ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিআইবিএমের অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পিএম
বিআইবিএমের অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
ব্র্যাক ব্যাংক

বিআইবিএমের অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় সেলিম আর এফ হোসেন বলেন, ‘বিআইবিএমের টাস্কফোর্স অনুষ্ঠানে আমি ব্যাংকিং খাতে নাজুক অবস্থার জন্য আগস্ট পূর্ববর্তী সময়ের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির অভাবের কথা উল্লেখ করি। ব্যাংকিং খাত নিয়ে সরকারের কাছে জমা দেওয়া হোয়াইট পেপারেও জবাবদিহি ও সুশাসনের ঘাটতির কথা ওঠে এসেছে। গভর্নরও ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন।’    

তিনি বলেন, ‘শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা, যারা বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে নেই, পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকে চাকরি, পদোন্নতি ও বদলির জন্য সুপারিশ করতেন। তৎকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের অতি অল্পসংখ্যক সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা জড়িত ছিলেন।’ 

ব্র্যাক ব্যাংকের এমডি বলেন, ‘বিগত সময়ে যারা দায়িত্বশীল জায়গায় থেকে নানা অনিয়ম করেছেন, তারাই নানা তদবিরে জড়িত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের পর তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই ইতোমধ্যে চাকরিচ্যুত হয়েছেন। প্রকৃতপক্ষে, হাতেগোনা কয়েকজন কর্মকর্তা ছাড়া বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তাই অত্যন্ত সৎ, মেধাবী এবং চৌকস। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং ব্যাংকিং খাতকে সুশৃঙ্খল এবং নিয়মের মধ্যে পরিচালিত করতে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের নিষ্ঠাবান ও মেধাবী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, অভিজ্ঞ ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ গভর্নর আহসান এইচ মনসুর স্যারের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল ও পেশাদার কর্মকর্তারা দেশের ব্যাংক সেক্টরকে শক্তিশালী ও সমৃদ্ধ করবেন।’ 

সেলিম আর এফ হোসেন বলেন, ‘কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ও অপব্যাখ্যা করে সংবাদ প্রচার করা হয়েছে। এ ধরনের ভুলভাবে উপস্থাপিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।’  

তিনি আরও বলেন, ‘আমি সবসময় কেন্দ্রীয় ব্যাংকের প্রতি শ্রদ্ধাশীল। সম্প্রতি আমার দেওয়া বক্তব্যে কেউ মর্মাহত হয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি কাউকে আহত বা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বক্তব্য দেইনি। শুধুমাত্র অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো টাস্কফোর্স সেমিনারে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।’

বিজ্ঞপ্তি/সালমান/  

আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম
আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা
ছবি: বিজ্ঞপ্তি

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ ও কেবিএম মঈন উদ্দিন চিশতী, পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও ছায়েমা আক্তার এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (জেক্সকা) দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের সমাপনী দিন ছিলো আজ সোমবার (১৩ জানুয়ারি)।

রাজধানীর মোহাম্মদপুরের পথশিশুদের শিক্ষাঙ্গন 'ছায়াতল বাংলাদেশ'- এ আজ দুপুর ১২টার দিকে  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ,  ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ,  কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াতলের  প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানা।

সম্প্রতি জেক্সকা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ড রয়‍্যাল এনফিল্ড ২১ অক্টোবর ২০২৪-এ ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়‍্যাল এনফিল্ড-এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে। যা এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম।

রয়‍্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। প্রচণ্ড উচ্ছ্বাস এবং উদ্দীপনার সাথে এই লঞ্চিং ইভেন্ট উদযাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে, শোরুমে গিয়ে ঘুরে এসে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করে এবং ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছে।

গত ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়‍্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।

আসছে ১২ জানুয়ারি ২০২৫, ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করবে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়‍্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্‌লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্‌লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই রয়‍্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির এই খবরটি ক্রেতাদের জন্য অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত নিয়ে এসেছে। বহু প্রতীক্ষার পর তাদের স্বপ্নের এই আইকনিক মোটরসাইকেলটি পেয়ে এবং চালিয়ে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন।

বিজ্ঞপ্তি/মেহেদী

ঐতিহ্যবাহী ”শীতকালীন পিঠাপুলির উৎসব এবং উদ্যোক্তা মেলা আয়োজিত

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
ঐতিহ্যবাহী ”শীতকালীন পিঠাপুলির উৎসব এবং উদ্যোক্তা মেলা আয়োজিত
ছবি: বিজ্ঞপ্তি

মহাখালীর সেনাকল্যাণ সংস্থার নান্দনিক ১৩ তলা কর্মার্শিয়াল কাম শপিং কমপ্লেক্স ”এসকেএস টাওয়ার” এর সেনা গৌরব কনভেনশন হলে (লেভেল-৯ এ)  ঐতিহ্যবাহী ”শীতকালীন পিঠাপুলির উৎসব এবং উদ্যোক্তা মেলা-২০২৫” এর আয়োজন করা হয়েছে। 

১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন চলবে।

আয়োজিত অনুষ্ঠানের স্টলে নানা রকম পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, নারিকেল দুধপুলি, নারিকেল পুলি, পাটি সাপটা, সেমাই পিঠা, দুধ চিতই পিঠা, ঝিনুক পিঠা, মালপোয়া, নাড়ু, চমচম, বাকরখানি, হালুয়া, নকশী পিঠা, ছানার জিলাপী, বেনী পিঠা, জামাই পিঠা, রস চুষি, দুধের ক্ষিরসা, সতীন মোচর, মুুড়ির মোয়া ইত্যাদি। 

এছাড়া উক্ত মেলায় পিঠাপুলির পাশাপাশি পোশাক-পরিচ্ছদেরও স্টল রয়েছে।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এ এফ ডব্লিউ সি, পিএসসি, এমফিল ১২ জানুয়ারি বিকেল চারটার দিকে মেলার উদ্ভোদন ঘোষণা করেন। এ সময় সেনাকল্যাণ সংস্থার বিভিন্ন সংস্থার বিজনেস ডিভিশন/প্রকল্প প্রধানরাও উপস্থিত ছিলেন। 

দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা এবং পোষাক-পরিচ্ছদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং পিঠার স্বাদ নিতে এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উদ্ভোধনের শুরু থেকেই ক্রেতা-সাধারনের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

শুল্ক-কর বৃদ্ধি নিয়ে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্সের সংবাদ সম্মেলন

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
শুল্ক-কর বৃদ্ধি নিয়ে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্সের সংবাদ সম্মেলন

সব ফ্লেভার ড্রিংকস ও ইলেকট্রোলাইট ড্রিংকস (কার্বোনেটেড/নন-কার্বোনেটেড বেভারেজ) পণ্যের উপর আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক ও অন্যান্য ডিউটি বৃদ্ধিতে সার্বিক ব্যবসায়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স।

রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, অতি সম্প্রতি সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যাপক হতাশা ব্যক্ত করেন শিল্পক্ষেত্রের উদ্যোক্তারা। নতুন করে এই করারোপের ফলে বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে পণ্যের মূল্য আরো বৃদ্ধি পাবে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। এর ফলে বেভারেজ ইন্ডাস্ট্রি আরো সংকুচিত হবার সম্ভাবনা তৈরি হবে। যার ফলে কোম্পানিগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও এই খাত থেকে ব্যাপক রাজস্ব হারাবে। এমনকি কিছু কিছু প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাবার সম্ভাবনাও প্রবল। ফলে দেশে বেকারত্ব বাড়তে পারে। এর পাশাপাশি দেশীয় বাজারে আমদানিকৃত বিদেশি পণ্যেরও ব্যাপক প্রসারের আশংকা রয়েছে। এ ছাড়াও বিগত কয়েক বছর ধরে বেভারেজ পণ্যের উপর সরকারের বারংবার সম্পূরক শুল্ক এবং বিভিন্ন ডিউটি বৃদ্ধি করায় বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। যার ফলশ্রুতিতে ইতোমধ্যে ২০২৩-২৪ অর্থবছরে বেভারেজ ইন্ডাস্ট্রিতে প্রায় ১৬ শতাংশ নেগেটিভ গ্রোথ পরিলক্ষিত হচ্ছে।

অনুষ্ঠানে সকল কোম্পানির প্রতিনিধিরা সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে সম্প্রতি আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ এই খাতে সার্বিকভাবে সম্পূরক শুল্ক কমানোর জোর দাবি করেন এবং একই সাথে খুবই সম্ভাবনাময় এই খাতের ‍সুষ্ঠু প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরঅপারেশনাল ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, সোশ্যাল মার্কেটিং কোম্পানির অতিরিক্ত জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হক,  আবুল খায়ের গ্রুপের হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স মোহাম্মদ আমিনুল হক, সজীব গ্রুপের হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, ব্রুভানা বেভারেজ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ তারিকুল ইসলাম, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার মো. মাইদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞপ্তি/নাবিল/