ব্যাংকিং খাতের তিন বিভাগে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ জয় করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৪ এর অংশ হিসেবে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ড’ এবং ইস্যু বিভাগের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সেলেন্স ইন কন্টাক্টলেস পেমেন্টস’ ও ‘এক্সিলেন্স ইন ক্রস-বর্ডার পেমেন্টস–ক্রেডিট’ অর্জন করেছে। অ্যাওয়ার্ড তিনটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূল্যবান গ্রাহকদের জন্য একটি বিস্তৃত নগদবিহীন ইকোসিস্টেম তৈরির প্রতিশ্রুতিকে তুলে ধরে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ হয়ে ওঠার যাত্রায় আমরা ভিসার মতো অংশীদারদের পেয়ে আনন্দিত। নিরাপদ, সুরক্ষিত এবং সহজ পেমেন্ট প্রক্রিয়ার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমরা ভিসা-এর সঙ্গে কাজ চালিয়ে যাবো। আমাদের সমস্ত গ্রাহক, নিয়ন্ত্রক এবং অংশীদারদের অবিরাম বিশ্বাস এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আমার সহকর্মীদের কাছেও কৃতজ্ঞ, যাদের উদ্যোগী মনোভাবের কারণে এই অর্জন সম্ভব হয়েছে।’
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) নাসের এজাজ বিজয় এবং ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং-এর প্রধান মোহাম্মদ লুৎফুল হাবিব ব্যাংকের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
দেশে ১২০ বছরের নিরবচ্ছিন্ন উপস্থিতির ধারাবাহিকতায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশই একমাত্র বহুজাতিক সার্বজনীন ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড সমাজের বিভিন্ন স্তরে বিনিয়োগের মাধ্যমে, বৃহত্তর অন্তর্ভুক্তি প্রচারে সেবার পরিসর ও স্কেল বৃদ্ধি করে এবং অংশীদারদের জন্য নতুন সুযোগ তৈরিতে বাণিজ্য ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অগ্রদূত ভিসা ইনকর্পোরেটেড। ভিসার লক্ষ্য হলো সবচেয়ে উদ্ভাবনী, নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করা – ব্যক্তি, ব্যবসা এবং অর্থনীতিকে উন্নত করতে সক্ষম করা।
বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/