মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অত্যাধুনিক সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এই বুথের উদ্বোধন করেন।
সিআরএম বুথ থেকে ব্যাংকের গ্রাহকরা প্রতিদিন ২৪ ঘণ্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। জমা করা টাকা স্বয়ংক্রিয়ভাবে মুহূর্তেই গ্রাহকের হিসাবে ক্রেডিট হবে। এ ছাড়া গ্রাহকরা এই বুথ থেকে মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন ও মিনি স্টেটমেন্ট সেবাও নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসিম কুমার সাহা, এসইভিপি শাহ্ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম, সিটিও মুহাম্মদ মাহমুদ হাসান, এসভিপি ও হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান ও ভিপি মো. মুকিতুল কবীরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি/সালমান/