ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সমগ্র দেশ হতে আগত ব্রাঞ্চ ম্যানেজার (বিএম), সেলস্ ম্যানেজার (এসএম), রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম), সহকারী প্রকল্প প্রধান এবং উপ-প্রকল্প প্রধান পদমর্যাদার বাছাইকৃত ২০০ জন উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণে দিনব্যাপী ‘Fundamentals of Selling Skills & Team Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষণ দেন পাওয়ার ট্রেইনার, সেলফ-মেড বাংলাদেশের সিইও এমডি ফখরুদ্দীন আসিফ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতি. ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, স্মার্ট প্রকল্প প্রধান ও অতি. ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতি. ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, মডেল প্রকল্প প্রধান ও উপপ্রকল্প প্রধান মো. আবুল হাশেম প্রমুখ। 

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম
আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা
ছবি: বিজ্ঞপ্তি

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ ও কেবিএম মঈন উদ্দিন চিশতী, পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও ছায়েমা আক্তার এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (জেক্সকা) দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের সমাপনী দিন ছিলো আজ সোমবার (১৩ জানুয়ারি)।

রাজধানীর মোহাম্মদপুরের পথশিশুদের শিক্ষাঙ্গন 'ছায়াতল বাংলাদেশ'- এ আজ দুপুর ১২টার দিকে  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ,  ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ,  কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াতলের  প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানা।

সম্প্রতি জেক্সকা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ড রয়‍্যাল এনফিল্ড ২১ অক্টোবর ২০২৪-এ ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়‍্যাল এনফিল্ড-এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে। যা এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম।

রয়‍্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। প্রচণ্ড উচ্ছ্বাস এবং উদ্দীপনার সাথে এই লঞ্চিং ইভেন্ট উদযাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে, শোরুমে গিয়ে ঘুরে এসে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করে এবং ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছে।

গত ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়‍্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।

আসছে ১২ জানুয়ারি ২০২৫, ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করবে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়‍্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্‌লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্‌লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই রয়‍্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির এই খবরটি ক্রেতাদের জন্য অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত নিয়ে এসেছে। বহু প্রতীক্ষার পর তাদের স্বপ্নের এই আইকনিক মোটরসাইকেলটি পেয়ে এবং চালিয়ে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন।

বিজ্ঞপ্তি/মেহেদী

ঐতিহ্যবাহী ”শীতকালীন পিঠাপুলির উৎসব এবং উদ্যোক্তা মেলা আয়োজিত

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
ঐতিহ্যবাহী ”শীতকালীন পিঠাপুলির উৎসব এবং উদ্যোক্তা মেলা আয়োজিত
ছবি: বিজ্ঞপ্তি

মহাখালীর সেনাকল্যাণ সংস্থার নান্দনিক ১৩ তলা কর্মার্শিয়াল কাম শপিং কমপ্লেক্স ”এসকেএস টাওয়ার” এর সেনা গৌরব কনভেনশন হলে (লেভেল-৯ এ)  ঐতিহ্যবাহী ”শীতকালীন পিঠাপুলির উৎসব এবং উদ্যোক্তা মেলা-২০২৫” এর আয়োজন করা হয়েছে। 

১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন চলবে।

আয়োজিত অনুষ্ঠানের স্টলে নানা রকম পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, নারিকেল দুধপুলি, নারিকেল পুলি, পাটি সাপটা, সেমাই পিঠা, দুধ চিতই পিঠা, ঝিনুক পিঠা, মালপোয়া, নাড়ু, চমচম, বাকরখানি, হালুয়া, নকশী পিঠা, ছানার জিলাপী, বেনী পিঠা, জামাই পিঠা, রস চুষি, দুধের ক্ষিরসা, সতীন মোচর, মুুড়ির মোয়া ইত্যাদি। 

এছাড়া উক্ত মেলায় পিঠাপুলির পাশাপাশি পোশাক-পরিচ্ছদেরও স্টল রয়েছে।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এ এফ ডব্লিউ সি, পিএসসি, এমফিল ১২ জানুয়ারি বিকেল চারটার দিকে মেলার উদ্ভোদন ঘোষণা করেন। এ সময় সেনাকল্যাণ সংস্থার বিভিন্ন সংস্থার বিজনেস ডিভিশন/প্রকল্প প্রধানরাও উপস্থিত ছিলেন। 

দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা এবং পোষাক-পরিচ্ছদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং পিঠার স্বাদ নিতে এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উদ্ভোধনের শুরু থেকেই ক্রেতা-সাধারনের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

শুল্ক-কর বৃদ্ধি নিয়ে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্সের সংবাদ সম্মেলন

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
শুল্ক-কর বৃদ্ধি নিয়ে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্সের সংবাদ সম্মেলন

সব ফ্লেভার ড্রিংকস ও ইলেকট্রোলাইট ড্রিংকস (কার্বোনেটেড/নন-কার্বোনেটেড বেভারেজ) পণ্যের উপর আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক ও অন্যান্য ডিউটি বৃদ্ধিতে সার্বিক ব্যবসায়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স।

রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, অতি সম্প্রতি সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যাপক হতাশা ব্যক্ত করেন শিল্পক্ষেত্রের উদ্যোক্তারা। নতুন করে এই করারোপের ফলে বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে পণ্যের মূল্য আরো বৃদ্ধি পাবে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। এর ফলে বেভারেজ ইন্ডাস্ট্রি আরো সংকুচিত হবার সম্ভাবনা তৈরি হবে। যার ফলে কোম্পানিগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও এই খাত থেকে ব্যাপক রাজস্ব হারাবে। এমনকি কিছু কিছু প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাবার সম্ভাবনাও প্রবল। ফলে দেশে বেকারত্ব বাড়তে পারে। এর পাশাপাশি দেশীয় বাজারে আমদানিকৃত বিদেশি পণ্যেরও ব্যাপক প্রসারের আশংকা রয়েছে। এ ছাড়াও বিগত কয়েক বছর ধরে বেভারেজ পণ্যের উপর সরকারের বারংবার সম্পূরক শুল্ক এবং বিভিন্ন ডিউটি বৃদ্ধি করায় বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। যার ফলশ্রুতিতে ইতোমধ্যে ২০২৩-২৪ অর্থবছরে বেভারেজ ইন্ডাস্ট্রিতে প্রায় ১৬ শতাংশ নেগেটিভ গ্রোথ পরিলক্ষিত হচ্ছে।

অনুষ্ঠানে সকল কোম্পানির প্রতিনিধিরা সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে সম্প্রতি আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ এই খাতে সার্বিকভাবে সম্পূরক শুল্ক কমানোর জোর দাবি করেন এবং একই সাথে খুবই সম্ভাবনাময় এই খাতের ‍সুষ্ঠু প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরঅপারেশনাল ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, সোশ্যাল মার্কেটিং কোম্পানির অতিরিক্ত জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হক,  আবুল খায়ের গ্রুপের হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স মোহাম্মদ আমিনুল হক, সজীব গ্রুপের হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, ব্রুভানা বেভারেজ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ তারিকুল ইসলাম, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার মো. মাইদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞপ্তি/নাবিল/