ঢাকা ২৩ অগ্রহায়ণ ১৪৩১, রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪

এবি ব্যাংকের কালেকশন বুথের উদ্বোধন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
এবি ব্যাংকের কালেকশন বুথের উদ্বোধন
ছবি : বিজ্ঞপ্তি

এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নতুন আঙ্গিকে কালেকশন বুথের উদ্বোধন করেছে। 

ব্যাংকের কারওয়ান বাজার শাখার অধীনে পরিচালিত এই বুথটি ইনস্টিটিউটের সব ফি জমা নেওয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধা দেবে।

সম্প্রতি বুথটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

ময়মনসিংহে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ এএম
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ এএম
ময়মনসিংহে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন
ময়মনসিংহে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন

ময়মনসিংহে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) ময়মনসিংহের সূর্যদীপ কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

এতে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকারসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ এবং ঢাকা (উত্তর) অঞ্চলের ব্যবস্থাপক ও ইভিপি আশিষ কুমার লস্কর, ঢাকা (উত্তর) অঞ্চলের শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার, উপশাখা ব্যবস্থাপকরা অংশ নেন।  

এ সময় আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংককে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি শ্রেণীকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দেন। বিশেষ করে ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য তিনি কর্মীদের নির্দেশনা দেন। 

অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া সম্মেলনের আগে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশেষ মতবিনিময় সভায় গ্রাহকদের মতামত গ্রহণ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞপ্তি/মেহেদী

মানারাত ইউনিভার্সিটিতে 'এমপাওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন' কর্মশালা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
মানারাত ইউনিভার্সিটিতে 'এমপাওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন' কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'এমপাওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ডিসেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ ও এডভান্টেক লিমিটেড যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। 

ইইই বিভাগের প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরীর স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মিজানুর রহমান। 

ইইই বিভাগের প্রধান কে এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রেস টেক লিমিটেডের চিফ ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার যোবায়ের আল বিল্লাল খান, এডভান্টেক বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইমরুল কায়েস পরাগ, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সোহেল রানা। 

প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মিজানুর রহমান ছাত্র-ছাত্রীদেরকে উদ্ভাবনী চিন্তার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

পিএলসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর একটি মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম উল্লেখ করে এ সময় তিনি শিক্ষার্থীদেরকে মার্স রোভারের মতো প্রকল্পেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইমরুল কায়েস জীবনের লক্ষ্য ঠিক করে গন্তব্যে পৌঁছতে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

ইঞ্জিনিয়ার যোবায়ের ড্রোন দিয়ে কৃষি, ব্যবসা, ইত্যাদি ক্ষত্রে আমাদের দেশের অসংখ্য সমস্যা সমাধান করা সম্ভব উল্লেখ করে এজন্য ছাত্র-ছাত্রীদেরকে উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান। 

দিনব্যাপী কর্মশালায় অংশ নেন ইইই বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পিএম
এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞাপন

এসবিএসি ব্যাংক পিএলসি এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার (৭ ডিসেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ডের ঝুঁকিব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ডিভিশন-২ এর পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর।

স্বাগত ব্যক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম। 

সম্মেলনে বক্তব্য রাখেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও মো. নাজিমউদ্দৌলা এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোসা. নাজমিন নাহার।

সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সশরীর ও অনলাইনে প্লাটফরমে অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

এসওএস শিশুপল্লীকে ইস্টার্ন ব্যাংকের সহায়তা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
এসওএস শিশুপল্লীকে ইস্টার্ন ব্যাংকের সহায়তা
ছবি: বিজ্ঞাপন

বাংলাদেশে আন্তর্জাতিক এসওএস (SOS) শিশুপল্লীর সঙ্গে সহযোগিতামূলক পার্টনারশিপে অন্তর্ভূক্ত হলো বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক। 

এর অধীনে, ২০২৫ সালে শিশুপল্লীটির সব শিশুদের মেডিক্যাল ব্যয় বহন করা ছাড়াও এসওএস ভকেশনাল ট্রেনিং সেন্টারে একশ যুবার বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে ইবিএল।

এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর জাতীয় পরিচালক ড. মো. এনামুল হককে একটি চেক হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের সহযোগিতার সফল বাস্তবায়নের জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করছি। ইস্টার্ন ব্যাংকের এই অনুদান আমাদের শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করি। সমাজের সবচেয়ে অরক্ষিত এই জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে আন্তরিক আগ্রহের জন্য ইস্টার্ন ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞ।’

আহমেদ শাহীন বলেন, ‘স্বাস্থ্যসেবা ও যুবাদের দক্ষতা উন্নয়নে এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর সঙ্গে কাজ করার এটি একটি অনন্য সুযোগ। আমরা ইস্টার্ন ব্যাংকে যা কিছু করি তার চূড়ান্ত লক্ষ্য হলো সামাজিক উন্নয়ন। অর্থপূর্ণ ও সঠিক পার্টনারশিপের মাধ্যমে উভয় পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ থাকে। আমাদের এই পার্টনারশিপের লক্ষ্য হলো এসওএস শিশুপল্লীর সব শিশু ও যুবাদের জীবনের মান ও ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখা।’

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসওএস আন্তর্জাতিক শিশুপল্লীর পোর্টফোলিও ম্যানেজার- এশিয়া/এসওএস-কিন্ডারডোরফার এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি থোরার্লফ মুলার, শিশুপল্লীর আন্তর্জাতিক প্রতিনিধি এশিয়া রাজনিশ জৈন, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কম্যুনিকেশন্সের উপ-পরিচালক রাশাল মিয়া, কর্পোরেট ফান্ড রেজিং এর মো. আরমান কবির মাহিদ; ইবিএল কম্যুনিকেশন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব) মো. আব্দুস সালাম, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এবং হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেম মো. মাসকুর রেজা।

সংবাদ বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে ‘ঝুঁকি সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। 

এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, উদ্যোক্তা পরিচালক এম আমানউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। 

সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অব সাইট সুপারভিশন ডিভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপ-পরিচালক রবিন চন্দ্র পাল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এবং ধন্যবাদ জানান এসভিপি ও ডিসিআরও (ভারপ্রাপ্ত) মো. নাসিম আলম। 

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহম্মদ এবং অসীম কুমার সাহা, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান উপস্থিত ছিলেন। 

ঝুঁকি সম্মেলনে সব ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিট প্রধান ও এমবিটিআইয়ের অধ্যক্ষ, সব আঞ্চলিক অফিসের প্রধান, সব শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ ও উপশাখার ইনচার্জসহ মোট ৪২১ জন কর্মকর্তা হাইব্রিড পদ্ধতিতে যুক্ত ছিলেন।

বিজ্ঞপ্তি/পপি/