সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সৌদিয়া বাংলাদেশ থেকে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ যাত্রী পরিবহনের আশা করছে।
সৌদিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লক্ষ্যমাত্রা পূরণের জন্য ইতোমধ্যে তাদের কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশে পাঁচ দশক ধরে সেবা দিয়ে যাচ্ছে সৌদিয়া। ১৯৮০ সালে ঢাকায় তার উদ্বোধনী ফ্লাইট চালু করার পর থেকে সৌদিয়া বাংলাদেশি যাত্রীদের কাছে আস্থা অর্জন করেছে। এয়ারলাইন্সটি সৌদি আরব এবং এর বাইরে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
এয়ারলাইন্সটি বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম থেকে সপ্তাহে একাধিক ফ্লাইট পরিচালনা করে আসছে। জেদ্দা, রিয়াদ এবং মদিনার মতো গুরুত্বপূর্ণ সৌদি শহরগুলোতে নিরবচ্ছিন্ন ফ্লাইট পরিচালনা করে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এয়ারলাইন্সটি সম্প্রসারণ পরিকল্পনার মধ্যে রয়েছে ১০৫ টি নতুন উড়োজাহাজ সংযোজন, যা ক্রমবর্ধমান ভ্রমণের চাহিদা মেটাতে এর ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে https://www.saudia.com দেখুন।
বিজ্ঞপ্তি/অমিয়/