ছবি: বিজ্ঞপ্তি
নন-প্রফিট ও স্বেচ্ছাসেবী উন্নয়নসংস্থা ‘বাস্তব’-কে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর ফলে বাস্তব-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস ও এফডি সুবিধাসহ ব্যাংকটির এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আরও অনেক বিশেষায়িত ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবে।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং বাস্তব-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রুহি দাস এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাস্তব-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জামাল হোসেন এবং ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন) হরি নারায়ণ দাস তাদের টিমসহ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং হেড অব প্রপোজিশন ফর এমপ্লয়ি ব্যাংকিং জেবুন নাহার।
বাস্তব হলো আত্মোন্নয়নকেন্দ্রিক এমন একটি উদ্যোগ, যা বাংলাদেশের ১০টি জেলায় ১ লাখেরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের সঙ্গে কাজ করছে।
ব্র্যাক ব্যাংক পিএলসি সম্পর্কে
২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ হিসাবে লেনদেন করছে। এসএমই সেগমেন্টের ওপর বিশেষ ফোকাস করে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকটি বর্তমানে ১৮৭টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারের বেশি কর্মী নিয়ে করপোরেট এবং রিটেইল গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গত পাঁচ বছরে ব্যাংকটি শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা তৈরির মাধ্যমে, বর্তমানে শিল্পের বেশিরভাগ আর্থিক মেট্রিক্সে নেতৃত্ব দিচ্ছে। ১৮ লাখের বেশি গ্রাহক নিয়ে মাত্র ২৩ বছরের মধ্যে ব্যাংকটি বাংলাদেশে সবচেয়ে বড় জামানতমুক্ত এসএমই ফাইন্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকিং সেক্টরে শাসন, স্বচ্ছতা এবং অনুবর্তিতার জন্য একটি মানদণ্ড হিসাবে কাজ করে চলেছে ব্র্যাক ব্যাংক।
বিজ্ঞপ্তি/মাহফুজ