ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ এএম
পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

পটুয়াখালীর কালাইয়ায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

শুক্রবার (৮ নভেম্বর) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ৯ শতাধিক স্বল্প আয়ের মানুষের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

প্রাইম ব্যাংক ও সিম্পলট্রির চুক্তি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
প্রাইম ব্যাংক ও সিম্পলট্রির চুক্তি
ছবি: বিজ্ঞপ্তি।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় রিয়েলস্টেট ডেভলপার কোম্পানি স্পেসজিরো লিমিটেডের ব্র‌্যান্ড সিম্পলট্রি। 

সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। স্পেসজিরো লিমিটেডের লক্ষ্য নতুন নতুন উদ্ভাবন ও পরিবেশবান্ধব টেকসই নির্মাণের মাধ্যমে সমাজে অবদান রাখা।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং স্পেসজিরো লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট গাজী জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেসজিরো লিমিটেড-এ আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা তাদের জীবনধারার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। পাশাপাশি, স্পেসজিরোর মাধ্যমে রেফার করা ব্যক্তিরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন। গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করতে সিম্পলট্রির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব স্থাপন ব্যাংকের প্রতিশ্রুতি প্রতিফলন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস এবং স্পেসজিরো লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মেসবাহ উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

মাইলস্টোন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
মাইলস্টোন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি:বিজ্ঞপ্তি

সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত ১১ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উম্মে সালমা রউফ, ইফতেখার হোসেন, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবল ইত্যাদি খেলায় বিজয়ী দ্বাদশ শেণির ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

এ সময় তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে কোন সহশিক্ষা কার্যকক্রম বিশেষত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।’

অধ্যক্ষ আরও বলেন, ‘মাইলস্টোন কলেজ দেশসেরা ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে যা তার ভবিষ্যত জীবনকে সাফল্যমণ্ডিত করবে।’

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ইউসিটিসিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
ইউসিটিসিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। 

শনিবার (১৪ই ডিসেম্বর) জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে উপস্থিত ছিলেন ইউসিটিসির  উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি মোহাম্মদ ওসমান, রেজিষ্ট্রার সালাউদ্দিন আহমেদ , স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক এসএম শহিদুল আলম।

আরও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের কো-অর্ডিনেটর অ্যাসিস্টেন্ট প্রফেসর ইনজামুল হক, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর অ্যাসিস্টেন্ট প্রফেসর মো. জিয়াউল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. ওবায়দুল্লাহ, মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞপ্তি/নাবিল/

দেশের বাজারে লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
দেশের বাজারে লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ
ছবি: বিজ্ঞপ্তি

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো এআই পাওয়ারড এলওকিউ (83DV00K2LK) গেমিং ল্যাপটপ। গেমিংয়ে দারুণ অভিজ্ঞতা দিতে এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে এআই পাওয়ার।

১৪তম জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে ইন্টেল কোর আই সেভেন ৩.৯ - ৫.৫ গিগাহার্জ বিশিষ্ট - ১৪৭০০এইচএক্স প্রসেসর, ১৬ জিবি ডিডিআরফাইভ ৫৬০০ মেগাহার্জ র‍্যাম এবং ১ টেরাবাইট জেন ৪ এসএসডি ও এক্সট্রা এসএসডি স্লট যা নিরবিচ্ছিন্ন গতি ও পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। 

১৪৪ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১০০% এসআরজিবি কালার, এন্টি গ্লেয়ার এবং চোখকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার।

গ্রাফিক্স কার্ড হিসেবে ল্যাপটপটিতে এনভিডিয়া আরটিএক্স ৪০৬০ ৮ জিবি জিডিডিআর-সিক্স ব্যবহার করা হয়েছে যা জি-সিঙ্ক প্রযুক্তি সমর্থন করে। উন্নত কর্মক্ষমতার জন্য জিপিইউ তে ২৩৩ এআই টপস ব্যবহার করা হয়েছে যা গেমিং এবং গ্রাফিক্স এর কর্মক্ষমতায় নতুন এক মাত্রা যোগ করবে। 

এ ছাড়াও এ ল্যাপটপে রয়েছে এআই চিপ: এলএ১, নাহিমিক অডিও, গোপনীয়তা রক্ষার জন্য ই-শাটারযুক্ত ৭২০পি এইচডি ক্যামেরা, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ফোর-জোন আরজিবি ব্যাকলিট কীবোর্ডসহ আরও নানা ফিচার।

অফিসিয়াল উইন্ডোজ ১১ হোম সংস্করণের সঙ্গে নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড টেস্টেড অর্থাৎ এটি বালি, কম্পন, ধুলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে। 

উচ্চগতির নেটওয়ার্কের জন্য রয়েছে আরজে৪৫ ইথারনেট পোর্টের সুবিধা। দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করতে ৬০ ওয়াট আওয়ারের ব্যাটারি ও দেওয়া হয়েছে ২৩০ ওয়াটের স্লিম টিপ অ্যাডাপ্টার। যা পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।

দুই বছরের ওয়ারেন্টি সুবিধাসহ এক লাখ ৯০ হাজার টাকা দামের লেনোভো এই এলওকিউ ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসির ওয়েবসাইট, সব ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/মেহেদী

‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড ওয়ালটনের

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড ওয়ালটনের
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৪ এর ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কার গ্রহণ করছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। ছবি: বিজ্ঞপ্তি

বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ ক্যাটাগরিতে  তিনি এ পুরস্কার পেয়েছেন। 

এ সময় এস এম মাহবুবুল আলমেকে বছরের সেরা এমডির পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ।

এ স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানিয়ে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, পুরস্কার প্রাপ্তি সব সময়ই অত্যন্ত আনন্দের। বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দেশের ব্যবসায়িক খাতের অন্যতম শীর্ষ পুরস্কার। এ পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আমি ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমেই আমরা একের পর এক সাফল্যের মুকুটে বিভূষিত হচ্ছি।

তরুণ প্রজন্মের জন্য তিনি বলেন, সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প নেই। প্রতিটি কাজে চ্যালেঞ্জ থাকবে। নানা বাধাবিঘ্ন আসবে। কিন্তু এজন্য দমে গেলে চলবে না। অভিষ্ট লক্ষ্য অর্জনে সবসময় লেগে থাকতে হবে। দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা ধরা দিবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।

উল্লেখ্য, দেশের বিভিন্ন ব্যবসাখাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী করপোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে ২০২২ সাল থেকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের জন্য চলতি বছর ২৪টি বিভাগে ৩৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৮৭টি মনোনয়ন জমা পড়ে। দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশিষ্ট উপদেষ্টা বোর্ড নিবিড়ভাবে মনোনয়নগুলো পর্যালোচনা করে বাংলাদেশের ব্যবসায়িক খাতের ২২ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞপ্তি/মেহেদী/এমএ/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });