ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

প্রাভা হেলথের পরিচালন কর্মকর্তা আব্দুল মতিন ইমন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম
প্রাভা হেলথের পরিচালন কর্মকর্তা আব্দুল মতিন ইমন
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

দেশের স্বাস্থ্যসেবায় দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড ‘প্রাভা হেলথ’র প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি ও পণ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন ইমন দায়িত্ব নিয়েছেন।

২০২২ সাল থেকে তিনি ওই পদে দায়িত্ব পালন করে আসছেন।

তার দায়িত্ব গ্রহণের বিষয়কে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের কর্ণধার সিলভানা কিউ সিনহা বলেন, ‘ইমনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সফলতার দিকে এগোবে বলে আমি মনে করি।’

দায়িত্ব গ্রহণের পর ইমন বলেন, ‘আমি আনন্দিত। আমাদের মূল লক্ষ্য সেবার মান কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে নজর দেওয়া। এ ছাড়াও সকল প্রতিকূলতা উপেক্ষা করে অগ্রসর হওয়া।’

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

সনি-স্মার্টের ইয়ার এন্ড সেলে আকর্ষণীয় অফার

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
সনি-স্মার্টের ইয়ার এন্ড সেলে আকর্ষণীয় অফার
ছবি: বিজ্ঞাপন

প্রযুক্তি খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও জাপানের সনি’র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) নিয়ে এলো আকর্ষণীয় ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন- ‘মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সনি-স্মার্টের নিজস্ব বিক্রয়কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রিকি লুকাস বলেন, ‘বাংলাদেশে সনি পণ্যের জনপ্রিয়তা এবং গ্রাহক-আস্থার প্রতিশ্রুতি হিসেবে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর-সনি-স্মার্ট নিয়ে এসেছে এই বিশেষ ক্যাম্পেইন। এই আয়োজনে মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইসের পাশাপাশি থাকছে বেশকিছু চমকপ্রদ উপহার। সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে জি-ফাইভ নীতির ভিত্তিতে নিজেদের সেবাকে আরও উন্নত করতে সনি-স্মার্ট প্রতিশ্রুতিবদ্ধ।’

সারোয়ার জাহান চৌধুরী বলেন, ‘সনি-স্মার্ট এর ‘মাইন্ড ব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ ক্যাম্পেইনটি সম্মানিত ক্রেতাদের জন্য সনি-স্মার্ট এর পণ্য ক্রয়ের সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় সুযোগ। আমাদের লক্ষ্য প্রতিটি ক্রেতার কাছে সনি-স্মার্টের মানসম্পন্ন পণ্য ও সেবার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া, যা তাদের সন্তুষ্টি ও আস্থাকে আরও সদৃঢ় করবে।’

সনি-স্মার্টের পক্ষ থেকে জানানো হয়, এই ইয়ার এন্ড সেলে মডেলভেদে সনি ব্রাভিয়া টিভি ও সনি মিউজিক সিস্টেম এর সঙ্গে অত্যন্ত আকর্ষণীয় শীতকালীন সনি প্রিমিয়াম জ্যাকেট; সনি ব্রাভিয়া টিভি ও স্মার্ট গুগল টিভির সঙ্গে চরকি, হইচই ও টি-স্পোর্টসের ৬ মাসের সম্পূর্ণ ফ্রি স্ট্রিমিং সাবস্ক্রিপশন; স্মার্ট এয়ার মাউস, পাওয়ার ব্যাঙ্ক, বাংলা কারাওকে, ৫ তারকা হোটেল - ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কাপল ডিনারসহ সনি-স্মার্ট এর সব পণ্যেই থাকছে আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি কম্বো অফারে পণ্য কেনা ও বাহারি সব উপহার। 

এ ছাড়া ক্রেতারা পুরনো টেলিভিশন/ ল্যাপটপ বদলে এক্সচেঞ্জ অফারে নতুন সনি ব্রাভিয়া টিভি কেনার সুযোগ; তাছাড়া ০ শতাংশ ইএমআই এবং জিপি স্টার ও নগদের ক্রেতারা ২৬ শতাংশ ছাড়ের  বিশেষ অফারও উপভোগ করতে পারবেন। সনি ও স্মার্ট টিভি ক্রেতারা পাবেন স্মার্ট স্পোর্টস একাডেমিতে কারাতে ও বেডমিন্টন কোর্সের এডমিশনে ৫০শতাংশ মূল্যছাড়। 

এ ছাড়াও  প্রতিটি সনি ব্রাভিয়া ও স্মার্ট গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ৬ মাসের ইএমআইতে ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ কিনতে বিশেষ সুবিধা পাবেন। যেমন মাত্র ৭ হাজার ৮৭৫ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে সরবরাহ করে। ২০২১ সালে সনি ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতের দায়িত্ব গ্রহণের পর থেকেই সনি-স্মার্ট ক্রেতাদের মাঝে এক আস্থা ও বিশ্বস্ততার নাম। 

বর্তমানে প্রতিষ্ঠানটির ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনার রয়েছে।ভবিষ্যতে শোরুম সংখ্যা ৫০-এ পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

এসিসিএর নতুন সদস্যদের সংবর্ধনা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
এসিসিএর নতুন সদস্যদের সংবর্ধনা
এসিসিএর সংবর্ধনা পাওয়া নতুন সদস্যরা। ছবি: সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের ‘সাসটেইনেবল ক্লাইমেট ট্রানজিশনের জন্য ফাইন্যান্স ফাংশনে নেতৃত্ব’ শীর্ষক আলোচনাসভায় নতুন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি তেজগাঁও অলোকি কনভেনশন সেন্টারে এসিসিএর বৈশ্বিক টেকসই উন্নয়ন এজেন্ডার অংশ হিসেবে এ অনুষ্ঠানের   আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে ২৮ জন নতুন সদস্য এবং ৪৪ জন নতুন এফসিসিএ (এএসিসিএ ফ্যালো) সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনের ট্রেড ও ইনভেস্টমেন্ট বিভাগের কান্ট্রি ডিরেক্টর মি. ড্যান পাশা।

এছাড়া আরও ছিলেন এসিসিএ গ্লোবাল প্রেসিডেন্ট মিস আয়লা মাজিদ, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিসেস প্রমা তাপসি খান এবং এসিসিএ গ্লোবালের হেড অব সাসটেইনেবিলিটি মিস অ্যামেলিন স্কেলটন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, ‘অর্থনীতির টেকসই উন্নয়নে স্বচ্ছতা, সুশাসন এবং কৌশলগত নেতৃত্ব অপরিহার্য। এই নীতিগুলি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য প্রাসঙ্গিক।

তারা আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

বিজ্ঞপ্তি/সুমন/

নারীর স্বাস্থ্য সচেতনতায় আইএফআইসি ব্যাংক-শক্তি ফাউন্ডেশনের ক্যাম্পেইন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
নারীর স্বাস্থ্য সচেতনতায় আইএফআইসি ব্যাংক-শক্তি ফাউন্ডেশনের ক্যাম্পেইন
ছবি: বিজ্ঞপ্তি

নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শক্তি ফাউন্ডেশন। বিশেষ এই ক্যাম্পেইনটির নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট হার পাওয়ার’।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুরান পল্টনের আইএফআইসি টাওয়ারে এ সংশ্লিষ্ট একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এই ক্যাম্পেইনটি ব্যাংকের নারী গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখায় পরিচালিত হবে।

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম ও শক্তি ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর ও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. শরিফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে মনিতুর রহমান, ইকবাল পারভেজ চৌধুরী, কে এ আর এম মোস্তফা কামাল এবং শক্তি ফাউন্ডেশনের হেড অব অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার নিলুফা ইয়াসমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সুমন/এমএ/

ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৩০ বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৩০ বর্ষপূর্তি উদযাপন
ছবি: খবরের কাগজ

বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রতিষ্ঠান ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড (এমবিএল)। দেশের সুপ্রতিষ্ঠিত শিল্পগ্রুপ অ্যাপেক্স হোল্ডিংস গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি বর্তমানে টেক্সটাইল শিল্পে শীর্ষস্থানীয় কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আস্থা অর্জন করেছে। 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্রতিষ্ঠানটির ৩০ বর্ষপূর্তি উদযাপন এবং ব্লু সাইন সিস্টেম পার্টনার অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেক্সটাইলস ও কেমিক্যালস প্রতিষ্ঠানের কর্ণধার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার, উপ–মহাব্যবস্থাপক (টেক্সটাইল) শাহিনুর আলম, সহকারী মহাব্যবস্থাপক (লেদার) প্রকৌশলী মাজহার মোহাম্মদ বাদলসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘নিত্যনতুন গবেষণা ও উদ্ভাবনে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড তাদের বিনিয়োগ অব্যাহত রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাটেক্স পরিবেশবান্ধব কেমিক্যালস উৎপাদন অব্যাহত রাখবে বলে আশা করি। ৩০ বর্ষপূর্তিতে ম্যাটেক্স পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন।’
স্বাগত বক্তব্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ বলেন, ‘ব্লু–সাইন সার্টিফিকেশন আমাদের ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে। আমরা সামনের দিনগুলোতে কেমিক্যাল উদ্ভাবন ও উৎপাদনে আরও মনোযোগী হব।’
মূল বক্তব্য উপস্থাপন করেন ব্লু–সাইন টেকনোলজি, এজির প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল রুফেনাখ্ট্, সিআরএম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ডিরেক্টর ক্যাথরিন ভি. মেয়ার এবং এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।
ড্যানিয়েল রুফেনাখ্ট্ বলেন, ‘ব্লু–সাইন হলো কেমিক্যালস উৎপাদন ও দায়বদ্ধতার সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড। ইতিমধ্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৭০–এর বেশি কেমিক্যালস ব্লু–সাইনের অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও কেমিক্যালস অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ম্যাটেক্স বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত।’
ক্যাথরিন ভি. মেয়ার বলেন, ‘ব্লু–সাইন সার্টিকিফেশন প্রাপ্তির মাধ্যমে ম্যাটেক্স শুধু বাংলাদেশেই নয়, বৈশ্বিক বাজারেও তাদের উপস্থিতি নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস।’
এ ছাড়া অতিথি হিসেবে শুভেচ্ছা–বক্তব্য দেন এশিয়াটিক গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহেল হোসেন বাবলু, টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন সোহেল এবং হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা–স্মারক তুলে দেন ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ ও মাহির আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়িক অংশীদার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাহির আহমেদ বলেন, ‘অ্যাপেক্স হোল্ডিং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ম্যাটেক্স বাংলাদেশের আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় অবদান রাখার ক্ষেত্রে ভবিষ্যতেও আমরা আপনাদেরকে পাশে চাই।’
অনুষ্ঠানে জানানো হয়, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশেষায়িত টেক্সটাইল কেমিক্যালস উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা ১৯৯৪ সালে উৎপাদন ও বিপণন শুরু করে। ম্যাটেক্স উৎপাদিত তিন শতাধিক কেমিক্যালস প্রায় দুই শতাধিক টেক্সটাইল ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে গাজীপুরে পরিবেশবান্ধব কারখানা এবং ঢাকা গুলশান অ্যাভিনিউর কর্পোরেট অফিস থেকে ম্যাটেক্সের সব কার্যক্রম পরিচালিত হয়।
ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার বলেন, ‘যাত্রার শুরু থেকেই সর্বোচ্চ মান বজায় রেখে, ইউরোপিয়ান গাইডলাইন অনুসরণ করে দুই শতাধিক কর্মীর নিরলস প্রচেষ্টায় টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে মানসম্মত কেমিক্যালস সরবরাহ করে আসছে ম্যাটেক্স।’
এ টি এম মইনুদ্দীন মজুমদার আরও বলেন, ‘ইতিমধ্যে ম্যাটেক্স আন্তর্জাতিক প্রায় সবগুলো মানদণ্ড নির্ধারণকারী প্রতিষ্ঠানকর্তৃক স্বীকৃতি লাভ করেছে। যেমন আইএসও, জেডিএইচসি, জিওটিএস ইত্যাদি। সর্বশেষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি ব্লুসাইন –এর প্রথম বাংলাদেশি সিস্টেম পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ম্যাটেক্স। এই অর্জনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ 
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা এবং সাব্বির জামানের সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মৌসুমী মৌ।

নারীর ক্ষমতায়নে অবদান রাখায় ২৫ পোশাক কারখানাকে পুরস্কার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
নারীর ক্ষমতায়নে অবদান রাখায় ২৫ পোশাক কারখানাকে পুরস্কার
ছবি: বিজ্ঞপ্তি

ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় নয়টি ক্যাটাগরিতে ২৫টি পিভিএইচ সাপ্লাই চেইন কারখানাকে থ্রাইভ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড প্রদান করেছে আন্তর্জাতিক সহযোগী সংস্থা ইউএসআইডি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পোশাক খাতে নারী কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের উপ-পরিচালক ব্লেয়ার কিং।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিভিএইচ বাংলাদেশের সিনিয়র পরিচালক এবং কান্ট্রি ম্যানেজার নাজীব সাঈদ এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ। স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএআইডির প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাজ্জাদ কামাল, পিভিএইচ করপোরেশনের করপোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার বুশরা বিনতে বাতেন। 

আরও উপস্থিত ছিলেন পিভিএইচ সাপ্লাই চেইন কারখানা, কেয়ার বাংলাদেশ এবং সহযোগী সংস্থার সিনিয়র কর্মকর্তারা।
 
বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });