‘বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান’ এই প্রতিপাদ্য নিয়ে দেশে আগামী ১৮-২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের আয়োজনে এই গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক অনুষ্ঠিত হবে।
এ বছর (১৮-২৪ নভেম্বর) বিশ্বের ২০০টি দেশে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক অনুষ্ঠিত হবে, ৪০ হাজারের বেশি ইভেন্ট এবং ১০ মিলিয়ন মানুষ অংশ নেবেন।
বাংলাদেশে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক-বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) ৫০টিরও বেশি অংশীদার সংস্থার সঙ্গে ৫০০টির বেশি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা সরাসরি ১ লাখ এবং ডিজিটালি ৩০ লাখ যুবককে প্রভাবিত করবে।
গতকাল রবিবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন্স এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি রুবিনা হোসেন, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
এই বছরের প্রতিপাদ্য ‘বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান’, যা জিইএন বাংলাদেশের নতুন ও বর্তমান উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সুযোগ সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। জিইএন বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বছরের গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক উদযাপনের জাতীয় হোস্ট হিসেবে প্রতিটি উদ্যোক্তাকে তাদের পথে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।
সংবাদ সম্মেলনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, ব্যবসায়িক চেম্বার, পেশাগত সংগঠন, যুব সংগঠন এবং ক্লাবগুলোকে এই উদ্যোক্তা যাত্রা উদযাপন করার এবং বাংলাদেশের উদ্যোক্তাদের দৃঢ়তার কথা তুলে ধরার আহ্বান জানানো হয়।
জিইএন বাংলাদেশ, জিইএন ক্যাম্পাস ঢাকা এবং নলেজভেলের সহযোগিতায় উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালী করতে কাজ করছে। গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্কের (জিইএন) অংশ হিসেবে জিইএন বাংলাদেশ নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের জন্য রিসোর্স, পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে তাদের সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে থাকে, যা উদ্ভাবন, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তি/সালমান/