ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রাইম ব্যাংক ও জালালাবাদ মেটালের মধ্যে চুক্তি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
প্রাইম ব্যাংক ও জালালাবাদ মেটালের মধ্যে চুক্তি
ছবি : বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি করেছে জালালাবাদ মেটাল লিমিটেড। 

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং জালালাবাদ মেটাল লিমিটেডের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান, এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস, ইভিপি ও হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, ইভিপি অ্যান্ড টিম হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ সালাউদ্দিন হাজারি, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, জালালাবাদ মেটালের কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন। বিশেষ করে জালালাবাদ মেটাল লিমিটেডের কর্মীরা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

ইন্টারপোল-আফ্রিপোলের সঙ্গে কাজ করছে ক্যাসপারস্কি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
ইন্টারপোল-আফ্রিপোলের সঙ্গে কাজ করছে ক্যাসপারস্কি
ছবি: সংগৃহীত

আফ্রিকার বিভিন্ন দেশে সাইবার অপরাধ মোকাবেলায় ইন্টারপোল ও আফ্রিপোলকে যৌথভাবে সহযোগিতা করছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এর জের ধরে ‘অপারেশন সেরেঞ্জেটি’ নামক অভিযানে র‍্যানসমওয়্যার ও ইমেইল স্ক্যামের মতো বিশ্বব্যাপী প্রায় ১৯৩ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হওয়া অপরাধে জড়িত এক হাজারেরও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সিনার্জিয়া ২ এবং আফ্রিপোলের সঙ্গে পাঁচ বছরের সহযোগিতা চুক্তির মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে সাইবার নিরাপত্তা বাড়াতে ও হুমকি মোকাবেলায় কাজ করছে ক্যাসপারস্কি।

দ্রুত ডিজিটালাইজেশনের কারণে আফ্রিকার দেশগুলোতেও সাইবার হুমকি ক্রমাগত বেড়ে চলেছে। ব্যাংকিং ও ম্যানুফ্যাকচারিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করছে সাইবার অপরাধীরা। ২০২৪ সালের প্রথম ১০ মাসে আফ্রিকায় এক লাখ ৬৫ হাজারের বেশি র‍্যানসমওয়্যার আক্রমণ সনাক্ত করেছে ক্যাসপারস্কি। 

ইন্টারপোলের ২০২৪ আফ্রিকা সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে র‍্যানসমওয়্যার, ইমেইল স্ক্যাম ও অনলাইন প্রতারণাকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপারেশন সেরেঞ্জেটি (২ সেপ্টেম্বর - ৩১ অক্টোবর) চলার সময় এক লাখ ৩৪ হাজার ৮৯টি ক্ষতিকারক নেটওয়ার্ক ধ্বংস করাসহ ৩৫হাজারের বেশি সাইবার হামলার ভিকটিমকে চিহ্নিত করা হয়। 

এতে ক্যাসপারস্কি র‍্যানসমওয়্যার, ম্যালওয়্যার, আইওসিএস এবং নতুন আবিষ্কৃত ব্রাজিলিয়ান ব্যাংকিং ট্রোজান গ্র্যান্ডোরেইরোর তথ্য বিনিময় করে সহায়তা করেছে। এ ছাড়া আফ্রিকায় সাইবার হামলায় লকবিট, রাইসিদা এবং মেদুসা নামক র‍্যানসমওয়্যার গ্রুপও চিহ্নিত হয়েছে।

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল ভালডেসি উরকিজা বলেন, মাল্টি-লেভেল মার্কেটিং স্ক্যাম থেকে শুরু করে বড় আকারে ক্রেডিট কার্ড জালিয়াতির মত সাইবার অপরাধ ক্রমাগত বেড়েই চলেছে। অপারেশন সেরেঞ্জেটির মাধ্যমে প্রমাণিত হয়েছে একসঙ্গে কাজ করলে সফলতা আসে এবং এ অভিযান অনেক ভবিষ্যৎ ভিকটিমকে ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে। এটি কেবল শুরু আমরা বিশ্বব্যাপী অপরাধী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

আফ্রিপোলের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাম্বাসেডর জালেল চেলবা বলেন, সেরেঞ্জেটি অভিযানের মাধ্যমে, আফ্রিপোল আফ্রিকান ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর আইনি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আমরা গুরুত্বপূর্ণ অপরাধীদের আটকসহ সাইবার অপরাধের প্রবণতা সম্পর্কে আরও গভীর ধারণা পেয়েছি। এখন আমাদের ফোকাস কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ম্যালওয়্যার ও অত্যাধুনিক হুমকিগুলোর ওপর।

ক্যাসপারস্কির গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়া শ্লিচকোভা বলেন, আমরা ইন্টারপোল ও আফ্রিপোলের নেতৃত্বে এই অভিযানের অংশ হতে পেরে গর্বিত। আফ্রিকার ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবেলা করতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন। আফ্রিকা জুড়ে সাইবার হামলা ঠেকাতে ইন্টারপোল ও আফ্রিপোলের প্রচেষ্টাকে দৃঢ় ভাবে সমর্থন করে ক্যাস্পারস্কি। এবং একইসঙ্গে আফ্রিকা অঞ্চলে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির জন্য আমরা একযোগে কাজ করছি।

ক্যাসপারস্কির এশিয়া প্যাসিফিকের ম্যানেজিং ডিরেক্টর অ্যাদ্রিয়ান হিয়া বলেন, ইন্টারপোল ও আফ্রিপোলের সঙ্গে যৌথ সাইবার অভিযানে অংশ নিতে পেরে আমরা গর্বিত। সাইবার অপরাধ মোকাবেলায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সাইবার নিরাপত্তা কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ তাও এ অভিযানে প্রমাণিত হয়েছে। যেহেতু সাইবার অপরাধের আকার সীমাহীন তাই সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ডিজিটাল জগৎকে নিরাপদ রাখতে ও সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে যৌথ প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তি/মেহেদী/এমএ/

নাভানা লিমিটেডের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
নাভানা লিমিটেডের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক নাভানা লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। 

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর শুক্রাবাদে ব্যাংক এশিয়ার কার্ড ডিপার্টমেন্ট কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার কার্ড, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রধান জিশান আহাম্মদ এবং নাভানা লিমিটেডের হেড অব টয়োটা আফটার সেলস সার্ভিস আলী এহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন । 

এ চুক্তির মাধ্যমে ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড হোল্ডাররা (ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ও মাস্টারকার্ড টাইটেনিয়াম) নাভানা টয়োটা সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিসিংয়ের উপর ১০ শতাংশ ছাড় পাবেন।

বিজ্ঞপ্তি/মেহেদী

উত্তরা ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
উত্তরা ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনার
ছবি: বিজ্ঞপ্তি

টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রয়োজনীয়তা, নবায়ণযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা নিয়েও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিএলসি) চেয়ারম্যান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রেজওয়ান খান, ইউএসটিসির সাবেক উপ-উপাচার্য ও বিজ্ঞানী প্রফেসর ড. নওসাদ আমিন, সিটি ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর রিমন এবং ক্লাইমেট চেঞ্জ পলিসি ম্যানেজার এন্ড আসিক্রেডিটেড ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টের উপদেষ্টা এ এস এম মারজান নূর।

বক্তারা বলেন, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির  উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেষে ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাকাওয়াত জামান সরকার সবাইকে ধন্যবাদ দেন। 
 
বিজ্ঞপ্তি/মেহেদী/এমএ/

ব্রাদার্স ফার্নিচারের শোরুম এখন বরিশালে

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
ব্রাদার্স ফার্নিচারের শোরুম এখন বরিশালে
ছবি: বিজ্ঞপ্তি

ব্রাদার্স ফার্নিচার লি. এর বরিশাল শোরুম উদ্ধোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে সম্প্রতি বরিশাল শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. রফিকুল ইসলাম, পুলিশ কমিশনার (বিএমপি), বরিশাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. ইলিয়াছ সরকার-ব্যবস্থাপনা পরিচালক, ব্রাদার্স ফার্নিচার লি. এবং মোহাম্মদ কামাল হোসেন-হেড অব মার্কেটিং এন্ড সেলস, ব্রাদার্স ফার্নিচার লি.।

এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষ্যে ফার্নিচার কিনলেই পাচ্ছেন ৫ থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট। এ অফার চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। 
 
ব্রাদার্স ফার্নিচারের বরিশাল শোরুমের  ঠিকানা: হাউজ-৮৩৫, হক ম্যানশন, ১নং পুল সংলগ্ন, সিএন্ডবি রোড।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01902501639

এছাড়া ভিজিট  করুন:www.brothersfurniture.com.bd এই ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি/এমএ/

বাংলাদেশে ‘সেভির’ যাত্রা শুরু

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
বাংলাদেশে ‘সেভির’ যাত্রা শুরু
ছবি: বিজ্ঞপ্তি

মালয়েশিয়ার স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড ‘সেভি’ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ব্র্যান্ডটির বিভিন্ন স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য অনলাইনে পাওয়া যাবে। এ ছাড়া চলতি মাসেই রাজধানীসহ দেশের বড় বড় শপিংমল ও মেগামলগুলোতে প্রতিষ্ঠিনটির শোরুম করার পরিকল্পনা রয়েছে  বলে সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানে সেভি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি এ ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর আলম, সেভির মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, এবং সেভির মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদারসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ বক্তব্য রাখেন ।

তিনি বলেন, মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের স্কিন কেয়ার ও প্রসাধনী বাজারজাত করবে সেভি বাংলাদেশ। আমাদের প্রতিটা পণ্য ১০০ ভাগ হালাল ও ন্যাচারাল। এ ছাড়াও আমাদের সকল পণ্য মালয়েশিয়ায় তৈরি হয়। এরই মধ্যে সেভি বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশে পণ্য সরবরাহ করছে। মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই সেভির সুনাম রয়েছে। এমন বিখ্যাত একটি ব্র্যান্ড আমাদের দেশে যাত্রা শুরু করায় বিউটি সেক্টরে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });