বিশ্ব ফুসফুস ক্যানসার সচেতনতা মাস (নভেম্বর) উপলক্ষে ফুসফুসের সুস্থতার জন্য ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক ইয়োগা (যোগব্যায়াম) সেশনের আয়োজন করে।
গত ৩০ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক রবীন্দ্র সরোবরে এই সেশনটি অনুষ্ঠিত হয়।
এতে মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইয়োগা প্রশিক্ষক সালদিন যোগী। ইন্টারন্যাশনাল ইয়োগা ফেডারেশন ও ইয়োগা অলিম্পিক কমিটির প্রতিনিধিত্বকারী এই প্রশিক্ষক ২০২১ সালে বিশ্ব ইয়োগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সেশনজুড়ে তার দক্ষতা ও পেশাদারত্বে উপস্থিত সবাই মুগ্ধ হন। ওই সেশনে ইয়োগার বিভিন্ন কৌশল, বিশেষত ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ এবং দেহের ভারসাম্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম নিজেও সেশনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ শুধু শরীর ও মনের সুস্থতার জন্যই নয়, বরং সচেতনতারও একটি বিশেষ বার্তা দেয়।’
প্রকৃতির কোলে সবুজে ঘেরা রবীন্দ্র সরোবরের মনোরম পরিবেশ পুরো সেশনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
এই ইয়োগা সেশনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বিভিন্ন ধরনের দেশীয় পিঠার সম্ভারে অংশগ্রহণকারীদের মাঝে সজীবতা যোগ হয়। পিঠা উৎসবটি আয়োজন করা হয়েছিল সবাইকে আরও একত্রিত করতে এবং দেশের সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরতে।
সেশনে অংশ নিতে আগ্রহী মানুষদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন বয়সের মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম এই সেশনে যোগ দেন। সেশনের মাধ্যমে তারা ফুসফুসের যত্ন নেওয়ার কার্যকর কৌশল সম্পর্কে ধারণা পান। এই সেশনের মধ্য দিয়ে লাবএইড ক্যানসার হাসপাতাল শুধু রোগ নিরাময়ে নয়, বরং মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার যে অঙ্গীকার করেছে, তা আরও এক ধাপ এগিয়ে গেল।
বিজ্ঞপ্তি/সালমান/