ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ওয়ালটনের শিল্পমেলা এটিএস এক্সপো শুরু

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
ওয়ালটনের শিল্পমেলা এটিএস এক্সপো শুরু
ওয়ালটনের এটিএস এক্সপো-২০২৪ পরিদর্শন করছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০২৪’। দ্বিতীয়বারের মতো একক এই বৃহৎ শিল্পমেলা আয়োজন করেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির হল-৩ এ মেলা শুরু হয়ে চলবে শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এটিএস এক্সপো-২০২৪’ এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ। সেসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, উরি ব্যাংকের কান্ট্রি হেড জিন হুর, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মীওয়ানাগে প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ওয়ালটন বাংলাদেশকে গর্বিত ও সম্মানিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে ওয়ালটন।

তিনি আরও বলেন, এটিএস এক্সপোতে এসে শুধু ওয়ালটন সম্পর্কেই নয়, বাংলাদেশের সক্ষমতার বিষয়েও দারুণ ধারণা পেয়েছি। প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ওয়ালটন শুধু নিজেরাই এগিয়ে যাচ্ছে না, দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকেও এগিয়ে নিতে কাজ করছে। 

বৈশ্বিক বাজারে ওয়ালটন পণ্যের চাহিদা সম্পর্কে তার অভিজ্ঞতার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, অফিসিয়াল কাজে বেশ কিছুদিন পূর্ব তিমুরে ছিলাম। সেখানকার বাজারে ওয়ালটন পণ্যের ব্যাপক চাহিদা দেখেছি। ওয়ালটন পণ্যের উচ্চ গুণগতমান দেশটির ক্রেতাদের আস্থা জয় করে নিয়েছে।    

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটনের নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে ফিনিশড প্রোডাক্টস, কাঁচামাল, সফটওয়্যার, হার্ডওয়্যার, প্যাকেজিংসহ সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস উৎপাদিত হচ্ছে। এসব পণ্য বাংলাদেশসহ বিশ্বের সব দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে সরবরাহ করতে সক্ষম ওয়ালটন। দেশীয় শিল্পোদ্যোক্তাদের নিকট ওয়ালটনের এই সক্ষমতা তুলে ধরে দেশের আমদানি নির্ভরতা হ্রাস করার লক্ষ্যেই এটিএস এক্সপো আয়োজনের উদ্যোগ।

তিনি জানান, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রয়োজনীয় শিল্পজাত উপকরণ এখন দেশেই তৈরি করছে ওয়ালটন। এসব পণ্য এখন আর বিদেশ থেকে আমদানি করতে হবে না। এতে করে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর উপকরণ ক্রয়ের খরচ এবং সময়ও যেমন কমবে, তেমনি দেশের আমদানি নির্ভরতা হ্রাসের মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। 

সরকারকে দেশীয় শিল্পে প্রদত্ত নীতি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ওয়ালটনের এমডি বলেন, অ্যাসেম্বলার ও ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠানের মধ্যে আইনগত পার্থক্য করা প্রয়োজন। 

ওয়ালটনের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, এটিএস এক্সপোর মাধ্যমে বাংলাদেশকে বহির্বিশ্বে ভিন্নভাবে পরিচিত করিয়ে দিতে চাই আমরা। বিশ্বের সেরা সব পণ্য আমরা এখন দেশে তৈরি করতে সক্ষম। লাস ভেগাস, ক্যান্টন ফেয়ার এবং ফ্র্যাঙ্কফুটের মতো বিশ্ব মেলা মঞ্চে আমরা ওয়ালটন পণ্য নিয়ে হাজির হয়েছি। আমরা সেখানে দেখিয়েছি, বাংলাদেশ কোথায় আছে। এখন বৈশ্বিক ক্রেতাদের এখানে এসে দেখে যেতে হবে। সারাবিশ্ব অচিরেই বাংলাদেশকে প্রযুক্তি পণ্যের হাব হিসেবে চিনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এটিএস এক্সপোতে একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস এ উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সল্যুশনস প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে এনার্জি সেভিং ও পরিবেশবান্ধব ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী।

 বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা
ছবি: বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

‘আমরাই তারা’ শিরোনামে সম্প্রতি রাজশাহীতে নারী এসএমইদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচি আয়োজন করে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই আয়োজনে ব্যবসায়িক দক্ষতা বিকাশে আগ্রহী ৩২ জন নারী উদ্যোক্তা অংশ নেন।

কর্মশালায় নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো কাটিয়ে ওঠার উপায় ও ব্যবহারিক সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও, প্রশিক্ষণে কীভাবে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের জন্য কার্যকর মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন, সেটি নিয়েও দিকনির্দেশনা দেওয় হয়।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই অঞ্চলের নারী উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির বিকাশের ওপর জোর দিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম, এজেন্ট ব্যাংকিংয়ের খালেদ আলী এবং এসএমই ব্যাংকিংয়ের টেরিটরি ম্যানেজার আমির হামজা একটি অর্ধ-দিন সেশন পরিচালনা করেন।

সেশনে তারা ব্যাংকিং লিটারেসি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং আরও অনেক প্রয়োজনীয় আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি প্রতিশ্রুতি উদ্যাপনের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম
আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা
ছবি: বিজ্ঞপ্তি

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ ও কেবিএম মঈন উদ্দিন চিশতী, পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও ছায়েমা আক্তার এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (জেক্সকা) দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের সমাপনী দিন ছিলো আজ সোমবার (১৩ জানুয়ারি)।

রাজধানীর মোহাম্মদপুরের পথশিশুদের শিক্ষাঙ্গন 'ছায়াতল বাংলাদেশ'- এ আজ দুপুর ১২টার দিকে  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ,  ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ,  কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াতলের  প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানা।

সম্প্রতি জেক্সকা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ড রয়‍্যাল এনফিল্ড ২১ অক্টোবর ২০২৪-এ ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়‍্যাল এনফিল্ড-এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে। যা এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম।

রয়‍্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। প্রচণ্ড উচ্ছ্বাস এবং উদ্দীপনার সাথে এই লঞ্চিং ইভেন্ট উদযাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে, শোরুমে গিয়ে ঘুরে এসে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করে এবং ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছে।

গত ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়‍্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।

আসছে ১২ জানুয়ারি ২০২৫, ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করবে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়‍্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্‌লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্‌লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই রয়‍্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির এই খবরটি ক্রেতাদের জন্য অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত নিয়ে এসেছে। বহু প্রতীক্ষার পর তাদের স্বপ্নের এই আইকনিক মোটরসাইকেলটি পেয়ে এবং চালিয়ে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন।

বিজ্ঞপ্তি/মেহেদী