ঢাকা ২৫ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
English

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ রূপালী ব্যাংকের

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ রূপালী ব্যাংকের
ছবি: বিজ্ঞপ্তি

‘পরিশুদ্ধ বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্য নিয়ে জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি ইউনিটের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) জিয়া পরিষদ রূপালী ব্যাংক ইউনিটের আহ্বায়ক মো. গোলাম সরোয়ার ও সদস্যসচিব মঞ্জুর মোরশেদ চৌধুরীর নেতৃত্বে দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় যুগ্ম আহ্বায়ক এএসএম নিয়াজ মোর্শেদ, মো. মনিরুল ইসলাম, মো. ওসমান গনি, মোহাম্মদ আব্দুর রব মিয়া, শাহজাহান কামাল, মো. রাশিদুল আলম ও জাফর সাদেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

সুজুকি বাংলাদেশ উন্মোচন করল নতুন সুজুকি জিক্সার ২৫০ সিরিজ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
সুজুকি বাংলাদেশ উন্মোচন করল নতুন সুজুকি জিক্সার ২৫০ সিরিজ
ছবি: বিজ্ঞপ্তি

সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বহুল প্রতীক্ষিত সুজুকি জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ ডিজাইনের এক অভিনব সংযোজন। লঞ্চিং ইভেন্টটি ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ এবং সুজুকি বাংলাদেশের বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুজুকি জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চ্যাসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস এবং সুজুকির মোটোজিপি অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

সুজুকি জিক্সার ২৫০-এর মূল্য ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা, সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর মূল্য ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের মূল্য ৪ লাখ ৬৪ হাজার ৯৫০ টাকা।

সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ এখন বাংলাদেশে সুজুকির সব অনুমোদিত ডিলারশিপ পয়েন্টে পাওয়া যাচ্ছে। রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মোটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

প্রত্যেক রাইডারের জন্য পারফরম্যান্স, নিরাপত্তা ও স্টাইলের আদর্শ কম্বিনেশন এই সিরিজের বৈচিত্র্যময় রং ও মডেলগুলো ঘুরে দেখতে মোটরসাইকেল-প্রেমীদেরকে আমন্ত্রণ জানিয়েছে সুজুকি বাংলাদেশ। 

বিজ্ঞপ্তি/মাহফুজ

টেকসই স্থাপনা নির্মাণে মানসম্মত ইস্পাতের গুরুত্ব নিয়ে সেমিনার জিপিএইচের

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
টেকসই স্থাপনা নির্মাণে মানসম্মত ইস্পাতের গুরুত্ব নিয়ে সেমিনার জিপিএইচের
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে সম্প্রতি ময়মনসিংহে অনুষ্ঠিত হল ‘রিবার গ্রেড ই৬০০উডজ ওভার ই৪২০ উডজ ব্যবহারের অধিকতর সুবিধা’ শীর্ষক একটি সেমিনার। এতে ময়মনসিংহ সদর ও নেত্রকোনা জেলার শীর্ষস্থানীয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসাবে টেকনিক্যাল প্রেজেন্টেশন প্রদান করেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভী (পি ইঞ্জ.)। উক্ত অনুষ্ঠানে উচ্চ শক্তির ইস্পাতের অনন্য বৈশিষ্টগুলিকে তুলে ধরা হয় যা ব্যবহারে ৩০% পর্যন্ত খরচ কমানো যায়। ভূমিকম্প সহনীয় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব ও টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভি ও জিপিএইচ এর হেড অব আর এন্ড ডি ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম এর সমন্বয়ে একটি প্যানেল ডিসকাশন ও প্রশ্ন উত্তর সেশন অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাটেরিয়ালস, কোয়ালিটি, ডিজাইন ও কনস্ট্রাকশন এর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। তিনি অনুষ্ঠানে আগত প্রকৌশলীদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশের অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, মানসম্মত পণ্য তৈরির জন্য প্রয়োজন ভাল কাঁচামাল, দক্ষ জনশক্তি ও সর্বাধুনিক টেকনোলজি। তিনি আরও বলেন বাংলাদেশে একমাত্র জিপিএইচ ইস্পাত বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস টেকনোলজির মাধ্যমে এবং দক্ষ টিমের সহায়তায় রড উৎপাদন করছে। 

এছাড়াও সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত এর টেকনিক্যাল ডিরেক্টর মাদানী এম. ইমতিয়াজ হোসেন আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মো. আব্দুল আহাদ, সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) মোহাম্মদ আসাদুজ্জামান সরকার ও রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মনেয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিজ্ঞপ্তি/এমএ/

 

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের সভা
ছবি: বিজ্ঞপ্তি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের ১০৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্যাংকটির চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় ব্যাংক পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/  

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের চুক্তি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও হোটেলের জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্ল্যাটিনাম কার্ডহোল্ডাররা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন।

এ সময় ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্, মোহাম্মাদ আরিফ হাসান, হোটেলের মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাউদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

ওয়ালটনের বার্ষিক ক্রীড়া উৎসব শেষ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
ওয়ালটনের বার্ষিক ক্রীড়া উৎসব শেষ
ছবি: বিজ্ঞপ্তি

‘কাজের পাশাপাশি সুন্দর ও সুস্থ থাকতে চাই বিনোদন’ এই প্রতিপাদ্যে চলতি বছরের সেপ্টেম্বরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে শুরু হয়েছিল বার্ষিক ক্রীড়া উৎসব। 

সোমবার (৯ ডিসেম্বর) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে এই উৎসব।

সন্ধ্যায় ওয়ালটন হাই-টেক পার্কের হেলিপ্যাড মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সিবিও মো. সোহেল রানা প্রমুখ।

দীর্ঘসময় ধরে বার্ষিক ক্রীড়া উৎসব সুন্দরভাবে পরিচালনা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, আমরা সবাই মিলে ওয়ালটন পরিবার। আজ দেশে-বিদেশে ওয়ালটন পণ্য ব্যাপক সুনাম অর্জন করছে। ওয়ালটন পণ্যের নিখুঁত ডিজাইন ও গুণগতমান সকলের নিকট প্রশংসিত হচ্ছে। এই অর্জনের কৃতিত্ব আপনাদের।আশেপাশের অনেক কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলেও খেলাধুলার মাধ্যমে আপনারা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখেছেন। আজ আপনাদের মাঝে খেলাধুলার যে আনন্দ-উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তা যেন হারিয়ে না যায়। খেলাধুলার এই উৎসব যেন সারা বছর বজায় থাকে।  যখন যে খেলাধুলার মৌসুম, তখন সে ধরণের খেলাধুলা আয়োজন করবেন। পাশাপাশি, আপনাদের জন্য দেওয়া এই মাঠে নিয়মিত শরীরচর্চাও করবেন। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের শরীর এবং মন সতেজ থাকে। বছরজুড়ে আপনাদের মাঝে খেলাধুলার এই উৎসাহ ও উদ্দীপনা বজায় থাকবে বলে প্রত্যাশা রইল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বিকেলে মাঠে উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন ও উপভোগ করেন ওয়ালটন হাই-টেকের
ব্যবস্থাপনা পরিচালক।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });