ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চল বরগুনায় এক্সিম ব্যাংকের ১৫৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ডিসেম্বর) শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আনিসুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখী আমানত ও বিনিয়োগ হিসাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি আরও বলেন, ‘এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক। আপনারা এই ব্যাংকের ওপর আস্থা রাখুন। আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।’
বিজ্ঞপ্তি/সালমান/