সিলেটে বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শ ও পথনির্দেশনা প্রদানকারী শীর্ষস্থানীয় এডুকেশন অ্যাজেন্সিগুলোকে নিয়ে স্টুডেন্ট অ্যাজেন্সি নাইটের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
শিক্ষার্থী এবং তাদের পরিবারের বিশ্বস্ত সহযোগী হিসেবে ইবিএল নিজস্ব ভূমিকা সুদৃঢ় করার যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে অনুষ্ঠানটি ছিলো তারই অংশ।
গত ২ নভেম্বর (শনিবার) সিলেটের ক্রাউন পার্ক হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রায় ১০০ অ্যাজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ব্যাংকটি বিদেশে উচ্চশিক্ষা লাভে আর্থিকসহ অন্যান্য যে সব পরিষেবা দেয় তা সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়।
এ ছাড়াও ব্যাংকটি বিদেশে শিক্ষা গ্রহণেচ্ছুদের জন্য স্টুডেন্ট ফাইল শীর্ষক একটি সেবা প্রদান করে থাকে। ৮৫টি শাখা থেকে এই সেবা গ্রহণ করতে পারেন শিক্ষার্থীরা। আর এই সেবাটির মূলে রয়েছে বিদেশে শিক্ষালাভের পুরো প্রক্রিয়াটিকে সহজতর করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটেল ও নারায়ণগঞ্জ ইবিএলের আঞ্চলিক শাখার প্রধান আবু রাসেল মো. মাসুম, ব্যাংকাশিওরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিংয়ের সিনিয়র ব্যবস্থাপক মো. খায়রুল হাসান, এফএসিডিসিএবি সিলেট অঞ্চলের প্রেসিডেন্ট মো. ফেরদৌস আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট মো. আতিকুর রেজা, সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব প্রমুখ।
বিজ্ঞপ্তি/তাওফিক