্টির ওপর আলোকপাত। 

আলোচকরা উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর পদ্ধতির প্রয়োজনীয়তা এবং অভ্যন্তরীণ অডিট পেশাকে আরও শক্তিশালী করতে সার্টিফাইড ইন্টারনাল অডিটরের (সিআইএ) সংখ্যা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এই উদ্যোগকে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়, যা প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএবির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব রাইহান শামসি, সাবেক সভাপতি আতিক-ই-রাব্বানি,  মোহাম্মদ ইকবাল হোসেন,  সহ-সভাপতি এম নুরুল আলম,  নন্দ দুলাল সাহা,  সভাপতি  অজিত কুমার পল, এবং সেক্রেটারি অমিতাভ সাহা।

আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন এবং প্রাইম ইন্স্যুরেন্স কো. লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সহদাত হোসেন, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসেন, বিডি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কাইসার হামিদ, ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রমুখ। 

আইআইএবি ২০০৪ সালে The Institute of Internal Auditor (IIA) গ্লোবালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০১৬ সালে সরকারি লাইসেন্স লাভ এবং আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হয়। 

গত অক্টোবর পর্যন্ত আইআইএবি ৫৩৫ জন সদস্য এবং ৪৬ জন সার্টিফাইড ইন্টারনাল অডিটরের মাধ্যমে অভ্যন্তরীণ অডিটিংয়ে উৎকর্ষতা ও উদ্ভাবনকে অগ্রসর করছে।

বিজ্ঞপ্তি/নাবিল/

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের অফিসিয়াল ক্লাব ভিজিট অব দি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। একই দিনে ক্লাবটির জেনারেল মিটিং এবং ফান এন্ড ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ভাইস চেয়ারম্যান জেসরিনা হায়দার, শামীম খন্দাকার, প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা। এ সময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে থেলাসেমিয়া ফাউন্ডেশনকে ২টি হুইল চেয়ার, আলোর প্রদীপকে সেলাই মেশিন, স্পর্শ ফাউন্ডেশন ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছে এ সংগঠনের প্রতিটি সদস্য।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

সাজগোজের ৯ দিনব্যাপী ‘দ্য গ্রেট গিগা সেল’ শুরু

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
সাজগোজের ৯ দিনব্যাপী ‘দ্য গ্রেট গিগা সেল’ শুরু
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন বিউটি ও পারসোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজ বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ শুরু করেছে। ‘দিস ইয়ার’স বিগেস্ট বিউটি ফেস্ট স্টার্টস হিয়ার’ এই থিমকে সামনে রেখে স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং বিউটি প্রোডাক্টে থাকছে অবিশ্বাস্য ডিসকাউন্ট ও দারুণ সব অফার। ক্যাম্পেইনটি ১ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। 

রবিবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সাজগোজের ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ দিচ্ছে পছন্দের পণ্য কিনে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে সেল চলাকালীন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা স্টোর থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা মূল্যের পণ্য কিনতে হবে। এরপর, তাদের ফেইসবুক অথবা ইন্সটাগ্রাম পেইজের ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ ক্যাম্পেইনের অফার পোস্টে কমেন্ট করতে হবে। কমেন্টে অবশ্যই #shajgoj, #shopshajgoj এবং #shajgojgigasale2024 হ্যাশট্যাগগুলো ব্যবহার করে বন্ধুদের মেনশন/ ট্যাগ করতে হবে। যত বেশি বন্ধুদের মেনশন/ ট্যাগ করবেন, পুরস্কার জেতার সুযোগ তত বেশি থাকবে। ক্যাম্পেইন শেষে তিন জন ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবে। প্রথম বিজয়ী পাবে কক্সবাজারে তিন দিন দুই রাতের কাপল ট্রিপ, দ্বিতীয় বিজয়ী পাবে চার হাজার টাকা মূল্যের গিফট হ্যাম্পার এবং তৃতীয় বিজয়ী পাবে দুই হাজার টাকা মূল্যের গিফট হ্যাম্পার। 

এ প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন বলেন, ‘সাজগোজ শুধু একটি বিউটি কেয়ার প্ল্যাটফর্মই নয়, আমরা প্রতিটি গ্রাহকের নিজস্ব চাহিদা অনুযায়ী পণ্য দিয়ে থাকি। ‘দ্য গ্রেট গিগা সেল ২০২৪’ ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা বিশেষ ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল, ফ্রি ডেলিভারি ও পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পাবেন এবং এর মাধ্যমে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে আমি আশাবাদী।’

