ঢাকা ২৬ অগ্রহায়ণ ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সাউথইস্ট ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
সাউথইস্ট ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

সম্প্রতি বিভিন্ন শাখা ও উপশাখার ৫৮ জন নির্বাহী ও কর্মকর্তাদের জন্য একটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

কর্মশালায় দ্রুত এবং কার্যকর গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে রিটেইল প্রোডাক্ট, বিপণন কৌশল এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক আমানত সংগ্রহ এবং সাশ্রয়ী সুদ ও সহজ শর্তে রিটেইল লোন দেওয়ার লক্ষ্যে গত মাসে ‘হিট অ্যান্ড উইন’ শিরোনামে একটি আমানত সংগ্রহ এবং রিটেইল লোন প্রদান ক্যাম্পেইন শুরু করেছে, যা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

কর্মশালায় কর্মচারীদের প্রতিশ্রুতি এবং দায়িত্ববোধের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়, যা ক্যাম্পেইনের সাফল্য ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সহায়ক হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানু এবং রিটেইল ব্যাংকিং বিভাগের অন্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এল পিএনওয়াই

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এল পিএনওয়াই
ছবি: বিজ্ঞপ্তি

গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের আইটি বাজারে মিডরেঞ্জ থেকে হাইরেঞ্জে ৫টি নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে। ডিএলএসএস সমর্থিত এই গ্রাফিক্স কার্ডগুলো ভালো মানের কুলিং দিতে সক্ষম।

পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬জিবি ভেরটো: 

২৩০৪টি কুডা কোরের সঙ্গে ১০৪২ মেগাহার্জ ক্লক স্পিড এই গ্রাফিক্স কার্ডে। ১৪জিবিপিএস মেমোরি স্পিডে ৬জিবি মেমোরি পাওয়া যাবে যা দিয়ে বেসিক লেভেলের গেম অনায়াশে খেলা যাবে। সর্বোচ্চ ৩টি মনিটর সাপোর্ট করবে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে। সেকেন্ড জেন রে ট্রেসিং কোর এবং থার্ড জেন টেন্সর কোর এই কার্ডটির কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। ডুয়াল ফ্যান সমর্থিত এই কার্ডটি এনভিডিয়া জিসিঙ্ক সমর্থন করে। আউটপুট পোর্ট হিসেবে এতে আছে- ডিসপ্লে পোর্ট ১.৪এ, এইচডিএমআই ২.১, ডিভিআই-ডিএল।

পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটো: 

৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরি এর সঙ্গে এই কার্ডের ক্লক স্পিড ২৩১০ মেগাহার্জ যাতে কুডা কোর রয়েছে ৪৩৫২টি। ৩ ফ্যানের এই আরজিবি কার্ডটি এফপিএস গেমিং এর ক্ষেত্রে খুবই ফাস্ট পারফরমেন্স প্রদান করে। গেমিং এবং লাইভ স্টিমিং করার জন্যই গ্রাফিক্স কার্ডটি বিশেষভাবে প্রস্তুত। আউটপুট হিসেবে এতে আছে- ৩টি ডিসপ্লে পোর্ট ১.৪এ ও ১টি এইচডিএমআই ২.১ পোর্ট। এনভিডিয়া অ্যাডা লাভলেস আর্কিটেকচার এর ওপরে তৈরি এই কার্ডটি রিয়েলিস্টিক গ্রাফিক্স প্রদান করে যা মিড বাজেট গেমারদের জন্য আদর্শ।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটো:  

৩ ফ্যানের এই জিপিউটি একটি ওভারক্লকিং জিপিউ। এতে রয়েছে ৪ জেন টেনসর কোর এবং থার্ড জেন রে ট্রেসিং কোর যা এআই এর ক্ষেত্রে কার্যক্ষমতা বৃদ্ধি করে। ১২জিবি জিডিডিআর ৬ এক্স মেমোরি, ৭১৬৮টি কুডা কোর এবং ১৯৮০ মেগাহার্জ ক্লক স্পিড রয়েছে এই পিএনওয়াই কার্ডে। লাইভ স্টিমিং, এআই ভয়েস এবং ভিডিও, গেমিং এর ক্ষেত্রে লো লেটেন্সি সুবিধাগুলো কন্টেন্ট ক্রিয়েটর এবং গেমারদের জন্য আদর্শ। ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এর সঙ্গে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে ৪টি ডিসপ্লে সমর্থন করে এই আরজিবি কার্ডটি।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটো: 

স্ট্রিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪ জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে এই কার্ডটির ক্লক স্পিড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর ৬ এক্স যার স্পিড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজুলেশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে।

পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটো:

