ছবি: বিজ্ঞাপন
বাংলাদেশে আন্তর্জাতিক এসওএস (SOS) শিশুপল্লীর সঙ্গে সহযোগিতামূলক পার্টনারশিপে অন্তর্ভূক্ত হলো বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক।
এর অধীনে, ২০২৫ সালে শিশুপল্লীটির সব শিশুদের মেডিক্যাল ব্যয় বহন করা ছাড়াও এসওএস ভকেশনাল ট্রেনিং সেন্টারে একশ যুবার বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে ইবিএল।
এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর জাতীয় পরিচালক ড. মো. এনামুল হককে একটি চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের সহযোগিতার সফল বাস্তবায়নের জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করছি। ইস্টার্ন ব্যাংকের এই অনুদান আমাদের শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করি। সমাজের সবচেয়ে অরক্ষিত এই জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে আন্তরিক আগ্রহের জন্য ইস্টার্ন ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞ।’
আহমেদ শাহীন বলেন, ‘স্বাস্থ্যসেবা ও যুবাদের দক্ষতা উন্নয়নে এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর সঙ্গে কাজ করার এটি একটি অনন্য সুযোগ। আমরা ইস্টার্ন ব্যাংকে যা কিছু করি তার চূড়ান্ত লক্ষ্য হলো সামাজিক উন্নয়ন। অর্থপূর্ণ ও সঠিক পার্টনারশিপের মাধ্যমে উভয় পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ থাকে। আমাদের এই পার্টনারশিপের লক্ষ্য হলো এসওএস শিশুপল্লীর সব শিশু ও যুবাদের জীবনের মান ও ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখা।’
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর পোর্টফোলিও ম্যানেজার- এশিয়া/এসওএস-কিন্ডারডোরফার এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি থোরার্লফ মুলার, শিশুপল্লীর আন্তর্জাতিক প্রতিনিধি এশিয়া রাজনিশ জৈন, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কম্যুনিকেশন্সের উপ-পরিচালক রাশাল মিয়া, কর্পোরেট ফান্ড রেজিং এর মো. আরমান কবির মাহিদ; ইবিএল কম্যুনিকেশন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব) মো. আব্দুস সালাম, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এবং হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেম মো. মাসকুর রেজা।
সংবাদ বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/