এক্সক্লুসিভ এই ক্যাম্পেইনের পাশাপাশি সাজগোজ পুরো সিজন জুড়ে দিচ্ছে দারুণ সব ডিসকাউন্ট। স্কিনকেয়ার, হেয়ারকেয়ার ও বিউটি প্রোডাক্টে গ্রাহকরা সর্বোচ্চ ৭০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। সেল চলাকালীন বডি লোশন পাওয়া যাবে মাত্র ৫৫ টাকা এবং ফেসওয়াশ পাওয়া যাবে মাত্র ৪৯ টাকায়। এছাড়া, আরও আছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার এবং ইউনিলিভার, ম্যারিকো, দ্য অর্ডিনারি, রেভলন-এর মতো ব্র্যান্ডের পণ্যে ৫০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট।  

এই শীতে সাজগোজ নিয়ে এসেছে বিশেষ বান্ডেল অফার, যেখানে থাকছে স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং কসমেটিকস পণ্যে আকর্ষণীয় ছাড়। আরও আছে লোশন ও লিপ বাম-এ এক্সক্লুসিভ ডিসকাউন্ট ও বিভিন্ন কম্বো প্যাক অফার। মাত্র ১৩০ টাকায় পাওয়া যাবে লিপ বাম ও লোশনের কম্বো প্যাক।  

বিস্তারিত জানতে ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট বা স্টোর অথবা ডাউনলোড করুন সাজগোজের অ্যাপ। 

প্রসঙ্গত ২০১৩ সালে প্রতিষ্ঠিত সাজগোজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিউটি ও পারসোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম, যা মানসম্পন্ন বিউটি সমাধান ও প্রোডাক্ট দেশব্যাপী সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে একটি কনটেন্ট-শেয়ারিং সাইট হিসেবে শুরু হলেও সাজগোজ বর্তমানে একটি বিশ্বস্ত অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে ল’রিয়াল, রেভলনের মতো আন্তর্জাতিক ও স্থানীয় উভয় ব্র্যান্ডের প্রোডাক্ট রেঞ্জ রয়েছে। ২০২২ সালে সাজগোজ ২১ কোটি টাকা বিনিয়োগ পায়, যার মধ্যে ১৭ কোটি টাকা (২ মিলিয়ন মার্কিন ডলার) আসে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেকোইয়া ক্যাপিটাল এবং একটি দেশীয় টেক-ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে। সিঙ্গাপুরের অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস এবং আহান ইনভেস্টমেন্টের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠানও সাজগোজ-এর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। 

বর্তমানে সাজগোজ ৮ শতাধিক কর্মচারীর একটি দক্ষ দল, যাদের মধ্যে প্রায় ৫০০ জন নারী, দ্বারা পরিচালিত হচ্ছে। ১০ লক্ষাধিক বিশ্বস্ত গ্রাহক এবং ৭০% রিটার্ন রেটসহ সাজগোজ বাংলাদেশের বিউটি ও পারসোনাল কেয়ার ইন্ডাস্ট্রিকে ক্রমাগত রূপান্তরিত করে চলেছে।

বিজ্ঞপ্তি/এমএ/

বগুড়ায় আনসার-ভিডিপি ব্যাংকের শাখা সম্মেলন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
বগুড়ায় আনসার-ভিডিপি ব্যাংকের শাখা সম্মেলন
বগুড়ায় আনসার-ভিডিপি ব্যাংকের জেলা শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বিজ্ঞপ্তি

বগুড়ায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জেলা শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) জেলার শাহজাহানপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। 

বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিসহ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ২০২৩-২৪ অর্থছরের শাখাভিত্তিক মূল্যায়ন পর্যালোচনা করেন এবং ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করে সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তি/নাবিল/

মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান
ছবি: বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আইএফআইসি ব্যাংকের ওভারসিজ অপারেশনসের পাকিস্তানের গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকের (জয়েন্ট ভেঞ্চার অব আইএফআইসি) ডিএমডি ছিলেন।

২০১৪ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েটস।

তিনি ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস এবং লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন। 

বিজ্ঞপ্তি/মেহদী