ঢাকা ৩০ পৌষ ১৪৩১, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এল পিএনওয়াই

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এল পিএনওয়াই
ছবি: বিজ্ঞপ্তি

গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের আইটি বাজারে মিডরেঞ্জ থেকে হাইরেঞ্জে ৫টি নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে। ডিএলএসএস সমর্থিত এই গ্রাফিক্স কার্ডগুলো ভালো মানের কুলিং দিতে সক্ষম।

পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬জিবি ভেরটো: 

২৩০৪টি কুডা কোরের সঙ্গে ১০৪২ মেগাহার্জ ক্লক স্পিড এই গ্রাফিক্স কার্ডে। ১৪জিবিপিএস মেমোরি স্পিডে ৬জিবি মেমোরি পাওয়া যাবে যা দিয়ে বেসিক লেভেলের গেম অনায়াশে খেলা যাবে। সর্বোচ্চ ৩টি মনিটর সাপোর্ট করবে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে। সেকেন্ড জেন রে ট্রেসিং কোর এবং থার্ড জেন টেন্সর কোর এই কার্ডটির কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। ডুয়াল ফ্যান সমর্থিত এই কার্ডটি এনভিডিয়া জিসিঙ্ক সমর্থন করে। আউটপুট পোর্ট হিসেবে এতে আছে- ডিসপ্লে পোর্ট ১.৪এ, এইচডিএমআই ২.১, ডিভিআই-ডিএল।

পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটো: 

৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরি এর সঙ্গে এই কার্ডের ক্লক স্পিড ২৩১০ মেগাহার্জ যাতে কুডা কোর রয়েছে ৪৩৫২টি। ৩ ফ্যানের এই আরজিবি কার্ডটি এফপিএস গেমিং এর ক্ষেত্রে খুবই ফাস্ট পারফরমেন্স প্রদান করে। গেমিং এবং লাইভ স্টিমিং করার জন্যই গ্রাফিক্স কার্ডটি বিশেষভাবে প্রস্তুত। আউটপুট হিসেবে এতে আছে- ৩টি ডিসপ্লে পোর্ট ১.৪এ ও ১টি এইচডিএমআই ২.১ পোর্ট। এনভিডিয়া অ্যাডা লাভলেস আর্কিটেকচার এর ওপরে তৈরি এই কার্ডটি রিয়েলিস্টিক গ্রাফিক্স প্রদান করে যা মিড বাজেট গেমারদের জন্য আদর্শ।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটো:  

৩ ফ্যানের এই জিপিউটি একটি ওভারক্লকিং জিপিউ। এতে রয়েছে ৪ জেন টেনসর কোর এবং থার্ড জেন রে ট্রেসিং কোর যা এআই এর ক্ষেত্রে কার্যক্ষমতা বৃদ্ধি করে। ১২জিবি জিডিডিআর ৬ এক্স মেমোরি, ৭১৬৮টি কুডা কোর এবং ১৯৮০ মেগাহার্জ ক্লক স্পিড রয়েছে এই পিএনওয়াই কার্ডে। লাইভ স্টিমিং, এআই ভয়েস এবং ভিডিও, গেমিং এর ক্ষেত্রে লো লেটেন্সি সুবিধাগুলো কন্টেন্ট ক্রিয়েটর এবং গেমারদের জন্য আদর্শ। ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এর সঙ্গে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে ৪টি ডিসপ্লে সমর্থন করে এই আরজিবি কার্ডটি।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটো: 

স্ট্রিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪ জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে এই কার্ডটির ক্লক স্পিড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর ৬ এক্স যার স্পিড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজুলেশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে।

পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটো:

এটি বাংলাদেশে পিএনওয়াই এর সর্বোচ্চ গতির গ্রাফিক্স কার্ড যার ক্লক স্পিড ২২৯৫ মেগাহার্জ এবং কুডা কোর ১০২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আল্টিমেট সাপোর্টং থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রাণবন্ত এক ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারে। যারা আর্কিটেকচার কিংবা থ্রিডি মডেলিং নিয়ে কাজ করে তাদের জন্য কার্ডটি সব থেকে হাই পারফরমেন্স দিতে সক্ষম। ওভারক্লকিং করার সময় যাতে পারফরমেন্স ড্রপ না করে সেজন্য ৩টি ফ্যান রয়েছে। আরজিবি সাপোর্টসহ সর্বনিম্ন ৭৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার রান করা যাবে। 

তিন বছরের ওয়ারেন্টি সুবিধাসহ পিএনওয়াই আরটিএক্স গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি- এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা
ছবি: বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

‘আমরাই তারা’ শিরোনামে সম্প্রতি রাজশাহীতে নারী এসএমইদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচি আয়োজন করে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই আয়োজনে ব্যবসায়িক দক্ষতা বিকাশে আগ্রহী ৩২ জন নারী উদ্যোক্তা অংশ নেন।

কর্মশালায় নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো কাটিয়ে ওঠার উপায় ও ব্যবহারিক সমাধান নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও, প্রশিক্ষণে কীভাবে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের জন্য কার্যকর মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন, সেটি নিয়েও দিকনির্দেশনা দেওয় হয়।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় এই অঞ্চলের নারী উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির বিকাশের ওপর জোর দিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম, এজেন্ট ব্যাংকিংয়ের খালেদ আলী এবং এসএমই ব্যাংকিংয়ের টেরিটরি ম্যানেজার আমির হামজা একটি অর্ধ-দিন সেশন পরিচালনা করেন।

সেশনে তারা ব্যাংকিং লিটারেসি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং আরও অনেক প্রয়োজনীয় আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি প্রতিশ্রুতি উদ্যাপনের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম
আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা
ছবি: বিজ্ঞপ্তি

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ ও কেবিএম মঈন উদ্দিন চিশতী, পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী ও ছায়েমা আক্তার এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (জেক্সকা) দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের সমাপনী দিন ছিলো আজ সোমবার (১৩ জানুয়ারি)।

রাজধানীর মোহাম্মদপুরের পথশিশুদের শিক্ষাঙ্গন 'ছায়াতল বাংলাদেশ'- এ আজ দুপুর ১২টার দিকে  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ,  ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ,  কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াতলের  প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানা।

সম্প্রতি জেক্সকা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।

বিজ্ঞপ্তি/মেহেদী

এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের সবচেয়ে পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ড রয়‍্যাল এনফিল্ড ২১ অক্টোবর ২০২৪-এ ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়‍্যাল এনফিল্ড-এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে। যা এশিয়ার সবচেয়ে বড় রয়‍্যাল এনফিল্ড শোরুম।

রয়‍্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। প্রচণ্ড উচ্ছ্বাস এবং উদ্দীপনার সাথে এই লঞ্চিং ইভেন্ট উদযাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছে, শোরুমে গিয়ে ঘুরে এসে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করে এবং ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছে।

গত ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়‍্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেছেন।

আসছে ১২ জানুয়ারি ২০২৫, ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু করবে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়‍্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্‌লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্‌লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই রয়‍্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির এই খবরটি ক্রেতাদের জন্য অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত নিয়ে এসেছে। বহু প্রতীক্ষার পর তাদের স্বপ্নের এই আইকনিক মোটরসাইকেলটি পেয়ে এবং চালিয়ে তারা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন।

বিজ্ঞপ্তি/মেহেদী