এটি বাংলাদেশে পিএনওয়াই এর সর্বোচ্চ গতির গ্রাফিক্স কার্ড যার ক্লক স্পিড ২২৯৫ মেগাহার্জ এবং কুডা কোর ১০২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আল্টিমেট সাপোর্টং থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রাণবন্ত এক ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারে। যারা আর্কিটেকচার কিংবা থ্রিডি মডেলিং নিয়ে কাজ করে তাদের জন্য কার্ডটি সব থেকে হাই পারফরমেন্স দিতে সক্ষম। ওভারক্লকিং করার সময় যাতে পারফরমেন্স ড্রপ না করে সেজন্য ৩টি ফ্যান রয়েছে। আরজিবি সাপোর্টসহ সর্বনিম্ন ৭৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার রান করা যাবে। 

তিন বছরের ওয়ারেন্টি সুবিধাসহ পিএনওয়াই আরটিএক্স গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি- এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

সুজুকি বাংলাদেশ উন্মোচন করল নতুন সুজুকি জিক্সার ২৫০ সিরিজ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
সুজুকি বাংলাদেশ উন্মোচন করল নতুন সুজুকি জিক্সার ২৫০ সিরিজ
ছবি: বিজ্ঞপ্তি

সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বহুল প্রতীক্ষিত সুজুকি জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ ডিজাইনের এক অভিনব সংযোজন। লঞ্চিং ইভেন্টটি ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ এবং সুজুকি বাংলাদেশের বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুজুকি জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চ্যাসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস এবং সুজুকির মোটোজিপি অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

সুজুকি জিক্সার ২৫০-এর মূল্য ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা, সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর মূল্য ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের মূল্য ৪ লাখ ৬৪ হাজার ৯৫০ টাকা।

সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ এখন বাংলাদেশে সুজুকির সব অনুমোদিত ডিলারশিপ পয়েন্টে পাওয়া যাচ্ছে। রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মোটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

প্রত্যেক রাইডারের জন্য পারফরম্যান্স, নিরাপত্তা ও স্টাইলের আদর্শ কম্বিনেশন এই সিরিজের বৈচিত্র্যময় রং ও মডেলগুলো ঘুরে দেখতে মোটরসাইকেল-প্রেমীদেরকে আমন্ত্রণ জানিয়েছে সুজুকি বাংলাদেশ। 

বিজ্ঞপ্তি/মাহফুজ

টেকসই স্থাপনা নির্মাণে মানসম্মত ইস্পাতের গুরুত্ব নিয়ে সেমিনার জিপিএইচের

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
টেকসই স্থাপনা নির্মাণে মানসম্মত ইস্পাতের গুরুত্ব নিয়ে সেমিনার জিপিএইচের
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে সম্প্রতি ময়মনসিংহে অনুষ্ঠিত হল ‘রিবার গ্রেড ই৬০০উডজ ওভার ই৪২০ উডজ ব্যবহারের অধিকতর সুবিধা’ শীর্ষক একটি সেমিনার। এতে ময়মনসিংহ সদর ও নেত্রকোনা জেলার শীর্ষস্থানীয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসাবে টেকনিক্যাল প্রেজেন্টেশন প্রদান করেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভী (পি ইঞ্জ.)। উক্ত অনুষ্ঠানে উচ্চ শক্তির ইস্পাতের অনন্য বৈশিষ্টগুলিকে তুলে ধরা হয় যা ব্যবহারে ৩০% পর্যন্ত খরচ কমানো যায়। ভূমিকম্প সহনীয় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব ও টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভি ও জিপিএইচ এর হেড অব আর এন্ড ডি ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম এর সমন্বয়ে একটি প্যানেল ডিসকাশন ও প্রশ্ন উত্তর সেশন অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাটেরিয়ালস, কোয়ালিটি, ডিজাইন ও কনস্ট্রাকশন এর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। তিনি অনুষ্ঠানে আগত প্রকৌশলীদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশের অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, মানসম্মত পণ্য তৈরির জন্য প্রয়োজন ভাল কাঁচামাল, দক্ষ জনশক্তি ও সর্বাধুনিক টেকনোলজি। তিনি আরও বলেন বাংলাদেশে একমাত্র জিপিএইচ ইস্পাত বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস টেকনোলজির মাধ্যমে এবং দক্ষ টিমের সহায়তায় রড উৎপাদন করছে। 

এছাড়াও সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত এর টেকনিক্যাল ডিরেক্টর মাদানী এম. ইমতিয়াজ হোসেন আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মো. আব্দুল আহাদ, সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) মোহাম্মদ আসাদুজ্জামান সরকার ও রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মনেয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিজ্ঞপ্তি/এমএ/

 

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা
ছবি: বিজ্ঞপ্তি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের ১০৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্যাংকটির চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় ব্যাংক পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/  

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের চুক্তি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও হোটেলের জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্ল্যাটিনাম কার্ডহোল্ডাররা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন।

এ সময় ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্, মোহাম্মাদ আরিফ হাসান, হোটেলের মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাউদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });